সবচেয়ে বেশি মেডেন ওভার, এমনকি সুপার ওভারেও মেডেন নেওয়ার কীর্তি, কমপক্ষে ১০০ ইনিংসে বল করা বোলারদের মধ্যে তৃতীয় সর্বনিম্ন ইকোনমি রেট—স্বীকৃত টি-টোয়েন্টিতে সুনীল নারাইনের একেকটি পরিসংখ্যান দেখলে যে কেউ বলবেন, এই সংস্করণে তিনি অন্যতম সেরা। কারও কারও চোখে হয়তো সর্বকালের সেরাও।
নারাইন আরেকটি বিশ্ব রেকর্ড গড়ার পথে। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় বোলার হিসেবে এক দলের হয়ে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি, যা দ্বিতীয় সর্বোচ্চ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই কীর্তি গড়েছেন ক্যারিবীয় স্পিনার। সবচেয়ে বেশি ২০৮ উইকেট নিয়েছেন সামিত প্যাটেল, ইংলিশ কাউন্টি ক্লাব নটিংহামশায়ারের হয়ে।
কলকাতার জার্সিতে ২০০ উইকেট নিতে নারাইনকে ১৮৭ ইনিংসে বল করতে হয়েছে। ২০০ উইকেটের মধ্যে ১৮২টি নিয়েছেন আইপিএলে, ১৮টি বিলুপ্ত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে।
দলটির হয়ে ১৯৯ উইকেট নিয়ে আইপিএলে কাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নেমেছিলেন নারাইন। ইডেন গার্ডেনে হায়দরাবাদ ইনিংসের দশম ওভারে অভিষিক্ত কামিন্দু মেন্ডিসকে বদলি ফিল্ডার অনুকূল রায়ের ক্যাচ বানিয়ে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
হায়দরাবাদকে কাল ৮০ রানে হারিয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে কলকাতা। চার ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৪। এই মৌসুমে প্লে-অফের আগে আরও ১০টি ম্যাচ খেলবে কলকাতা। সেই ১০ ম্যাচে ৯ উইকেট পেলেই সামিত প্যাটেলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে এক দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়বেন নারাইন।
আরও পড়ুনব্যাট দিয়ে স্টাম্প ভেঙেও কেন হিট আউট হলেন না নারাইন২৩ মার্চ ২০২৫ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার সামিত প্যাটেল ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নটিংহামশায়ারের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। গত বছর তিনি নটিংহাম ছেড়ে নাম লিখিয়েছেন ডার্বিশায়ারে। এই কাউন্টি ক্লাবের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে তাঁর।
বয়স ৪০ পেরিয়ে যাওয়া সামিত ক্যারিয়ারের সায়াহ্নে আছেন, তা বলাই যায়। নটিংহাম তাঁকে আর ফেরাবে বলেও মনে হয় না। ফলে সামিতকে নটিংহামের হয়ে ২০৮ উইকেটেই আটকে থাকতে হতে পারে। ৩৬ বছর বয়সী নারাইন এ সুযোগে তাঁকে অনায়াসেই ছাড়িয়ে যেতে পারেন।
নটিংহামশায়ারের হয়ে টি–টোয়েন্টিতে ২০৮ উইকেট নিয়েছেন সামিত প্যাটেল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট ন ন র ইন কলক ত
এছাড়াও পড়ুন:
রিয়াল মাদ্রিদের ১০ হাজার গোল: কবে, কীভাবে, কোথায়
রিয়াল মাদ্রিদ-সোসিয়েদাদ কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল কোনটি? কোনো দ্বিধা ছাড়াই সবাই বলবেন ১১৫তম মিনিটে অ্যান্টনিও রুডিগারের গোলের কথা। যে গোলে ম্যাচ জিতে কোপা দেল রের ফাইনালে উঠেছে রিয়াল। তবে মঙ্গলবার রাতের ম্যাচটিতে রিয়ালের তৃতীয় গোলটি করে আজীবনের জন্য বিশেষ এক তালিকায় নাম লিখিয়ে নিয়েছেন অরেলিয়েঁ চুয়ামেনি।১০০০০
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৮৫তম মিনিটে করা অরেলিয়েঁ চুয়ামেনির গোলটি রিয়াল মাদ্রিদের ১০ হাজারতম অফিশিয়াল গোল।
১২৩রিয়াল মাদ্রিদ ইতিহাসের প্রথম গোলটি করেছিলেন আইরিশ ফুটবলার আর্থার জনসন। করোনেশন কাপে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের সেই ম্যাচটি ছিল ১৯০২ সালের ১৩ মে। প্রায় সোয়া শ বছর পর ১০ হাজারতম গোলের দেখা পেল মাদ্রিদের ক্লাবটি।
লিগেই অর্ধেকের বেশিরিয়াল মাদ্রিদের ১০ হাজার গোলের মধ্যে অর্ধেকের বেশি ৬৫৪৫টিই এসেছে স্পেনের শীর্ষ ফুটবল লিগ লা লিগায়।
২রিয়ালের হাজারতম গোলের মাইলফলক ছোঁয়া খেলোয়াড় ১০ জন। এর মধ্যে অরেলিয়েঁ চুয়ামেনি দ্বিতীয় ফরাসি। আগেরজন করিম বেনজেমা, যিনি ২০১০ সালে রিয়ালের ৮ হাজারতম গোলটি করেছিলেন।
হাজারের বেশিশীর্ষ লিগ ছাড়াও ন্যূনতম ১ হাজার গোল হয়েছে আরও দুটি প্রতিযোগিতায়। এর মধ্যে স্প্যানিশ কাপ প্রতিযোগিতায় ১৪১৭টি, ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগে ১১০৩টি।
মাইলফলকে কে, কবে, কখন