চুনারুঘাটে ঝুঁকিপূর্ণ সেতুতে ভারী যান চলাচল ও অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাওর হুঁশিয়ারি দিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার। এর জবাবে জেলা প্রশাসক ফোনে তাঁর বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই নেত্রী।

খোয়াই নদীর ওপর ঝুঁকিপূর্ণ সেতুটি ভারী যানবাহন চলাচলের অনুপযোগী। এর পরও সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচল করছে। বৃহস্পতিবার পৌর শহরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় বিএনপি নেত্রী শাম্মী আক্তার অভিযোগ করেন, সম্প্রতি তিনি অবৈধ বালু উত্তোলন এবং খোয়াই নদীর ওপর অবস্থিত ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ভারি যান চলাচল নিষিদ্ধে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাওর কথা বলেন। পরদিন মোবাইল ফোনে কল করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের এবং চুনারুঘাটে তাঁকে ঢুকতে দেবেন না বলে হুমকি দেন জেলা প্রশাসক ড.

ফরিদুর রহমান।

শাম্মী আক্তার বলেন, প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। সেই বালুবাহী ভারি ট্রাক চলছে রাজার বাজার ভায়া বাসুল্লা সড়কে খোয়াই নদীর ওপর অবস্থিত ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে। জনগণ এই অবস্থার পরিত্রাণ চায়। তিনি জনগণের পক্ষ থেকে দাবি আদায়ে কথা বলেছেন। এ সময় তিনি জেলা প্রশাসককে জনগণের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে কথা বলার জন্য জেলা প্রশাসক ফরিদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি। পরে তাঁর সরকারি নম্বরে করা ওয়াটসঅ্যাপ বার্তার উত্তরে তিনি জানান, বিএনপি নেত্রী শাম্মী আক্তার ডিসি-ইউএনও সম্পর্কে মিথ্যা অভিযোগ করেছেন। উপদেষ্টাকে অবাঞ্ছিত করার হুমকি দিয়েছেন। প্রশাসন সব সময় বালুখেকোদের বিরুদ্ধে। তিনি প্রকাশ্যে নেতিবাচক বক্তব্য দিয়েছেন। মামলা করা বা তাঁকে চুনারুঘাটে ঢুকতে না দেওয়ার হুমকি প্রদানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: র ওপর ব এনপ

এছাড়াও পড়ুন:

বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

আগে নির্বাচন পরে সংস্কার এমন কথা বিএনপি কখনো বলেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি  আগে নির্বাচন পরে সংস্কারের কথা বলেনি। এটা যদি কেউ বলে থাকে তাহলে, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি, নির্বাচন অবাধ সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে। কারণ এই সংস্কারের প্রথম দাবি ছিল বিএনপির।’

আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাতিপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে টার্গেট করা হচ্ছে দাবি করে মহাসচিব বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা করা হচ্ছে যে, বিএনপি আগে নির্বাচন চায়, তারপর সংস্কার চায়। অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়, যা একবারে মিথ্যা। আমি সরাসরি বলতে চাই, এ নিয়ে জনগণের মাঝে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে।’

বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ‘জনগণের সঙ্গে সম্পর্ক রাজনৈতিক দলগুলোর সেটা যেই দল হোক না কেন। যারা সংস্কারের এসেছেন তাদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তবে তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করে বিএনপি সেটা সমর্থন করবে না।’

মহাসচিব আরও বলেন, ‘গণতন্ত্রই হচ্ছে রাষ্ট্র পরিচালনার শ্রেষ্ঠ ব্যবস্থা। এখানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর যদি স্বৈরাচার হয়ে উঠে তাহলে জনগণই তাদের বের করে দেয়। যার বাস্তব প্রমাণ আওয়ামী লীগ।’

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • স্বাধীনতা কি তবে ছিনতাই হয়ে গেছে
  • ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনসিপি: সারজিস আলম
  • সবার কল্যাণে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
  • সংস্কার কিংবা স্রেফ ‘ব্যালট পেপার হওয়ার’ স্বপ্ন
  • দ্রুত নির্বাচন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা
  • যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা
  • দ্রুত নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা
  • ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারকে ৩০ লাখ ডলার অনুদান দেবে এডিবি
  • বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল