লাহোরে পিএসএলের ম্যাচের জন্য বদলে যাচ্ছে সেখানকার সরকারি ও বেসরকারি স্কুলের ছুটি। স্কুলের সূচি পরিবর্তনের বিষয়টি সম্প্রতি ঘোষণা করেছে পাঞ্জাব সরকার। গতকাল থেকে শুরু হওয়া স্কুলের সময়সূচি ২১ এপ্রিল পর্যন্ত চলবে।

পাঞ্জাব সরকারের ঘোষণা অনুযায়ী লাহোরের সব সরকারি ও বেসরকারি স্কুল এই কয়েক দিন স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। পিএসএলের ম্যাচগুলো যেহেতু স্থানীয় সময় বিকেল ও সন্ধ্যায়, সেগুলো উপভোগ করতে স্কুলের ছাত্রদের যেন সমস্যা না হয়, এমন সিদ্ধান্তের এটা একটা কারণ।

পিএসএলের ম্যাচ খেলতে দলগুলো যখন হোটেল থেকে মাঠে যাবে এবং মাঠ থেকে হোটেলে ফিরবে, সে সময় রাস্তা বন্ধ করে দেওয়া হবে। ওই সময় স্কুলগুলো ছুটি হলে রাস্তায় যানজটের সৃষ্টি হতে পারে। সেটা এড়ানো এবং স্কুলপড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত হতে যাওয়া পিএসএলের দশম আসরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামসহ সব ভেন্যু মিলিয়ে মোট ম্যাচ হবে ৩৪টি। ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের মধ্যকার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে।

আরও পড়ুনপিএসএল প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার০৫ জানুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প এসএল র ব সরক র

এছাড়াও পড়ুন:

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, রান উৎসবের ম্যাচে হেরে গেল লাহোর

পিএসএলে নিজের প্রথম দুই ম্যাচে তিনটি–তিনটি করে ৬ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। তাঁর দারুণ বোলিং লাহোর কালান্দার্সকে জেতাতে বড় ভূমিকা রেখেছিল। আজও ২ উইকেট পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার। তবে ছিলেন বেশ খরুচে; ৪ ওভারে দিয়েছেন ৪৫ রান।

অবশ্য শুধু রিশাদ কেন, রান উৎসবের ম্যাচে বেশিরভাগ বোলারই আজ কঠিন সময় পার করেছেন। তবে ম্যাচ শেষে হাসিমুখে মাঠ ছেড়েছে মুলতান সুলতানস। রিশাদের লাহোরকে তারা হারিয়েছে ৩৩ রানে।

এবারের পিএসএলে নিজেদের মাঠ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এটিই মুলতানের প্রথম ম্যাচ। নিজেদের প্রথম তিন ম্যাচ হারা দলটি এ রাতেই পেল প্রথম জয়।

ওপেনার ইয়াসির খানের বিধ্বংসী ব্যাটিংয়ে (৬টি করে চার ও ছক্কায় ৪৪ বলে ৮৭) ২২৮ রানের পাহাড় গড়েছিল মুলতান। জবাবে লাহোর ৯ উইকেট হারিয়ে ১৯৫  রানে থামে। ৩৭ রানে ৩ উইকেট নিয়ে লাহোরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন উবাইদ শাহ। মুলতানের পেসার উবাইদের আরেক পরিচয় পাকিস্তান জাতীয় দলের ফাস্ট বোলার নাসিম শাহর ছোট ভাই।

আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৭৯ রান তুলে ফেলেছিল মুলতান, যা এবারের পিএসএলে পাওয়ারপ্লেতে দলীয় সর্বোচ্চ। সপ্তম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন রিশাদ, দেন ১০ ওভার। ১২তম ওভারে আবার বোলিংয়ে ফিরে দেন ১২ রান।

তবে নিজের শেষ দুই ওভারে ২ উইকেট নেন রিশাদ। এই দুই ওভারে আরও ২৩ রান দিলেও আউট করেন উসমান খান আর অ্যাস্টন টার্নারকে। এরপরও মুলতানের রানের লাগাম টানা সম্ভব হয়নি। হারিস রউফ ও শাহিন আফ্রিদি আজ দেদারসে রান বিলিয়েছেন। শেষ দিকে ইফতিখার আহমেদের ঝোড়ো ব্যাটিংয়ে ২২৮ রান করে ফেলে স্বাগতিকেরা।

কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতে দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও ফখর জামানের উইকেট হারায় লাহোর কালান্দার্স। দলীয় ৮৭ রানের মধ্যে হারায় প্রথম চার ব্যাটসম্যানকে।

এরপরেই ব্যাটিংয়ে নামেন রিশাদ। আগের দুই ম্যাচে আটে ও সাতে নামা এই অলরাউন্ডার আজ আরও এক ধাপ ওপরে উঠে এসে ব্যাট করলেও সুযোগটা কাজে লাগাতে পারেননি। ২ বলে ২ রান করে লেগ স্পিনার উসামা মিরের বলে বোল্ড হয়ে ফিরেছেন।

তবু লাহোরের জয়ের কিঞ্চিৎ আশা বাঁচিয়ে রেখেছিলেন স্যাম বিলিংস ও সিকান্দার রাজা। কিন্তু কাজের কাজ হয়নি। দুজনের ঝোড়ো ব্যাটিং শুধু লাহোরের হারের ব্যবধানই কমিয়েছে। রিশাদদের পরের ম্যাচ বৃহস্পতিবার বাবর আজমের পেশোয়ার জালমির বিপক্ষে।  

সংক্ষিপ্ত স্কোর

মুলতান সুলতানস: ২০ ওভারে ২২৮/৫ (ইয়াসির ৮৭, ইফতিখার ৪০*, উসমান ৩৯, রিজওয়ান ৩২; রিশাদ ২/৪৫, রাজা ১/১৫, আসিফ ১/২৬, আফ্রিদি ১/৪৩)।

লাহোর কালান্দার্স: ২০ ওভারে ১৯৫/৯ (রাজা ৫০*, বিলিংস ৪৩, ফখর ৩২; উবাইদ ৩/৩৭, ব্রেসওয়েল ২/২০, উসামা ২/২৬)।

ফল: মুলতান সুলতানস ৩৩ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ইয়াসির খান।

সম্পর্কিত নিবন্ধ

  • পিএসএল সম্প্রচারে পাকিস্তানে আটকা পড়েছেন ভারতীয় সম্প্রচারকর্মীরা
  • পেহেলগাম হামলার জেরে ভারতে বন্ধ পিএসএল সম্প্রচার
  • ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ
  • পিএসএলে পাকিস্তানি অলরাউন্ডারের বিরুদ্ধে ‘ঢিল’ মারার অভিযোগ, উত্তপ্ত বাক্যবিনিময়
  • নতুন কোচ তাহলে পেয়ে গেছে পাকিস্তান, জানা গেল নাম
  • দুই উইকেট নিয়ে সবার উপরে রিশাদ
  • এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, রান উৎসবের ম্যাচে হেরে গেল লাহোর