নামিবিয়া সফর শেষে কদিন আগে কানাডায় ফিরেছিলেন। সেখান থেকে এয়ার কানাডার একটি ফ্লাইটে গিয়েছিলেন জন্মভূমি বার্বাডোজে।

কিন্তু গত রোববার বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতেই তাঁকে আটক করে স্থানীয় পুলিশ। এর পর থেকে তিনি পুলিশি হেফাজতেই আছেন।

বার্বাডোজের পুলিশ বিমানবন্দর থেকে যাঁকে ধরে নিয়ে গেছে, তাঁর নাম নিকোলাস কার্টন; কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক! গত বছর যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন তিনি।

২৬ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার কার্টনকে গ্রেপ্তারের পেছনে গুরুতর অভিযোগের খবর জানিয়েছে জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার’। বিমানবন্দরে জব্দ করা ২০ পাউন্ড (৯ কেজির বেশি) গাঁজা সরবরাহের সঙ্গে নাকি কার্টনের সংশ্লিষ্টতা আছে।

বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকেই কার্টনকে গ্রেপ্তার করা হয়েছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রিটায়ার্ড হার্ট ওয়েলচ

সকাল থেকে পেশির চোট নিয়ে লড়াই করছিলেন নিক ওয়েলচ। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে হার মেনে নিলেন জিম্বাবুয়ের এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। উইলিয়ামসের সাথে ৯০ রানের জুটি গড়ে ক্রাম্পজনিত সমস্যায় নিক ওয়েলচ (৫২) রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে গেছেন। ১২৮ বলে ৫৬ রান করেছিলেন ওয়েলচ। অভিজ্ঞ উইলিয়ামস খেলছেন ৫৮ রানে। ৬২ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১৬৪।

হতাশার সেশন কাটিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

সম্পর্কিত নিবন্ধ