আন্তর্জাতিক ক্রিকেটে আকস্মিক অভিষেক মাহিদুল ইসলাম অঙ্কনের। বিকেএসপিতে প্রথম শ্রেণির ম্যাচ খেলছিলেন তিনি। সেখান থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে টেস্ট দলে যোগ দেন তিনি। জাকের আলী কনকাশন ইনজুরিতে (মাথায় আঘাত) পড়ায় অঙ্কন দলে ডাক পান। ম্যাচের আগের রাতে লিটন দাস গুরুতর জ্বর নিয়ে ম্যাচ থেকে ছিটকে যান।

দলে ডাক পাওয়া অঙ্কনের অভিষেকও হয়ে যায়। তার মাথায় তখনও ঘুরছিল ফাস্ট ক্লাস ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুতি তো দূরের কথা ভাববারও সময় পাননি তিনি। যার সম্ভাব্য ফল পড়ে পারফরম্যান্সে। উইকেটের পেছনে ক্যাচ ফেলেন তিনি। ব্যাট হাতে শূন্য মেরে শুরু হয় আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা। দ্বিতীয় ইনিংসে অবশ্য ২৯ রান করেন তিনি।

ওই অঙ্কন সর্বশেষ বিপিএলে দারুণ ক্রিকেট খেলেছেন। চলতি ডিপিএলে মোহামেডানের টিম ম্যানেজমেন্ট তাকে তিনে ব্যাট করাচ্ছে। সেখানেও রান পাচ্ছেন তিনি। অঙ্কন মনে করেন, এখন আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ নেওয়ার জন্য আগের চেয়ে বেশি প্রস্তুত তিনি।

ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে অঙ্কন বলেন, ‘আমি তখন এনসিএলে ম্যাচ খেলছিলাম, আমার মাথায় ছিল এনসিএল। তবে (অভিষেক টেস্টে ব্যর্থ হওয়ার জন্য) এটাকে আমি অজুহাত দেব না। এখন মনে হয়, এবার সুযোগ পেলে আমি মানসিকভাবে বেশি প্রস্তুত থাকব।’

জিম্বাবুয়ের বিপক্ষে এপ্রিলে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। লিটন দাস পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ছুটি নেওয়ায় দ্বিতীয় সুযোগ মিলতে পারে অঙ্কনের। তার মতে, এবার তিনি নিজেকে প্রস্তুত রাখার যথেষ্ট সময় পাবেন, ‘এখন মানসিকভাবে ভালো অবস্থানে আছি। আসন্ন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। এবার প্রস্তুতির জন্য ভালো সময় পাচ্ছি। আশা করি, সুযোগ পেলে ভালো করবো।’

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন থাকায় ড্রেসিংরুমে নির্ভার থাকবেন বলেও জানিয়েছেন অঙ্কন, ‘তিনি আমাকে খুব ভালো করে জানেন। অতিরিক্ত চিন্তা করলে তিনি আমাকে নির্ভার করতে পারেন। ঘরোয়া অভিজ্ঞতা থেকে বলতেই পারি, উনাকে পাশে পাওয়া সবসময়ই আমার জন্য ভালো।’  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ত ত র জন য

এছাড়াও পড়ুন:

সিলেটের আল-হারামাইনে কেন এসেছিলেন নাহিদ ইসলাম

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সিলেট আগমন নিয়ে তোলপার চলছে। আকষ্মিক আলোচিত ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের সিলেটের ব্যবসাপ্রতিষ্ঠান আল হারামাইন হসপিটাল পরিদর্শন করার পর তোলপাড় শুরু হয়। 

বৃহস্পতিবার বিকেলে সস্ত্রীক সিলেটে পৌঁছে নাহিদ ইসলাম নগরীর সোবহানিঘাট এলাকার আল হারামাইন হাসপাতালে যান। বিষয়টি শুক্রবার জানাজানি হলে তোলপাড় শুরু হয়। 

সম্প্রতি ব্যবসায়ী নাসেরের বিরুদ্ধে বিভিন্ন দেশে হুন্ডি ব্যবসাসহ সিলেটে তার বাসা কাজী ক্যাসলে আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দেওয়া নিয়ে আলোচনায় আসেন তিনি। এ অবস্থায় তার ব্যবসাপ্রতিষ্ঠানে নাহিদ ইসলামের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। 

তবে হাসপাতালের জিএম পারভেজ আহমদ সমকালকে জানান, বৃহস্পতিবার পায়ে আঘাত পেয়ে হাসপাতালে এসেছিলেন নাহিদ। অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এনসিপি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে ইউএস-বাংলার ফ্লাইটে (বিএস-৫৩৫) স্ত্রীসহ ঢাকা থেকে সিলেট আসেন নাহিদ ইসলাম। পরে বিকেল ৩টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় অবস্থিত আল হারামাইন হাসপাতালে যান। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর সড়কপথে মৌলভীবাজারে উদ্দেশ্যে রওয়ানা হন। 

শুক্রবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করছিলেন। আজ শনিবার তিনি ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।  

প্রসঙ্গত, মাহতাবুর রহমান নাসিরের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিদেশে কোটি কোটি পাচারের অভিযোগ উঠে। আতর ব্যবসার আড়ালে হুন্ডির মাধ্যমে এ টাকা পাচার করা হয় বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এমনকি ৫ আগসেটর পর তার বিলাসবহুল বাড়ি কাজী ক্যাসলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘদিন অবস্থান করেন বলে অভিযোগ ওঠে। 
পরবর্তীতে এলাকার লোকজন ওই বাড়িতে হামলা চালায়। এ ঘটনার পর বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। দুদক ও এনবিআর তার সম্পদের গোপন রহস্য উদঘাটনে কাজ করছে।

সম্পর্কিত নিবন্ধ