অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছেন। নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে।

আজ শুক্রবার দুপুরে ব্যাংককের সাংরিলা হোটেলে ইউনূস-মোদি বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এসব তথ্য জানান। থাইল্যান্ডের রাজধানীতে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে বিক্রম মিশ্রি বক্তব্য দেন। এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রথমবার হকির জাতীয় দলে আবেদ-ওবায়দুল

১৪ এপ্রিল রাতে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে ১৮ জনকে মূল দলে আর ৬ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন দুই খেলোয়াড়-ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিন।

গত ২০ ফেব্রুয়ারি কুপার টেস্টে অংশ নেন ৫৭ জন খেলোয়াড়। সেখান থেকে বাছাইকৃত ৪৫ খেলোয়াড় নিয়ে এএইচএফ কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয় জাতীয় হকি দল গঠন প্রক্রিয়া। কয়েক দিন ক্যাম্প করার পর ৫ মার্চ ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন। সেটা কমিয়ে ২৪ জন করার পর আজ চূড়ান্ত স্কোয়াড দিয়েছেন কোচ আ ন ম মামুন উর রশিদ।

যত দূর জানা গেছে, স্ট্যাডবাই হিসেবে থাকা ৬ জন ছাড়াই ইন্দোনেশিয়া মিশনে যাবে বাংলাদেশ। ইনজুরি বা অসুস্থতাজনিত কারণে মূল স্কোয়াডের কেউ খেলতে না পারলে তখন স্ট্যান্ডবাই থাকা খেলোয়াড়দের কাজে লাগানো হবে।

১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ, যা একই সঙ্গে এশিয়া কাপের বাছাইপর্বও। এই প্রতিযোগিতার শেষ চার আসরের শিরোপাজয়ী বাংলাদেশ। তাই এবারও তাদের লক্ষ্য শ্রেষ্ঠত্ব ধরে রাখা।

এ মিশনে থাকছেন না দেশের হকির তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ। হকি ফেডারেশনের নতুন নিয়ম অনুযায়ী, ৩২ বছরের কেউ জাতীয় দলে খেলতে পারবেন না। বয়সের এই নিয়মের মধ্যে পড়ায় বাদ পড়ে যান তিনি। আর ৩৩ জন থেকে স্কোয়াড ২৪ জনে নামিয়ে আনার পথে বাদ পড়েন সাবেক অধিনায়ক সারওয়ার হোসেন ও মিলন হোসেন।

আরও পড়ুনমিরাজের কাছে জিম্বাবুয়ে সিরিজও ‘কঠিন’ যে কারণে৪২ মিনিট আগে

এএইচএফ কাপের সপ্তম আসরে পুল ‘বি’ তে থাকা বাংলাদেশের চার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে। প্রিলিমিনারি রাউন্ড এবং স্থান নির্ধারণী ম্যাচ শেষে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

১৮ জনের দলে যাঁরা আছেন

হুজাইফা হোসেন, রেজাউল করিম, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, পুস্কর ক্ষিসা (অধিনায়ক), আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ।

স্ট্যান্ডবাই ৬ জন

মেহরাব হোসেন, প্রিতম রায়, মেহেদী হাসান, নুরুজ্জামান নয়ন, তৈয়ব আলী ও মাইনুল ইসলাম।

আরও পড়ুন১৫ বলে ফিফটি করে যত রেকর্ড পারভেজ হোসেনের১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • প্রথমবার ওয়েব সিরিজে কায়েস আরজু
  • প্রথমবার এফডিসিতে উপদেষ্টা মাহফুজ আলম, জানালেন পরিকল্পনার কথা
  • প্রথমবার এফডিসি উপদেষ্টা মাহফুজ আলম, জানালেন পরিকল্পনার কথা
  • তানজিম কেন প্রথমবার দলে, ইবাদত কেন নেই
  • প্রথমবার টেস্ট দলে তানজীম সাকিব, ছিটকে গেছেন তাসকিন
  • হকিতে থাকা, হকি ঘুমানো দুই ভাই
  • ঢাকা বিশ্ববিদ্যালয় স্প্রিং স্কুল আয়োজন কুমিল্লার বার্ডে
  • শতবর্ষে প্রথমবার মা–বাবা হলো দুই কচ্ছপ
  • পিএসএলে যাচ্ছেন আতাহার
  • প্রথমবার হকির জাতীয় দলে আবেদ-ওবায়দুল