কোটি টাকা জরিমানায় খেলার অনুমতি পেলেন এমবাপ্পে-রুডিগাররা
Published: 4th, April 2025 GMT
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে উদযাপনের সময় প্রতিপক্ষের ভক্তদের অসম্মান করার অভিযোগ আনা হয় কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্তোনি রুডিগার ও দানি সেবায়োসের বিরুদ্ধে।
৯ এপ্রিল বাংলাদেশ সময় রাতে আর্সেনালের বিপক্ষে তাদের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে নামবে লস ব্লাঙ্কোসরা। ওই ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন রিয়ালের তারকা এই চার ফুটবলার। তবে জরিমানার শর্তে খেলার অনুমতি পেয়েছেন তারা।
সংবাদ মাধ্যম ইন্ডিপিনডেন্ট জানিয়েছে, উয়েফা রুডিগারকে ৪০ হাজার ইউরো, এমবাপ্পেকে ৩০ হাজার ইউরো এবং সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে। ভিনিসিয়াসকে জরিমানা করা হয়। মোট ৯০ হাজার ইউরো জরিমানা দিতে হবে রিয়ালকে। যা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
এছাড়া এমবাপ্পে ও রুডিগারকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। তবে ওই সাজা এক বছরের মধ্যে যেকোন সময় ভোগ করতে হবে বলে উল্লেখ করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। যার অর্থ চলতি মৌসুমের বড় কোন ম্যাচ মিস করতে হবে না তাদের। সাজা ও জরিমানা করে উয়েফা জানিয়েছে, আচরণবিধির প্রাথমিক ধারা ভঙ্গ করেছেন রিয়ালের ফুটবলাররা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল য় ন এমব প প হ জ র ইউর এমব প প
এছাড়াও পড়ুন:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে নেই কোনো সবজি
সরবরাহ কমের অজুহাতে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। অধিকাংশ সবজি কিনতে গুণতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। সেই সঙ্গে দাম বেড়েছে মাছেরও। এতে অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা।
কয়েকজন ক্রেতা জানান, শীত মৌসুমের সবজি নিয়ে যে স্বস্তি ছিল, তা এখন আর নেই। বাজারে বেশিরভাগ সবজির দাম ৬০ টাকার ওপরে। কোনো কোনটির দাম একশো পেরিয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি পটল, ঢ্যাঁড়স, ঝিঙা, চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর চেয়ে কমে শুধু পেঁপে পাওয়া যাচ্ছে, তাও ৫০ টাকা কেজিতে। এছাড়া, করলা, বেগুন, বরবটি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।
সবচেয়ে বেশি দাম দেখা গেছে কাঁকরোলের। গ্রীষ্মকালীন এই সবজিটি বিক্রি হচ্ছে প্রতিকেজি ১০০ থেকে ১২০ টাকায়। সজনে ডাঁটা ১২০ থেকে ১৪০ টাকা।
তবে ব্রয়লার মুরগি, ডিম ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্যের দাম আগের মতোই আছে। পেঁয়াজের দামও কয়েক সপ্তাহ বেড়ে এখন ৫৫ থেকে ৬০ টাকায় আটকে আছে।
এদিকে, মাছের বাজারেও বাড়তি দাম দেখা গেছে। মা ইলিশ সংরক্ষণে নদীতে মাছ ধরা বন্ধ ও চাষের মাছের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এর মধ্যে, সবচেয়ে বেশি বেড়েছে ইলিশ ও চিংড়ির দাম।
মাছের বাজার ঘুরে দেখা যায়, এক কেজির বেশি ওজনের ইলিশ প্রতি পিস ২ থেকে ৩ হাজার টাকা দাম হাঁকা হচ্ছে। অন্যদিকে, প্রতিকেজি চাষের চিংড়ি ৭৫০ থেকে ৮০০ টাকা, নদীর চিংড়ি ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, স্বাভাবিক সময়ে এসব মাছের দাম কেজিতে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কম থাকে। এছাড়া কই, শিং, শোল, ট্যাংরা, চাষের রুই, তেলাপিয়া,পাঙাশ ও পুঁটি মাছও আগের চেয়ে কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে।
ঢাকা/সুকান্ত/রাজীব