সিরিয়ায় ইসরায়েলের সাথে কোনো সংঘাত চায় না তুরস্ক। সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে বারবার ইসরায়েলি হামলার ফলে নতুন সরকারের হুমকি প্রতিরোধের ক্ষমতা হ্রাস পেয়েছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ব্রাসেলসে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এক সাক্ষাৎকারে ফিদান জানান, সিরিয়ায় ইসরায়েলের কর্মকাণ্ড ভবিষ্যতে আঞ্চলিক অস্থিতিশীলতার পথ তৈরি করছে। দামেস্কে তুরস্কের ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রশাসন যদি ইসরায়েলের সাথে ‘কিছু নির্দিষ্ট সমঝোতা’ করতে চায়, তাহলে সেটা তাদের নিজস্ব ব্যাপার।

দামেস্কে নতুন প্রশাসনের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী কয়েক সপ্তাহ ধরে সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। তুরস্ক ইসরায়েলি হামলাকে সিরিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ বলে অভিহিত করেছে। অন্যদিকে ইসরায়েল বলেছে, তারা সিরিয়ায় কোনো শত্রু বাহিনীকে থাকতে দেবে না।

ন্যাটো সদস্য তুরস্ক ২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করে আসছে। আঙ্কারা জানিয়েছে, এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা। তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলায় যোগদানের জন্য আবেদন করেছে এবং সব বাণিজ্য বন্ধ করে দিয়েছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত রস ক ইসর য

এছাড়াও পড়ুন:

একের পর এক চেষ্টা করেও পারলেন না মেসি, বিদায়ের শঙ্কায় মায়ামি

ভ্যাঙ্কুভারের কাছে হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায়ের আশঙ্কায় পড়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভারের কাছে মায়ামি হেরেছে ২–০ গোলে।

আজ শেষ পর্যন্ত চেষ্টা করেও জ্বলে উঠতে পারেননি মেসি। আর্জেন্টাইন মহাতারকার নিষ্প্রভ থাকার দিনে সুবিধা করতে পারেননি লুইস সুয়ারেজ–সের্হিও বুসকেতসরাও। যা শেষ পর্যন্ত মায়ামিকে দিয়েছে হতাশাজনক একই হারের স্বাদ।

এর আগে কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলেসের কাছে প্রথম লেগে হেরে ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়েছিল মায়ামি। সেই ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্তই এখন মায়ামির জন্য অনুপ্রেরণার। সেবার অবশ্য প্রথম লেগে মায়ামি হেরেছিল ১–০ গোলে। এবার ব্যবধানটা ২ গোলের হওয়ায় বেশ চাপেই থাকবে হাভিয়ের মাচেরানোর দল।

আরও পড়ুন২০২৬ বিশ্বকাপ: মেসি-রোনালদো-নেইমার, কে থাকবেন কে থাকবেন না২৩ এপ্রিল ২০২৫

ভ্যাঙ্কুভারের মাঠ বিসি প্ল্যাসে ম্যাচের সপ্তম মিনিটে পিছিয়ে যেতে পারত মায়ামি। সে যাত্রায় গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় ফ্লোরিডার ক্লাবটি। ১২ মিনিটে দারুণ একটি আক্রমণ তৈরি করেছিলেন মেসি, যদিও সেটি গোলের জন্য যথেষ্ট হয়ে ওঠেনি।

১৭ মিনিটে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ভ্যাঙ্কুভার। দুই মিনিট পর গোটা স্টেডিয়ামকে মাতিয়ে দারুণভাবে প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়েন মেসি। কিন্তু কাছাকাছি গিয়েও অল্পের জন্য পাওয়া হয়নি গোল।

আজ চেষ্টা করেও পারেননি মেসি

সম্পর্কিত নিবন্ধ