চার ওয়ানডের তিনটিতে জরিমানা খেলো পাকিস্তান
Published: 4th, April 2025 GMT
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা খেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচ রেফারি দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছেন। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দায় স্বীকার করে নেওয়ায় শুনানির দরকার পড়েনি।
এ নিয়ে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচেই স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হলো পাকিস্তান ক্রিকেট দলের। শুধু তাই নয়, সর্বশেষ চার ওয়ানডের তিনটিতেই স্লো ওভার রেটের দায়ে দোষী হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওভার রেট স্লো ছিল। অর্থাৎ নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি রিজওয়ানের দল। যে কারণে গুনতে হয় জরিমানা। তবে পরের ম্যাচে ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পেরেছিল তারা। এ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে স্লো ওভার রেট হলো পাকিস্তানের।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই হেরেছে পাকিস্তান। প্রথম ম্যাচে কিউইদের ৩৪৪ রান তাড়া করতে নেমে ৭৩ রানে হারে রিজওয়ান-বাবর আজমরা। দ্বিতীয় ম্যাচে ২৯৩ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান হেরেছে ৮৪ রানে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প ক স ত ন ক র ক ট দল র জওয় ন
এছাড়াও পড়ুন:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
সভায় এফএসআইবির ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল আলম এফসিএমএ এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ উপস্থিত ছিলেন।
এছাড়া, অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস।
ঢাকা/রাজীব