রাজবাড়ীতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতার পাল্টাপাল্টি অভিযোগ
Published: 4th, April 2025 GMT
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। একে অপরের ওপর অফিস ভাঙচুর ও গাড়ি পুড়িয়ে দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দানে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলামের রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই রাত ১০টার দিকে শহরের ইয়াছিন উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কে পার্কিং করে রাখা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় গতকাল রাত থেকে শহরের থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপির দলীয় কার্যালয় আজাদী ময়দানসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ দেখা যায়।
আরিফুল ইসলাম বলেন, ‘রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের একদল সন্ত্রাসী কোনো কারণ ছাড়াই গতকাল রাত সাড়ে ৯টার দিকে আজাদী ময়দানে অবস্থিত আমার রাজনৈতিক কার্যালয় ভাঙচুর, লুটপাটসহ তাণ্ডব চালায়। এ সময় অফিসের কাজে নিয়োজিত এক ছেলেকে তারা মারধর করে। এ ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
অন্যদিকে রাত ১০টার দিকে শহরের ইয়াছিন উচ্চবিদ্যালয়সংলগ্ন পাকা সড়কের ওপর পার্কিং করে রাখা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক লাইভে সাব্বির হোসেন গাড়ি পোড়ানোর ঘটনায় জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলামকে দায়ী করেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: শহর র
এছাড়াও পড়ুন:
সিলেটের আল-হারামাইনে কেন এসেছিলেন নাহিদ ইসলাম
সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সিলেট আগমন নিয়ে তোলপার চলছে। আকষ্মিক আলোচিত ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের সিলেটের ব্যবসাপ্রতিষ্ঠান আল হারামাইন হসপিটাল পরিদর্শন করার পর তোলপাড় শুরু হয়।
বৃহস্পতিবার বিকেলে সস্ত্রীক সিলেটে পৌঁছে নাহিদ ইসলাম নগরীর সোবহানিঘাট এলাকার আল হারামাইন হাসপাতালে যান। বিষয়টি শুক্রবার জানাজানি হলে তোলপাড় শুরু হয়।
সম্প্রতি ব্যবসায়ী নাসেরের বিরুদ্ধে বিভিন্ন দেশে হুন্ডি ব্যবসাসহ সিলেটে তার বাসা কাজী ক্যাসলে আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দেওয়া নিয়ে আলোচনায় আসেন তিনি। এ অবস্থায় তার ব্যবসাপ্রতিষ্ঠানে নাহিদ ইসলামের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
তবে হাসপাতালের জিএম পারভেজ আহমদ সমকালকে জানান, বৃহস্পতিবার পায়ে আঘাত পেয়ে হাসপাতালে এসেছিলেন নাহিদ। অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
এনসিপি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে ইউএস-বাংলার ফ্লাইটে (বিএস-৫৩৫) স্ত্রীসহ ঢাকা থেকে সিলেট আসেন নাহিদ ইসলাম। পরে বিকেল ৩টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় অবস্থিত আল হারামাইন হাসপাতালে যান। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর সড়কপথে মৌলভীবাজারে উদ্দেশ্যে রওয়ানা হন।
শুক্রবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করছিলেন। আজ শনিবার তিনি ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, মাহতাবুর রহমান নাসিরের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিদেশে কোটি কোটি পাচারের অভিযোগ উঠে। আতর ব্যবসার আড়ালে হুন্ডির মাধ্যমে এ টাকা পাচার করা হয় বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এমনকি ৫ আগসেটর পর তার বিলাসবহুল বাড়ি কাজী ক্যাসলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘদিন অবস্থান করেন বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে এলাকার লোকজন ওই বাড়িতে হামলা চালায়। এ ঘটনার পর বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। দুদক ও এনবিআর তার সম্পদের গোপন রহস্য উদঘাটনে কাজ করছে।