মাদারীপুরের ডিমচরে কৃষকের হাত কেটে নিল সন্ত্রাসীরা
Published: 4th, April 2025 GMT
মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিমচর গ্রামের বাসিন্দা মফিজ সরদারের ছেলে ইউনুস সরদার (৫০) এর হাত কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
পরে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসক।
শুক্রবার (৪ এপ্রিল) ভোরে ইউনুস সরদারের ওপর এ হামলার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা ।
ইউনুস সরদারের পরিবারের অভিযোগ, শুক্রবার ভোরে ইউনুস সরদারের ঘরে প্রবেশ করে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় । এ সময় ঘরে লুটপাট করে এবং ইউনুসকে কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তার হাত বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। এসময় বাধা দিতে এলে ইউনুসের স্ত্রীকেও পিটিয়ে জখম করে। স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে ইউনুসকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে।
মাদারীপুরের কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, “কারা কেন হামলা চালিয়েছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হতে পুলিশ কাজ শুরু করেছে। কি কারণে হামলা হয়েছে তদন্তের পরে বলা যাবে।”
ঢাকা/বেলাল/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউন স সরদ র সরদ র র
এছাড়াও পড়ুন:
টেকসই উন্নয়নে গোবিপ্রবি ও গ্রিনটেক ফাউন্ডেশনের চুক্তি
দেশের উচ্চশিক্ষা খাতে টেকসই উন্নয়ন ও স্মার্ট রূপান্তরের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এবং গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লুৎফর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ন ও প্রাযুক্তিক পরিবর্তনের যুগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য টেকসই ও স্মার্ট অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেই বৈশ্বিক উদ্যোগের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে অগ্রগামী হয়েছে। এ যাত্রায় পরিবেশ, জলবায়ু ও টেকসই উন্নয়নে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন গ্রিনটেক ফাউন্ডেশন ফ্যাসিলিটেটিং পার্টনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে। চুক্তির আওতায় ক্যাম্পাসের অবকাঠামো, সেবা ও জীবনধারাকে এমনভাবে রূপান্তর করা হবে, যাতে এটি আন্তর্জাতিক মানের সবুজ ও স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে উঠতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে টেকসই অবকাঠামো ও জলবায়ু সহনশীল শিক্ষাঙ্গন গড়ে তোলার জন্য সম্প্রতি গ্রিনটেক ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে। বৈঠকে সব বিশ্ববিদ্যালয়ের জন্য ‘টেকসই গ্রিন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস’ মডেলটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) অর্জনে অবদান রাখার জাতীয় প্রকল্প প্রস্তাবের বিষয়েও আলোচনা হয়। গোবিপ্রবিতে এই পাইলট প্রকল্পের সফল বাস্তবায়ন পুরো দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য রোল মডেল হিসেবে কাজ করবে।
প্রথম পর্যায়ে গোবিপ্রবির অগ্রাধিকার পাওয়া ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জলাশয় ব্যবস্থাপনা ও মাছ চাষ সম্প্রসারণ, ক্যাম্পাস গ্রিনিং ও বৃক্ষরোপণ কার্যক্রম, সৌরবিদ্যুৎ উৎপাদন সুবিধা, বর্জ্য ব্যবস্থাপনা ও বায়োগ্যাস প্ল্যান্ট, মিউনিসিপ্যাল বর্জ্য থেকে শক্তি উৎপাদন প্রকল্প, স্মার্ট গাড়ি পার্কিং ও যানবাহন ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ক্লাব গঠন, স্মার্ট ক্লাসরুম ও স্মার্ট আইডি কার্ড, ক্যাম্পাস এনার্জি অডিট এবং দক্ষতা বৃদ্ধি, শিক্ষাবৃত্তি ও মাইক্রো-এডুকেশন লোন সুবিধা, একীভূত শিক্ষার্থী সেবা কেন্দ্র, চাকরি মেলা ও ইন্টার্নশিপ সমন্বয়, ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স, জিম ও ক্যাফে নির্মাণ প্রভৃতি।
গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ প্রকল্পের কারিগরি সহায়তা, তহবিল সংগ্রহ, অংশীদার সমন্বয় এবং বাস্তবায়ন পরিচালনায় নেতৃত্ব দেবে। প্রয়োজনীয় ক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, সিএসআর অংশীদার ও সামাজিক ব্যবসা সংগঠনগুলোকেও যুক্ত করা হবে। গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ ইতোমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে আলোচনা শুরু করেছে, যাতে করে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত মডেলের সফল বাস্তবায়নের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সম্প্রসারণ করা যায়।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “আমরা আমাদের ক্যাম্পাসকে কেবল একাডেমিক সাফল্যের নয়, বরং টেকসই উন্নয়ন ও পরিবেশ সচেতনতার একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। এই অংশীদারিত্ব সেই লক্ষ্য পূরণে আমাদের এগিয়ে নেবে। এই চুক্তি কেবল আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্যও অনুকরণীয় মডেল হতে যাচ্ছে।”
গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক লুৎফর রহমান বলেন, “এটি একটি প্রকল্প নয়; এটি বাংলাদেশের ভবিষ্যত পরিকল্পনা। আমরা চাই দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় হোক প্রযুক্তিনির্ভর, জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব।”
ঢাকা/বাদল/মেহেদী