‘ম্যারাডোনা ব্র্যান্ড’ নিয়ে ফুফুদের বিরুদ্ধে মামলা করবেন তাঁর মেয়েরা
Published: 4th, April 2025 GMT
চার বছরের বেশি সময় হয়েছে ডিয়েগো ম্যারাডোনা নেই! ফুটবল ছেড়ে, পৃথিবী ছেড়ে ২০২০ সালের ২৫ নভেম্বর চলে গেছেন কিংবদন্তি ফুটবলার। তাঁর চলে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, সেটা খতিয়ে দেখছেন বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালত।
ম্যারাডোনার শেষ দিনগুলোয় তাঁর চিকিৎসায় নিয়োজিত ছিলেন আটজন চিকিৎসক। তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধের অভিযোগ এনে মামলা করেন ম্যারাডোনার দুই মেয়ে দালমা ও জিয়ান্নিনা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই চলছে বিচার কার্যক্রম। বাদীপক্ষের হয়ে আদালতে লড়ছেন আর্জেন্টাইন আইনজীবী ফের্নান্দো বার্লান্দো। গত মঙ্গলবার এক টিভি অনুষ্ঠানে এই আইনজীবী বলেছিলেন, ‘ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে, তাঁর সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছে।’
বার্লান্দোর এমন বিস্ফোরক মন্তব্যের রেশ কাটতে না কাটতে ম্যারাডোনার পাঁচ বোনের মধ্যে সবচেয়ে ছোট ক্লদিয়া দাবি করেছেন, শক্তিশালী ব্যক্তিত্বের কারণে ম্যারাডোনা কখনো কখনো চিকিৎসা নিতেও অনীহা প্রকাশ করতেন। বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিয়েছেন বাদীপক্ষের দুজন—ম্যারাডোনার দুই বোন ক্লদিয়া ও আনা। সেখানে ক্লদিয়া বলেছেন, ‘আমার ভাই মাঝেমধ্যেই চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করতেন। মূলত তাঁর শক্তিশালী ব্যক্তিত্বের জন্যই এমনটা হতো।’ এর সঙ্গে আরেক বোন আনা আদালতকে জানান, ‘আসলে তিনি নিজে যেটা চাইতেন, সেটাই করতেন।’
নিজেদের আইনজীবীর সঙ্গে ম্যারাডোনার দুই বোন আনা (মাঝে) ও ক্লদিয়া (ডানে).উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জেলা আইনজীবী ফোরামের নতুন কমিটিকে মহানগর বিএনপির শুভেচ্ছা
বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার নব ঘোষিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
সংগঠনের আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান। সেই সাথে কমিটির সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
বিবৃতিতে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) অ্যাডভোকেট জাকির হোসেনকে আহবায়ক এবং এডভোকেট কাজী আব্দুল গাফফারকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৮ সদস্যের এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
কমিটির বাকিরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বেনজির আহমেদ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জহিরুল হক, এডভোকেট মেহেবুব আরেফিন শিমু, এডভোকেট কায়সার আলম চৌধুরী টুটুল, অ্যাডভোকেট আসমা হেলেন বিথি ও এডভোকেট শামসুন্নুর বাঁধন।
৮ সদস্যের এই আহবায়ক কমিটিকে সম্মেলনের মাধ্যমে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে এবং এই কমিটি সর্বোচ্চ ৩১ সদস্যের মধ্যে সীমাবদ্ধ রাখারও নির্দেশনা দেয়া হয়।