ঈদের ছুটিতেও বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা চালু
Published: 4th, April 2025 GMT
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহের জরুরী সেবা চলমান থাকায় স্থানীয় জনগণ আগ্রহের সাথে সেবা গ্রহণ করে সন্তষ্টি প্রকাশ করেন।
বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে আলোচনা করে জানা যায়, ইউনিয়ন পর্যায়ে পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহ পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হয়।
এসময় সেবা কেন্দ্র সমূহ থেকে নিরাপদ প্রসব সেবা, প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা ও পরামর্শ প্রদান করা হয়। ধামগড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হতে ঈদের পূর্বের দিন এক জন ঈদের দিন একজন মোট দু'জনকে নিরাপদ প্রসব সেবা প্রদান করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা খোদেজা আক্তার।
সহযোগিতা করেন পরিবার কল্যাণ সহকারী সালমা আক্তার (সিএসবিএ),পরিবার কল্যাণ সহকারী মাহবুবা আক্তার স্বর্না,পরিবার পরিকল্পনা পরিদর্শক মো:আসাদ মাহমুদ (শান্ত)। এছাড়াও উপজেলা বিভিন্ন সেবা কেন্দ্র থেকে এ.
সরকারী ছুটির দিনে জরুরী সেবা ছাড়া সকল বহিঃবিভাগের সেবা কার্যক্রম বন্ধ থাকে। ব্যাতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে সেবা কেন্দ্র থেকে সেবা প্রদান করায় সেবা গ্রহীতাগণ সন্তুষ্টি প্রকাশ করেন।
স্থানীয় জনগন এধরণের সেবা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেবা কেন্দ্র সমূহের কার্যক্রম তদারকি করেন বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায় ও মেডিকেল অফিসার ডা. সোনালী আক্তার।
পরিবার পরিকল্পনার ঢাকা বিভাগীয় পরিচালক মো. মোজাম্মেল হক'র দিকনির্দেশনায় সকল কার্যক্রম নির্দেশনা ও তত্ত্বাবধান করেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ঈদ
এছাড়াও পড়ুন:
যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পরিচিতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) জেলা কার্যালয়ে উক্ত আয়োজনে নবগঠিত আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রফিকুল বাপ্পি, যুগ্ম সম্পাদক মোঃ রাকিবুল হাসান দিপু, অর্থ সম্পাদক শিরিন সুলতানা, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রানি সরকার, প্রতিবেশ আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রাইসুল রাব্বি, হকার্স সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মোঃ জসিমউদ্দিন হিরা, গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলার সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সৃজয় সাহা।
পরিচিতি সভায় আরো উপস্থিত যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার মুখপাত্র গাজী রাকিবুর রহমান হিমেল, যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল মোল্লা, যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, আহ্বায়ক কমিটির সদস্য দোলন দাস, কাজী মাশরাফি হোসেনসহ আরো অনেকে।