বৈশাখীতে ‘প্রেমের ফুল ফোটে না’, এটিএন বাংলায় ‘নান্টু ঘটক’
Published: 5th, April 2025 GMT
সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের ষষ্ঠ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
এটিএন বাংলা
সকাল আটটায় প্রভাতি অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’। বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘ধুম তানা না’। বিকেল ৫টা ৩০ মিনিটে কমেডি শো ‘হাউস নাম্বার ৪২০’। বিকেল ৫টা ৪৫ মিনিটে নাটক ‘খালাতো বোনের সংসার’। অভিনয়ে রাফসান ইমতিয়াজ, শায়লা সাথী। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘নান্টু ঘটক’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক ‘নীল শাড়ি’। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা। রাত ১০টা ৩০ মিনিটে মিউজিক্যাল শো ‘মিউজিক এক্সপ্রেস’। রাত ১১টায় নাটক হোম বয়। অভিনয়ে আরশ খান, তাসনুভা তিশা।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘কানামাছি’। অভিনয়ে মুশফিক আর ফারহান, সাফা কবির। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘আবীর ছোঁয়া’। অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মিশন মুন্সিগঞ্জ’। অভিনয়ে আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা। রাত ৭টা ৫০ মিনিটে নাটক পানি। অভিনয়ে আবুল হায়াত, দিলারা জামান, শাকিল, রাজ্য, মনির। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘প্রহর’। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল।
এনটিভি
সকাল আটটায় নৃত্যানুষ্ঠান ‘লাল-সবুজের দোলা’। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘রঙিন চশমা’। অভিনয়ে সাদিয়া আয়মান, শহীদুজ্জামান সেলিম, প্রান্তর দস্তিদার। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘রূপবানের প্রেম’। অভিনয়ে তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার।
সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘চায়ের দোকানদার’। অভিনয়ে জাহের আলভী, অহনা রহমান। রাত ৯টা ১৫ মিনিটে একক নাটক ‘তোমার সঙ্গে থাকতে চাই’। অভিনয়ে আরশ খান, সামিরা খান মাহি। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘তোমার গল্পে আমি’। অভিনয়ে পার্থ শেখ, নওবা তাহিয়া হোসেন। রাত ১২টা ১ মিনিটে ‘তারুণ্যের গান’। ব্যান্ড: মা ভৈঁ দ্য কমরেড।
বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’। অতিথি: কণ্ঠশিল্পী অনিন্দিতা অথি। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি কণ্ঠশিল্পী গামছা পলাশ ও নিশি শ্রাবণী। বেলা ১টায় ‘শুধু সিনেমার গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’।
অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘শাশুড়ির বিয়ে’। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘লন্ডনি জামাই’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, আহসানুল হক মিনু। রাত ৮টা ১৫ মিনিটে একক নাটক ‘প্রেমের ফুল ফোটে না’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অলংকার চৌধুরী, সঞ্চিতা দত্ত। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক ‘ট্রাক ড্রাইভার’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি। রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক অভাবের সংসার। অভিনয়ে শ্যামল মাওলা, মাইমুনা মম।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ১৫ ম ন ট ৩০ ম ন ট অন ষ ঠ ন ক ন টক আহস ন
এছাড়াও পড়ুন:
চীনা পণ্যে ট্রাম্পের ১০৪ শতাংশ শুল্ক কার্যকর আজ থেকেই: হোয়াইট হাউস
বেশকিছু চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০৪ শতাংশ আমদানি শুল্ক আজ (বুধবার) থেকে কার্যকর হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ কথা জানান।
ক্যারোলিন সাংবাদিকদের বলেন, ওয়াশিংটনে বুধবার (আজ) শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চীনা পণ্যের ওপর বাড়তি এ আমদানি শুল্ক কার্যকর হয়ে যাবে।
গত ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর আরোপ করা হয় ৩৪ শতাংশ শুল্ক। এর আগে দেশটির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।
এর জবাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার থেকে এ শুল্ক কার্যকর হওয়ার কথা।
আরও পড়ুনযুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের শেষ দেখে নেওয়ার অঙ্গীকার চীনের১৬ ঘণ্টা আগেতবে বেইজিং নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, সেটা প্রত্যাহার না করলে দেশটির পণ্যের ওপর আরও শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। সেই মোতাবেক, একদিন আগেই ট্রাম্পের ঘোষণা দেওয়া বাড়তি শুল্ক কার্যকর করা হচ্ছে।
ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়ায় ‘শেষ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বেইজিং। চীনা বাণিজ্য মন্ত্রণালয় মুখপাত্র মঙ্গলবার বলেন, ‘চীনের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর মার্কিন হুমকি একটি ভুলের ওপর আরেকটি ভুল। এর মধ্য দিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রতারণা করার স্বভাব প্রকাশ পেয়েছে। চীন কখনোই এটা মেনে নেবে না।’
আরও পড়ুনযেসব দেশ অনুরোধ করেছে, সেগুলোর সঙ্গে সমঝোতা আলোচনা শিগগির: ট্রাম্প০৭ এপ্রিল ২০২৫