লেবাননে হামাসের কমান্ডারকে তার পুত্র ও কন্যাসহ হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ভোররাতে লেবাননের বন্দরনগরী সিডনের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

নিহত ওই হামাস কমান্ডারের নাম হাসান ফারহাত।

লেবাননের সংবাদমাধ্যম কুদস নিউজ জানিয়েছে, ওই অ্যাপার্টমেন্টে ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন হাসান। শুক্রবার ভোররাতে সেখানে হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হাসান ফারহাত লেবাননে হামাসের পশ্চিম সেক্টরের কমান্ডার ছিলেন।

সেনাবাহিনীর দাবি, ফারহাত ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্রের পিছনে ছিলেন এবং গত বছরের ফেব্রুয়ারিতে উত্তর ইসরায়েলে রকেট হামলার জন্য দায়ী ছিলেন।

এদিকে, শুক্রবার সেন্ট্রাল গাজায় হামলা চালিয়ে ১৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া রাফাহতে হামলা চালিয়ে হত্যা করা হয় এক দম্পতিকে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কম ন ড র ল ব নন

এছাড়াও পড়ুন:

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম বকুল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদূরে আশা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত আরিফুল ইসলাম আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি নওগাঁর একটি দোকানে এসি ও ফ্রিজ মেরামতের কাজ করতেন।

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আরিফুল ইসলাম বকুল নওগাঁ একটি দোকানে এসি ও ফ্রিজ মেরামতের মেকানিকের কাজ করতেন। প্রতিদিনের মতো গত সোমবার রাতে নওগাঁ দোকানে কাজ শেষে মোটরসাইকেলে তার বাড়ি কেশরতা গ্রামে ফেরার পথে আদমদীঘির আশা ফিলিং স্টেশনের সামনে অজ্ঞান একটি যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এসময় স্থানীয় জনতা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান।

সম্পর্কিত নিবন্ধ