বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ২০৩০ সালের আসরটি বিশেষ আয়োজনে পরিণত হতে যাচ্ছে। মূল আয়োজক দেশ পর্তুগাল, স্পেন ও মরক্কোর পাশাপাশি একটি করে ম্যাচ আয়োজন করবে ইতিহাসের প্রথম বিশ্বকাপ আয়োজনকারী তিন দেশ- উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।  

তবে এখানেই শেষ নয়। গত ৫ মার্চ অনুষ্ঠিত ফিফা কাউন্সিল সভায় উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইগনাসিও আলোনসো প্রস্তাব করেন, ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলসংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪তে উন্নীত করা হোক। ফিফা এখন প্রস্তাবটি বিবেচনার আওতায় আনলেও, ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।  

সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত উয়েফা কংগ্রেসে এই প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন বলেন, ‘আপনাদের মতোই আমিও বিস্মিত। আমার দৃষ্টিতে এটি একেবারেই ভালো কোনো ধারণা নয়। এমনকি বিশ্বকাপ বাছাইপর্বের দিক থেকেও প্রস্তাবটি অযৌক্তিক। আমি এই প্রস্তাবে কোনোভাবেই সমর্থন দিতে পারি না। আশ্চর্যের বিষয় হলো, ফিফা কাউন্সিল সভার আগে আমাদের কাছে বিষয়টি একেবারেই অজানা ছিল। এটা অত্যন্ত অদ্ভুত!’  

উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসর থেকেই বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল, যা ১৯৯৮ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত ছিল ৩২টি। আর ১৯৩০ সালে উরুগুয়ে আয়োজিত প্রথম বিশ্বকাপেই তারা ছিল চ্যাম্পিয়ন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ বক প প রস ত ব

এছাড়াও পড়ুন:

দেশে তামাকের ব্যবহার কমেছে

বাংলাদেশে গত ১৩ বছরে তামাকের ব্যবহার কমেছে ৭ শতাংশ। তামাক নিয়ন্ত্রণে এমন অগ্রগতি থাকলেও ২০৩০ সালের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এখনও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা।

আজ বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ‘বাংলাদেশে তামাক ব্যবহারের প্রবণতা ও পূর্বাভাস’ শীর্ষক গবেষণার ফলাফল তুলে ধরেন বিএমইউর জার্নালের এক্সিকিউটিভ এডিটর অধ্যাপক ড. এম মোস্তফা জামান। সভাপতিত্ব করেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব (বিশ্ব স্বাস্থ্য) মো. মামুনুর রশিদ।

গবেষণায় দেখা গেছে, ২৫-৬৯ বছর বয়সী বাংলাদেশীদের তামাক ব্যবহার (ধূমপান ও ধোঁয়াবিহীন) ২০০৯ সালে ৫৪ শতাংশ থেকে কমে ২০২২ সালে ৪৭ শতাংশে নেমেছে। ধূমপানের হার ২৭ শতাংশ থেকে ২২ শতাংশ এ মেনেছে। ধোঁয়াবিহীন তামাকের ব্যবহার ৩৬ শতাংশ থেকে ৩১ শতাংশ। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে পুরুষদের মধ্যে তামাক ব্যবহারের হ্রাস নারীদের তুলনায় কিছুটা বেশি। শহর ও গ্রামীণ এলাকায় তামাক ব্যবহার কমলেও শহুরে অঞ্চলে হ্রাসের হার বেশি স্পষ্ট।

এম মোস্তফা জামান বলেন, বর্তমান যে হারে তামাক ব্যবহার কমছে, এই গতিতে এগোলে ২০৩০ সালের মধ্যে তামাকের ব্যবহার ৩০ শতাংশ কমানোর বৈশ্বিক লক্ষ্য পূরণ সম্ভব নয়। তথ্য বিশ্লেষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এনসিডি (অসংক্রামক রোগ) প্রতিরোধ রোডম্যাপ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে তামাক ব্যবহার ৩০ শতাংশ কমানোর লক্ষ্য অর্জন করতে হলে বর্তমান নীতিমালার গতি দ্বিগুণ করতে হবে।

গবেষণায় সুপারিশ তুলে ধরে তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি জোরদার করে বর্তমান হ্রাসের হার ত্বরান্বিত করতে হবে। ব্যবহারিক গবেষণা পরিচালনা করা প্রয়োজন, বিশেষ করে নীতি ও আইনের দিকে বিশেষ নজর দিয়ে, যাতে অপর্যাপ্ত হ্রাসের কারণ চিহ্নিত করা যায়।

ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, তামাক ব্যবহার বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকির জন্য দায়ী এবং উদ্বেগজনক। এই ঝুঁকি কমানোর ক্ষেত্রে গণমানুষকে সম্পৃক্ত ও সচেতন করতে হবে। গণমাধ্যম এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। তামাক ব্যবহারের মাত্রা ও ঝুঁকি শহর ও গ্রাম পর্যায়ে আলাদাভাবে তুলে ধরা জরুরি।

বিশেষজ্ঞদের মন্তব্যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তামাক ব্যবহার হ্রাসে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়, তবে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আরও কঠোর নীতি ও সামাজিক সচেতনতা প্রয়োজন। ধোঁয়াবিহীন তামাকের ব্যবহার কমাতে বিশেষ উদ্যোগ নিতে হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • দেশে তামাকের ব্যবহার কমেছে
  • মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কার্যক্রম কবে চালু হবে, জানালেন নৌ উপদেষ্টা