পদ্মা সেতু এলাকায় পলিথিন-স্কচটেপে প্যাঁচানো খণ্ডিত মৃতদেহ উদ্ধার
Published: 4th, April 2025 GMT
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু এলাকায় কাগজের কার্টনের ভেতর থেকে পলিথিন ও স্কচটেপে প্যাঁচানো অবস্থায় খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বেলা তিনটার দিকে পদ্মা সেতু সংলগ্ন মেদিনী মন্ডল এলাকার একটি রেস্তরাঁর পাশ থেকে মরদেহের দুটি টুকরো উদ্ধার করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে লৌহজংয়ে পদ্মা সেতুর মেদিনি মন্ডল এলাকার খান বাড়ি বাসস্ট্যান্ড থেকে মাওয়া বাজার যাওয়ার সার্ভিস সড়কের নিচে কাগজের একটি কার্টন পড়ে ছিল। কার্টনের পাশেই একটি অভিজাত রেস্তারাঁ রয়েছে। ওই কার্টনের পাশে মাছি উড়ছিল। সেখান থেকে উৎকট গন্ধ বের হচ্ছিল। কেউ কেউ এটি রেস্তরাঁর ফেলে দেওয়া পচা বর্জ্যও মনে করে। তবে সময়ের ব্যবধানে সেখানে উৎসুক লোকজন জড় হতে থাকে।
বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তীব্র হয়। বেলা তিনটার দিকে কার্টন থেকে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি পুটলি বের করা হয়। ওই পুটলির একটির অংশ কাটা হলে সেখানে মানুষের শরীরের খণ্ডিত অংশ দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বিষয়টি জানতে পেরে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ ও পদ্মা উত্তর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “আমরা অজ্ঞাত ওই লাশের মাথা ও শরীরের কিছু অংশ পেয়েছি। মাথা দেখে মনে হচ্ছে এটি কোন পুরুষের মরদেহ। যার চুল ছোট ছোট। লাশের আরও কিছু অংশ কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় পাওয়া গেছে। সেখানে ক্রাইম সিনের একটি দল রয়েছে। সে দলটি আমাদের এখানেও আসবে। বিস্তারিত পরে বলতে পারব।
ঢাকা/রতন/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র টন র একট
এছাড়াও পড়ুন:
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ
থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনইএসসিএপি) ৮১তম অধিবেশনে বাংলাদেশ একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক জয়লাভ করেছে। আঞ্চলিক সহযোগিতায় ক্রমবর্ধমান নেতৃত্ব প্রদর্শন করে বাংলাদেশ ইউএনইএসসিএপির অধীন মর্যাদাবান দুটি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক ট্রেনিং সেন্টার অন আইসিটি ফর ডেভেলপমেন্ট (এপিসিআইসিটি) ও এশিয়া-প্যাসিফিক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্টের (এপিডিআইএম) গভর্নিং কাউন্সিলে তিন বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে। ইউএনইএসসিএপির ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন নেপালের পররাষ্ট্রমন্ত্রী। আর বাংলাদেশের অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী সহসভাপতি নির্বাচিত হন।
উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি ভিডিও ভাষণ প্রচার করা হয়। ভাষণে তিনি সব ক্ষেত্রে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতামূলক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণের নীতির ওপর ভিত্তি করে একটি নতুন বিশ্ব গড়ার আহ্বান জানান। তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
গুরুত্বপূর্ণ এই অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তাঁর সঙ্গে রয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গভর্নিং কাউন্সিলের নির্বাচন ও বিষয়ভিত্তিক অধিবেশনের বাইরে বাংলাদেশ প্রতিনিধিদল ইউএনইএসসিএপির নির্বাহী সচিবের সঙ্গে একটি ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করে। বৈঠকে আইসিটি উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতামূলক প্রচেষ্টা জোরদারসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সক্ষমতা বাড়ানোর ওপর আলোচনা করা হয়।
এই দুটি নির্বাচনী বিজয় এ অঞ্চলে বাংলাদেশের প্রভাবশালী নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। দুটি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের নির্বাচনে মূল্যবান সমর্থনের জন্য সব সদস্যরাষ্ট্রের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। খবর-বাসস