লাহোরে পিএসএলের ম্যাচের জন্য বদলে যাচ্ছে সেখানকার সরকারি ও বেসরকারি স্কুলের ছুটি। স্কুলের সূচি পরিবর্তনের বিষয়টি সম্প্রতি ঘোষণা করেছে পাঞ্জাব সরকার। গতকাল থেকে শুরু হওয়া স্কুলের সময়সূচি ২১ এপ্রিল পর্যন্ত চলবে।

পাঞ্জাব সরকারের ঘোষণা অনুযায়ী লাহোরের সব সরকারি ও বেসরকারি স্কুল এই কয়েক দিন স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। পিএসএলের ম্যাচগুলো যেহেতু স্থানীয় সময় বিকেল ও সন্ধ্যায়, সেগুলো উপভোগ করতে স্কুলের ছাত্রদের যেন সমস্যা না হয়, এমন সিদ্ধান্তের এটা একটা কারণ।

পিএসএলের ম্যাচ খেলতে দলগুলো যখন হোটেল থেকে মাঠে যাবে এবং মাঠ থেকে হোটেলে ফিরবে, সে সময় রাস্তা বন্ধ করে দেওয়া হবে। ওই সময় স্কুলগুলো ছুটি হলে রাস্তায় যানজটের সৃষ্টি হতে পারে। সেটা এড়ানো এবং স্কুলপড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত হতে যাওয়া পিএসএলের দশম আসরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামসহ সব ভেন্যু মিলিয়ে মোট ম্যাচ হবে ৩৪টি। ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের মধ্যকার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে।

আরও পড়ুনপিএসএল প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার০৫ জানুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প এসএল র ব সরক র

এছাড়াও পড়ুন:

পাকিস্তান বধের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগাতে চান রানা

গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে জায়গা করে নিয়েছেন ক্যারিয়ারের শুরুতেই। লাল-সবুজের জার্সিতে দারুণ খেলার পুরস্কার হিসেবে জায়গা করে নিয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে।

পেশাওয়ার জালমির হয়ে এবারের আসরে মাতাবেন রানা। ২৬ এপ্রিল থেকে পিএসএলে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে উড়াল দেবেন চাপাই এক্সপ্রেস।

উচ্ছ্বসিত রানা পাকিস্তানে নিজের সেরাটা উজাড় করে দিতে চান। নিজের মাত্র তৃতীয় টেস্টেই রাওয়ালপিন্ডিতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট। পাকিস্তানকে ধবলধোলাই করা এই সিরিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান রানা।

আরো পড়ুন:

কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক গ্রেফতার

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি মোহসিন নকভি

“আমার জন্য পিএসএলের প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হারানো টেস্ট সিরিজের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগানোর চেষ্টার করবো।”

টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশ দলের জার্সিতে খেলেছেন রানা। তবে এখন পর্যন্ত ডাক পাননি টি-টোয়েন্টি দলে। বিপিএলে দুই দলের হয়ে দুই আসরে ১৭ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৪টি। সর্বসাকুল্যে ১৭ টি-টোয়েন্টি খেলা এই পেসার এবার খেলবেন বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে।

রানা জানান কোন ভুল করে থাকলে সেটা শেখার চেষ্টা করবেন। আর সেটা বাংলাদেশের হয়ে কাজে লাগাতে চান এই গতি তারকা, “কোনো ভুল করে থাকলে সেটা আমি শেখার চেষ্টা করবো এবং এই অভিজ্ঞতা বাংলাদেশে ফিরলে কাজে লাগাবো।”

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তান বধের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগাতে চান রানা