পদ্মা সেতু এলাকায় পলিথিন-স্কচটেপে প্যাঁচানো খণ্ডিত মৃতদেহ উদ্ধার
Published: 4th, April 2025 GMT
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু এলাকায় কাগজের কার্টনের ভেতর থেকে পলিথিন ও স্কচটেপে প্যাঁচানো অবস্থায় খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বেলা তিনটার দিকে পদ্মা সেতু সংলগ্ন মেদিনী মন্ডল এলাকার একটি রেস্তরাঁর পাশ থেকে মরদেহের দুটি টুকরো উদ্ধার করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে লৌহজংয়ে পদ্মা সেতুর মেদিনি মন্ডল এলাকার খান বাড়ি বাসস্ট্যান্ড থেকে মাওয়া বাজার যাওয়ার সার্ভিস সড়কের নিচে কাগজের একটি কার্টন পড়ে ছিল। কার্টনের পাশেই একটি অভিজাত রেস্তারাঁ রয়েছে। ওই কার্টনের পাশে মাছি উড়ছিল। সেখান থেকে উৎকট গন্ধ বের হচ্ছিল। কেউ কেউ এটি রেস্তরাঁর ফেলে দেওয়া পচা বর্জ্যও মনে করে। তবে সময়ের ব্যবধানে সেখানে উৎসুক লোকজন জড় হতে থাকে।
বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তীব্র হয়। বেলা তিনটার দিকে কার্টন থেকে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি পুটলি বের করা হয়। ওই পুটলির একটির অংশ কাটা হলে সেখানে মানুষের শরীরের খণ্ডিত অংশ দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বিষয়টি জানতে পেরে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ ও পদ্মা উত্তর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “আমরা অজ্ঞাত ওই লাশের মাথা ও শরীরের কিছু অংশ পেয়েছি। মাথা দেখে মনে হচ্ছে এটি কোন পুরুষের মরদেহ। যার চুল ছোট ছোট। লাশের আরও কিছু অংশ কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় পাওয়া গেছে। সেখানে ক্রাইম সিনের একটি দল রয়েছে। সে দলটি আমাদের এখানেও আসবে। বিস্তারিত পরে বলতে পারব।
ঢাকা/রতন/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র টন র একট
এছাড়াও পড়ুন:
রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ ১৪ জন নিহত
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬ শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এটিই রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতি হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব তথ্য জানিয়েছেন।
গতকাল শুক্রবার এ হামলা চালায় রাশিয়া। ক্রিভি রিহ শহর জেলেনস্কির জন্মস্থান। রাশিয়া–ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।
নিপ্রোপেত্রভক্সের গর্ভনর সেরহি লিসাক বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, গতকালের হামলায় সেখানকার আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে।
টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ফুটপাতে মৃতদেহ ও আহতদের দেহ পড়ে আছে। সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে। ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি।
নিপ্রোপেত্রভক্সের গর্ভনর আরও বলেন, জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে ৩০ জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ মাসের শিশুও রয়েছে।
স্থানীয় একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী। এই ধরনের অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় নেয়। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এগুলো ধ্বংস করা কঠিন।