‘শাশুড়ির বিয়ে’ দেখাবে বৈশাখী, আরটিভিতে ‘পারিবারিক ভেজাল’
Published: 4th, April 2025 GMT
সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের পঞ্চম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
এনটিভি
সকাল ৮টায় নৃত্যানুষ্ঠান ‘নাচিছে ঘূর্ণি বায়’। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘বীথি পরিবহন’। অভিনয়ে সাইদুর রহমান পাভেল, মায়মুনা মম। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘রূপবানের প্রেম’। অভিনয়ে তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘স্বপ্নচারিণী’। অভিনয়ে খায়রুল বাসার, রিয়া ঘোষ। রাত ৯টা ১৫ মিনিটে একক নাটক ‘গ্রামের অতিথি’। অভিনয়ে জাহের আলভী, অহনা রহমান। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘সুখের স্যুটকেস’। অভিনয়ে নিলয়, তানিয়া বৃষ্টি। রাত ১২টা ১ মিনিটে ‘তারুণ্যের গান’। ব্যান্ড: পেনোয়া।
বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’। অতিথি: কণ্ঠশিল্পী সেনিজ। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী ইথুন বাবু ও তাঁর দল। বেলা ১টায় ‘শুধু সিনেমার গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘শাশুড়ির বিয়ে’। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘লন্ডনি জামাই’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, আহসানুল হক মিনু। রাত ৮টা ১৫ মিনিটে একক নাটক ‘প্যারা আজমল’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক ‘ট্রাক ড্রাইভার’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি। রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক কাম ‘ফ্রম আফ্রিকা’। অভিনয়ে রাশেদ সীমান্ত, ফারজানা আহসান মিহি। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক আমি মানুষ। অভিনয়ে আরফান আহমেদ, সাবেরী আলম, মৌটুসী বিশ্বাস।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে জুলাই বিপ্লবে আহত নিয়ে অনুষ্ঠান ‘এল খুশির ঈদ’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘দূরের দেখা’। অভিনয়ে আবদুন নূর সজল, আইশা খান। রাত ৮টায় একক নাটক ‘হোসেনের গল্প’। অভিনয়ে জিয়াউল হক পলাশ, পারসা ইভানা। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘এক্সকিউজ মি প্লিজ’। অভিনয়ে শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘পারিবারিক ভেজাল’। অভিনয়ে শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি। রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘লাস্ট নাইট’। অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি।
বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘লোকসানে লোকমান’। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা। বিকেল ৫টায় থ্রিলার ধারাবাহিক ‘ননসেন্স’। অভিনয়ে ইন্তেখাব দিনার, আইশা খান, মিলি বাশার, জাকিয়া বারী মম। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘টিম আফ্রিকা’। অভিনয়ে মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘প্রেম মানে প্রবলেম’। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘চার কুতুব’। অভিনয়ে চাষী আলম, পাভেল, মুসাফির বাচ্চু, শামীমা নাজনীন। রাত ৯টা ২৫ মিনিটে নাটক ‘মাতাল মতিন’। অভিনয়ে মোশাররফ করিম, তানহা তাসনিয়া। রাত ১০টা ৪০ মিনিটে নাটক ‘স্বপ্নসিঁড়ি’। অভিনয়ে তৌসিফ, আইশা খান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৩০ ম ন ট অন ষ ঠ ন ৪০ ম ন ট ১৫ ম ন ট ক ন টক আহস ন
এছাড়াও পড়ুন:
কানের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশি সিনেমা
৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশি সিনেমা ‘আলী’। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান কর্তৃপক্ষ। এ বিভাগে ‘আলী’ ছাড়াও বিভিন্ন দেশের আরো ৯টি সিনেমা জায়গা পেয়েছে।
আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘আলী’ সিনেমা প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। ১৫ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমার লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।
২০২৪ সালের নভেম্বরে সিলেটে ‘আলী’ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে। আপাতত বেশি তথ্য না দিয়ে সিনেমাটির গল্প নিয়ে সামান্য ধারণা দিয়েছেন নির্মাতা। আদনান আল রাজীব বলেন, “ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।”
আরো পড়ুন:
সেই ময়ূখকে ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক
ফেরার ইঙ্গিত দিলেন শুভ
‘আলী’ সিনেমার মূল প্রোডাকশন কোম্পানি ‘ক্যাটালগ’। এটি মূলত আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনোর নির্মাণপ্রতিষ্ঠান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ক্যাটালগ।
এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে আদনানের পরিচালনায় ‘আলী’ এবং ফিলিপাইন থেকে আরভিন ও কাইলার যৌথ পরিচালনায় ‘আগাপিতো’ নির্মিত হয়েছিল। যার সহপ্রযোজক হিসেবে আছেন আদনান আল রাজীব ও তানভীর হোসেন। দুটি চলচ্চিত্রই জায়গা করে নিয়েছে কানের মূল প্রতিযোগিতায়; লড়বে পাম দ’রের জন্য।
ঢাকা/শান্ত