গাজীপুরের কাপাসিয়ায় ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন বাতিলের ঘটনাটি রাজনৈতিক কারণে হয়েছে বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার পুলিশ সদর দপ্তরের ফেসবুক পেজে ওই ঘটনা নিয়ে একটি পোস্টে বলা হয়, নাটকের মঞ্চায়ন বাতিলের নেপথ্যে কোনো ধর্মীয় কারণ নেই। বিভিন্ন গণমাধ্যমে ওই ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদকে ‘বিভ্রান্তিকর’ বলেও উল্লেখ করা হয়।

পুলিশের ফেসবুক পোস্টে বলা হয়, ৩ এপ্রিল সকাল ১০টার দিকে গাজীপুর জেলার কাপাসিয়া থানার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে ঈদ সামনে রেখে ‘আপন দুলাল’ নামের একটি নাটক মঞ্চায়িত করার জন্য মহড়া অনুষ্ঠিত হয়। দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হকের নেতৃত্বে বাজারের লোকজন মিলে এই মহড়া দিচ্ছিলেন। নাটকটি স্থানীয় বিএনপির জুনিয়র নেতারা আয়োজন করার কারণে দলের সিনিয়র নেতাদের সঙ্গে ঝামেলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমানের অনুরোধে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হককে নাটক মঞ্চস্থ করতে নিষেধ করা হয়। এরপর নাটকে অংশগ্রহণকারীরা তাঁদের সিনিয়র নেতার কথা মেনে নাটক মঞ্চস্থ করা থেকে বিরত থাকেন।

ওই দিন মঞ্চ ভাঙার কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে পুলিশ বলছে, নাটকে অংশগ্রহণকারীরা বিএনপির স্থানীয় জুনিয়র ও সিনিয়র নেতাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কা হওয়ায় সমঝোতার ভিত্তিতে নাটকটি মঞ্চস্থ করা থেকে বিরত থাকেন। পুলিশের ফেসবুক পোস্টে বলা হয়েছে, কিছু সংবাদপত্র বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। এছাড়া সংবাদপত্রে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম ও খতিব আজিজুল হকের যে উদ্ধৃতি ছাপা হয়েছে সেটি তিনি বলেননি বলে জানিয়েছেন।

পুলিশ বলছে, কাপাসিয়ার বিষয়টি মূলত রাজনৈতিক ইস্যু, কোনো ধর্মীয় ইস্যু নয়। এ ক্ষেত্রে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি)। পুলিশের ফেসবুক পোস্টের নিচে পাঁচটি সংবাদমাধ্যমের এ- সংক্রান্ত খবরের লিংক দেওয়া হয়। এই খবরগুলোকে ‘বিভ্রান্তিকর’ দাবি করা হয়।

রমজান মাসের শুরুতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ উদয়ন কিন্ডারগার্টেন স্কুল মাঠে নাটক মঞ্চায়নের কথা ছিল। স্থানীয় মুসল্লিদের বাধায় তা স্থগিত রাখতে বাধ্য হন আয়োজকরা। বুধবার একই জায়গায় মঞ্চ তৈরি করে বৃহস্পতিবার সকাল থেকে নাটকটি মঞ্চায়নের প্রস্তুতি চলছিল। আবারও মুসল্লিদের বাধায় নাটক মঞ্চে গড়াতে পারেনি।

রানীগঞ্জ বাজার মসজিদের সভাপতি ও ব্যবসায়ী মো.

সিরাজুল ইসলাম জানান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরার উপস্থিতিতে দুর্গাপুর ইউনিয়নের কোনো স্থানে অশ্লীল নৃত্য করতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই মঞ্চের স্থানে সন্ধ্যায় কয়েকশ মুসল্লির অংশগ্রহণে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। গত কয়েক বছর ধরে এখানে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা নাটক মঞ্চায়নের নামে অশালীন কর্মকাণ্ড করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

নাটক আয়োজনের সঙ্গে যুক্ত উপজেলা যুবলীগের সাবেক সদস্য খন্দকার শাহাদাত হোসেন সেলিম জানান, বুধবার রাতে তারা বাজারে বসেছিলেন। এ সময় বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক তুষার, মসজিদের সভাপতি মো. সিরাজুল ইসলামসহ কয়েকজন মুসল্লি এসে নাটক মঞ্চায়ন করতে নিষেধ করেন। ‘চিরদিনের জন্য এখানে নাটক বন্ধ’ রাখার কথা বলেন। এর পর নাটকের জন্য তৈরি মঞ্চ ও প্যান্ডেল গতকাল সকাল ৯টার মধ্যে ডেকোরেটরের লোকজন খুলে নিয়ে যায়।

খন্দকার শাহাদাত হোসেন সেলিম দাবি করেন, ‘আপন দুলাল’ একটি গীতিনাট্য। এতে নারী চরিত্র বা অভিনয় নেই। পরিশীলিত নাটক। অথচ এই নাটক মঞ্চে গড়াতে দেননি তারা। এতদিনের প্রস্তুতি, শ্রম ও উদ্যোগ সব ভেস্তে গেছে।

এ বিষয়ে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক তুষার জানান, সমাজে খারাপ প্রভাব পড়ার আশঙ্কায় মুসল্লিরা আয়োজক কমিটিকে নাটক মঞ্চায়ন না করতে অনুরোধ করেন। তারাও সমাজের ভালোর জন্য শেষ পর্যন্ত সেই নাটক অনুষ্ঠান করেননি। এখানে এককভাবে কেউ নিষেধ করেননি। স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে আয়োজকদের অনুরোধ করেছেন।

কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, নাটক মঞ্চায়নের নামে কয়েক বছর ধরে রানীগঞ্জ বাজার এলাকায় মাদক ও অশালীন কর্মকাণ্ডের আসর বসত। তাই এটি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হয়েছে। ভবিষ্যতেও যেন কাপাসিয়াকে মাদকমুক্ত করা যায় সে লক্ষ্যে ইতোমধ্যে রানীগঞ্জ, ফুলবাড়িয়া, কামড়ামাশকসহ বেশ কয়েকটি স্থানে মাদকবিরোধী সমাবেশ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নাশেরা উচ্চ বিদ্যালয় মাঠে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, নাটক আয়োজক কিংবা বাধাদানকারী কোনো পক্ষ থানায় কিছু জানায়নি। তিনি কিছুই জানেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম জানান, তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব জ র মসজ দ র র ফ সব ক প ব এনপ র ন ত কর অন র ধ র জন য র ধ কর ন টক র উপজ ল

এছাড়াও পড়ুন:

ইসরায়েলের নির্বিচার হামলা, পালাচ্ছেন ফিলিস্তিনিরা

গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার মুখে প্রতিনিয়ত বাস্তুচ্যুত হচ্ছেন ফিলিস্তিনিরা। উপত্যকাটির ৯০ শতাংশ মানুষ নিজের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। একবার-দু’বার নয়, অনেক পরিবার চার-পাঁচবারও বাস্তুচ্যুতির শিকার হয়েছে। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তিকে সঙ্গী করে কোনো ধরনের চিকিৎসা ছাড়াই গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুলে চলেছেন বাসিন্দারা।

দেড় বছর ধরে দখলদার দেশটির তীব্র আগ্রাসনে সহায়-সম্বল ও পরিবারের সদস্যদের হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা। সর্বশেষ রাফা ও গাজা সিটিতে বাস্তুচ্যুতি আদেশের ফলে লাখ লাখ ফিলিস্তিনি আবারও পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। খবর আলজাজিরা ও রয়টার্সের। 

গাজা সিটির আগে থেকেই বাস্তুচ্যুত এক বয়স্ক ব্যক্তি আবু হাজেম খালেফ আলজাজিরাকে বলেন, ‘আমাদের এখন সবচেয়ে বড় সংগ্রাম হলো বাস্তুচ্যুতি। এই পরিস্থিতি কীভাবে সামলাব, তা আমাদের জানা নেই। আমি গাজা শহরের পশ্চিমে যাচ্ছি, এমন কোনো রাস্তা খুঁজছি, যেখানে আমি তাঁবু স্থাপন করতে পারি।’ 

আরেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি মাহমুদ আল-ঘারাবলি যোগ করেন, আমাদের জোর করে চলে যেতে হচ্ছে এবং আমরা কোথায় যাব, তাও জানি না। আমরা ক্লান্ত এবং সম্পূর্ণ ভেঙে পড়েছি। 

ইসরায়েলি বাহিনী আবারও একের পর এক এলাকাকে নিয়ন্ত্রণে নিতে শুরু করেছে। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় অফিসের (ওসিএইচএ) তথ্য অনুসারে, ইসরায়েল এখন গাজার প্রায় দুই-তৃতীয়াংশে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করেছে। বিশাল এলাকাকে নিষিদ্ধ অঞ্চল হিসেবে ঘোষণা কিংবা জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। বিধিনিষেধযুক্ত এলাকার মধ্যে রয়েছে দক্ষিণ রাফার একটি বিশাল অংশ। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী গত সোমবার একটি নতুন বাস্তুচ্যুতি আদেশ জারি করে ঘোষণা দেয়, তারা প্রচণ্ড শক্তি নিয়ে লড়াই করতে ফিরে আসছে। 

বিধিনিষেধগুলো গাজা সিটির কিছু অংশকেও অন্তর্ভুক্ত করে। সেখানে দেশটির সেনারা শুক্রবার সকালে ‘নিরাপত্তা অঞ্চল’ সম্প্রসারণের জন্য স্থল আক্রমণ শুরু করেছে। এই ক্রমবর্ধমান পরিস্থিতি যুদ্ধের সবচেয়ে বড় গণবাস্তুচ্যুতিগুলোর মধ্যে একটিকে সূচিত করেছে। ফলে আগে একাধিকবার বাস্তুচ্যুত হওয়া লাখ লাখ ফিলিস্তিনি আবারও পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। 

হামাসকে কোণঠাসা করতে আক্রমণাত্মক অভিযান তীব্র করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা এখন এই উপত্যকা ভাগ করছি এবং ধাপে ধাপে চাপ বাড়িয়ে যাচ্ছি। ফলে তারা যেন জিম্মিদের আমাদের হাতে তুলে দেয়। 

স্থানীয় চিকিৎসা সূত্র এবং গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার মতে, শুক্রবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আগের দিন তীব্র বোমাবর্ষণের পর এ হামলার ঘটনা ঘটে। ওইদিন অন্তত ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু।

বৃহস্পতিবার তুহফা এলাকায় তিনটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হন। এসব হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে শুধু দার আল-আরকাম স্কুলে হামলায় ১৮ শিশুসহ ২৯ জন নিহত হন। স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছিল। ওই স্কুলটিতে কমপক্ষে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। 

উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনির মৃত্যু হলো। আহতের সংখ্যা ১ লাখ ১৪ হাজারেরও বেশি। উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে আরও কয়েক হাজার মানুষের মৃতদেহ পড়ে আছে বলেও ধারণা করা হয়। 

দক্ষিণ লেবাননে হামাসের শীর্ষস্থানীয় এক নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। শুক্রবার তারা জানায়, সিদন অঞ্চলে হামলা চালিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার হাসান ফারহাতকে হত্যা করা হয়েছে। আইডিএফের দাবি, গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েলের বেসামরিক ও সামরিক ব্যক্তিদের ওপর একাধিক হামলা চালানোয় জড়িত ছিলেন ফারহাত। তাঁর আদেশে গত বছরের ১৪ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলীয় সাফেদ কমান্ড বেইজে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালিত হয়। ওই হামলায় স্টাফ সার্জেন্ট ওমের সারাহ বেনজো নিহত এবং একাধিক সেনা আহত হন।

এদিকে গাজা উপত্যকায় চলমান দ্বিতীয় দফা সামরিক অভিযানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের যথাযথ তদন্ত চেয়েছেন দেশটির ১৩ জন আইনজীবী। শিগগির এ ইস্যুতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল গ্যালি বাহারাভ-মিয়ারা এবং সামরিক বাহিনীর আইনজীবী ইফাত তোমের-ইয়ারুশালমি বরাবর চিঠিও দিয়েছেন তারা। ইসরায়েলি দৈনিক হারেৎজ এ তথ্য জানিয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ