বাংলাদেশ টেলিভিশনের দুটি অনুষ্ঠান নব্বই দশকের ঈদের সঙ্গে জড়িয়ে আছে। হানিফ সংকেতের ‘ইত্যাদি’ আর ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। আনন্দমেলা সেই জৌলুশ হারিয়েছে। তবে ইত্যাদির শানশওকত এখনো রয়ে গেছে। ভালোভাবেই আছে। বললে বাড়াবাড়ি হবে না, এই একটি অনুষ্ঠানই টিকে আছে জনপ্রিয়তার শীর্ষে থেকে। ঈদ আর ইত্যাদি যেন মিলেমিশে একাকার হয়ে আছে।

ঈদের ছুটিতে দর্শকের মধ্যে আনন্দ মেলে ধরে ‘ইত্যাদি’। বছরের পর বছর ঈদের পরদিন ‘ইত্যাদি’ দেখার জন্য নানা বয়সের, শ্রেণি-পেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন। অপেক্ষা করেন কখন ইত্যাদির প্রচার শুরু হবে। কখন সেই চিরচেনা সূচনাসংগীত শুনবেন। ‘ইত্যাদি’ প্রবীণদের স্মৃতিতে যেমন দোলা দেয়, তেমনি নতুন প্রজন্মের দর্শকদের মাঝেও রয়েছে এর চাহিদা। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের যুগেও তা-ই।

এবারের ঈদেও সাড়া ফেলেছে ইত্যাদি। ঈদের পরদিন টেলিভিশনের সামনে বসে যেমন মগ্ন হয়ে দেখেছেন অগণিত দর্শক; ইউটিউবে প্রচারের পরও হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা। বিটিভিতে ঈদের পরদিন প্রচারের পর ১ এপ্রিল ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে আপলোড হয় অনুষ্ঠানটি। শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ইউটিউবে ৫১ লাখের বেশি ভিউ হয়েছে। ট্রেন্ডিংয়ের তালিকায় ৬ নম্বরে আছে ১ ঘণ্টা ১০ মিনিটের অনুষ্ঠানটি। এক লাখের বেশি রিঅ্যাক্ট হয়েছে, মন্তব্য জমা হয়েছে ৫ হাজার ৫৫৫টি!

ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

সামনের মৌসুমে ইপিএলের ৫ দল চ্যাম্পিয়নস লিগে

আগামী মৌসুম থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ৫টি দল খেলবে চ্যাম্পিয়নস লিগ! শুধু চ্যাম্পিয়নস লিগই নয়, ইউরোপের বাকি দুই প্রতিযোগিতা ইউরোপা লিগ ও কনফারেন্স লিগেও পারফরম্যান্সের জন্য ইপিএল অতিরিক্ত একটি স্থান অর্জন করেছে।

দুটি লিগকে ইউরোপীয় পারফরম্যান্স স্পট (ইপিএস) পুরস্কৃত করা হবে, যা গত মৌসুমে চালু করা হয়েছিল। মূলত চ্যাম্পিয়নস লিগে ৩৬টি দলকে অন্তর্ভুক্ত করার যে প্রকিয়া, সেখানে একটি সংস্কার হিসাবে কাজ করেছে ইপিএস স্পট।

মৌসুমের বেশিরভাগ সময় ধরেই ইংল্যান্ড টেবিলের শীর্ষে থেকে বেশ এগিয়ে ছিল ইপিএসের জন্য। নকআউট প্লেঅফ রাউন্ড এবং শেষ ষোলো পর্বে ইতালীয় ক্লাবগুলির খারাপ ফলাফলের তালিকার মাধ্যমে অতিরিক্ত স্থানটি প্রায় নিশ্চিত হয়ে গেছে। ফলে প্রিমিয়ার লিগের দল গুলোকে শুধুমাত্র একটি জয় বা দুটি ড্র দরকার ছিল। যা মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে নিশ্চিত হয়ে যায়, যখন আর্সেনাল ৩-০ ব্যবধানে জিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
 

আরো পড়ুন:

আর্সেনালের বিপক্ষে রিয়ালের প্রতিশোধের ম্যাচ

ইয়ামালের দাবি, বার্সাই চ্যাম্পিয়নস লিগ জিতবে 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ