বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মাও. মঈনুদ্দিন
Published: 4th, April 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, চাদাঁবাজমুক্ত দখলদারিত্ব মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
দেশের জনগন ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত ও সংস্কার না করে নির্বাচন চায়না। দেশের জনগনের প্রত্যাশা পূরন করতে পারে একমাত্র আল কুরআন। মানুষরে বানানো মন্ত্র তন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না।
শুক্রবার (৪ এপ্রিল) বিকালে বন্দর থানা দক্ষিন জামায়াতে ইসলামীর উদ্যোগে বন্দর দড়ি সোনাকান্দা, লক্ষ্যারচর, শান্তিনগর এলাকায় ঈদ পূর্নমিলনী আলোচনা সভায় এসব কথা বলেন ।
উক্ত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদের সদস্য মাওলানা সাইফুূদ্দিন মনির, মহানগরী মজলিসে সূরা সদস্য ফরিদ আহমেদ প্রমূখ।
বন্দর থানা দক্ষিনের আমীর মাওলানা ফজলুল হাই জাফরীর সভাপতিত্বে সেক্রেটারি কাজী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, বন্দর উত্তর থানা আমীর মুফতী আতিকুর রহমান, এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ঈদ
এছাড়াও পড়ুন:
ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায় জনগন : ড. ইকবাল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও নারায়ণগঞ্জ ৩ আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভুইয়া বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহরই আইন চলবে। আমরা চাই অথবা না চাই, আল্লাহ তায়ালার ওয়াদা হলো এই জমিনে তিনি তার বিধানকে জয়ী করবেন।
এজন্য মানুষকে দায়িত্ব দিয়ে প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ তথকথিত নেতাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারাও আগামি দিনে ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায়।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে সোনারাগাঁয়ের আনন্দবাজারে মেঘনা নদীতে সাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ঈদ পূর্নমিলনী ও নৌভ্রমনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা ইসলামের বিরোধীতা করেন, সংসদে কোরানের আইন হোক এটার বিরোধীতা করে তারা পরাজিত হবে। ওয়ার্ড, ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত সবক্ষেত্রে নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এটাই ফাইনাল। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে নেতাকর্মীদের নিষ্ঠার সহিত কাজ করতে আহ্বান জানান তিনি।
এডভোকেট ফারাহ জোবায়েরের সঞ্চালনায় ও সাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আজগর আলী, ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আবু সাঈদ, জামায়াতে ইসলামীর সোনারগাঁ উত্তরের সভাপতি ইসহাক মিয়া সেক্রেটারী মাওলানা ইব্রাহীম হাসানসহ দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।