Samakal:
2025-04-09@04:06:35 GMT

ঈদ ছুটিতে ভূতের দেখা

Published: 5th, April 2025 GMT

ঈদ ছুটিতে ভূতের দেখা

ঈদের ছুটিতে তূর্যর খুব ইচ্ছে ছিলো দাদাবাড়ি যাবে। কিন্তু মামুন ভাইয়া ভয় দেখালো।
‘গ্রামে কিন্তু বটগাছের ভূতের সামনে পড়তে পারিস!’
‘বটগাছের ভূত?’
মামুন ভাইয়া গম্ভীর মুখে বললো, ‘‘হুম! আমাদের গ্রামে এক পুরোনো বটগাছ আছে। সেখানে এক ভূত থাকে, নাম ‘বটুভূত’! সে নাকি রাতে একা একা ঘোরাফেরা করা ছোটদের ধরে নিয়ে যায়!’’
তূর্যর তো ভয়েই গা ছমছম করতে লাগলো। এমন জানলে সে এবার গ্রামেই আসতো না। কিন্তু মা বললেন, ‘আহা, এসব বাজে কথা! গ্রামে তো এলি, এখন নিজেই দেখে নে ভূত-টুত কিছু নেই।’
অবশেষে গ্রামে এক সন্ধ্যায় দাদাভাইয়ের সাথে উঠানে বসলো সে। তখনই হঠাৎ দূর থেকে একটা চাপা হাসির শব্দ এলো। দাদা ফিসফিস করে বলেন, ‘বুঝলি তূর্য, ওটা বটুভূতের হাসি!’
তূর্য সঙ্গে সঙ্গে দাদাভাইয়ের কোলে লাফিয়ে পড়লো। দাদাভাই হাসতে হাসতে বলেন, ‘আসলে জানিস, ওটা শিয়ালের ডাক!’
তূর্য একটু লজ্জা পেলো। ভেতরে ভেতরে স্বস্তিও লাগলো। তবু ভয়টা পুরোপুরি গেলো না।
রাতে ঘুমানোর সময় জানালার পাশ দিয়ে কিসের যেন ছায়া নড়লো! তূর্য আঁতকে উঠে চিৎকার করতে যাবে, এমন সময় মামুন ভাইয়া হাসতে হাসতে ঢুকলেন ঘরে। মাথায় একটা সাদা চাদর!
–‘ভাইয়া, তুমি?’
–‘হাহা! ভূতের ভয় পেয়েছিস?’
তূর্য এবার হাসতে শুরু করলো। মামুন ভাইয়াকে তাড়া করতে গিয়ে হঠাৎ পেছন থেকে আসলেই একটা গম্ভীর গলা শোনা গেলো–
 ‘কে আমার নাম নিল?’
এবার সত্যি সত্যিই সবাই দৌড় দিল!
এই ঘটনার পর তূর্য আর ভূতের ভয় পায় না, কিন্তু মামুন ভাইয়ার ভয় এখনও কাটেনি। কারণ সেই রাতে আসলেই কি কেউ ডাক দিয়েছিল? n  

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সামনের মৌসুমে ইপিএলের ৫ দল চ্যাম্পিয়নস লিগে

আগামী মৌসুম থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ৫টি দল খেলবে চ্যাম্পিয়নস লিগ! শুধু চ্যাম্পিয়নস লিগই নয়, ইউরোপের বাকি দুই প্রতিযোগিতা ইউরোপা লিগ ও কনফারেন্স লিগেও পারফরম্যান্সের জন্য ইপিএল অতিরিক্ত একটি স্থান অর্জন করেছে।

দুটি লিগকে ইউরোপীয় পারফরম্যান্স স্পট (ইপিএস) পুরস্কৃত করা হবে, যা গত মৌসুমে চালু করা হয়েছিল। মূলত চ্যাম্পিয়নস লিগে ৩৬টি দলকে অন্তর্ভুক্ত করার যে প্রকিয়া, সেখানে একটি সংস্কার হিসাবে কাজ করেছে ইপিএস স্পট।

মৌসুমের বেশিরভাগ সময় ধরেই ইংল্যান্ড টেবিলের শীর্ষে থেকে বেশ এগিয়ে ছিল ইপিএসের জন্য। নকআউট প্লেঅফ রাউন্ড এবং শেষ ষোলো পর্বে ইতালীয় ক্লাবগুলির খারাপ ফলাফলের তালিকার মাধ্যমে অতিরিক্ত স্থানটি প্রায় নিশ্চিত হয়ে গেছে। ফলে প্রিমিয়ার লিগের দল গুলোকে শুধুমাত্র একটি জয় বা দুটি ড্র দরকার ছিল। যা মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে নিশ্চিত হয়ে যায়, যখন আর্সেনাল ৩-০ ব্যবধানে জিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
 

আরো পড়ুন:

আর্সেনালের বিপক্ষে রিয়ালের প্রতিশোধের ম্যাচ

ইয়ামালের দাবি, বার্সাই চ্যাম্পিয়নস লিগ জিতবে 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ