কবি ও সাহিত্যিক আজহারুল ইসলাম আর নেই। শুক্রবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়েইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, মেয়ে ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙা গ্রামে ১৯৫৩ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন আজহারুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে কিছুদিন সাংবাদিকতা করেন। এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে তিনি অবসর গ্রহণ করেন।

আজহারুল ইসলাম ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, গবেষক ও সংগঠক। তাঁর গ্রন্থের মধ্যে মানিকগঞ্জের শত মানিক, বিপ্লবীদের জীবন কথা, বিক্রমপুরের ইতিহাস ও ব্যক্তিত্ব, সমাপ্তির ইতিহাস, শুধু তোমার জন্যসহ বেশ কয়েকটি কবিতার বইও রয়েছে। এছাড়া তিনি মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এবং মানিকগঞ্জ জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন।

শুক্রবার বাদ মাগরিব মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকায় মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সিঙ্গাইরের চারাভাঙা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছে।

ঢাকা/চন্দন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আজহ র ল ইসল ম ম ন কগঞ জ

এছাড়াও পড়ুন:

রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ ১৪ জন নিহত

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬ শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এটিই রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতি হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব তথ্য জানিয়েছেন।

গতকাল শুক্রবার এ হামলা চালায় রাশিয়া। ক্রিভি রিহ শহর জেলেনস্কির জন্মস্থান। রাশিয়া–ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।

নিপ্রোপেত্রভক্সের গর্ভনর সেরহি লিসাক বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, গতকালের হামলায় সেখানকার আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে।

টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ফুটপাতে মৃতদেহ ও আহতদের দেহ পড়ে আছে। সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে। ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি।

নিপ্রোপেত্রভক্সের গর্ভনর আরও বলেন, জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে ৩০ জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ মাসের শিশুও রয়েছে।

স্থানীয় একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী। এই ধরনের অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় নেয়। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এগুলো ধ্বংস করা কঠিন।

সম্পর্কিত নিবন্ধ