বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ২০৩০ সালের আসরটি বিশেষ আয়োজনে পরিণত হতে যাচ্ছে। মূল আয়োজক দেশ পর্তুগাল, স্পেন ও মরক্কোর পাশাপাশি একটি করে ম্যাচ আয়োজন করবে ইতিহাসের প্রথম বিশ্বকাপ আয়োজনকারী তিন দেশ- উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।  

তবে এখানেই শেষ নয়। গত ৫ মার্চ অনুষ্ঠিত ফিফা কাউন্সিল সভায় উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইগনাসিও আলোনসো প্রস্তাব করেন, ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলসংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪তে উন্নীত করা হোক। ফিফা এখন প্রস্তাবটি বিবেচনার আওতায় আনলেও, ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।  

সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত উয়েফা কংগ্রেসে এই প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন বলেন, ‘আপনাদের মতোই আমিও বিস্মিত। আমার দৃষ্টিতে এটি একেবারেই ভালো কোনো ধারণা নয়। এমনকি বিশ্বকাপ বাছাইপর্বের দিক থেকেও প্রস্তাবটি অযৌক্তিক। আমি এই প্রস্তাবে কোনোভাবেই সমর্থন দিতে পারি না। আশ্চর্যের বিষয় হলো, ফিফা কাউন্সিল সভার আগে আমাদের কাছে বিষয়টি একেবারেই অজানা ছিল। এটা অত্যন্ত অদ্ভুত!’  

উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসর থেকেই বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল, যা ১৯৯৮ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত ছিল ৩২টি। আর ১৯৩০ সালে উরুগুয়ে আয়োজিত প্রথম বিশ্বকাপেই তারা ছিল চ্যাম্পিয়ন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ বক প প রস ত ব

এছাড়াও পড়ুন:

বিশ্বকাপে ৬৪ দল? উয়েফা সভাপতি বললেন ‘বাজে পরিকল্পনা’

গত ৬ মার্চ অনলাইনে সভা করে ফিফা কাউন্সিল। সেখানে উরুগুয়ের এক প্রতিনিধি অনেকটা অপ্রত্যাশিতভাবে ২০৩০ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের প্রস্তাব দেন, যা শুনে সভার অনেকেই রীতিমতো তাজ্জব বনে যান। তাঁদেরই একজন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। সে দিনের সভার সঙ্গে যুক্ত ছিলেন ফিফার এই সহসভাপতি।

সম্প্রতি সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত হয়েছে উয়েফার বার্ষিক সাধারণ সভা। সেই সভার পর সংবাদ সম্মেলনে ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের বিরোধিতা করে সেফেরিন বলেন, ‘আমি মনে করি এটা বাজে পরিকল্পনা। এই প্রস্তাব আপনাদের চেয়ে আমার কাছে বেশি বিস্ময়কর।’

শুধু উরুগুয়ের ওই প্রতিনিধিই নন, স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ২০৩০ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের পক্ষে মত দিয়েছেন। এ নিয়ে তাঁর যুক্তি, প্রতিযোগিতার পরিধি বিস্তৃত হলে ফিফা আর্থিকভাবে বেশি লাভবান হবে। পাশাপাশি বিশ্বব্যাপী খেলার উন্নয়নেও দলের সংখ্যা বাড়ানো দরকার।

ইনফান্তিনোর এমন যুক্তিকে সমর্থন না জানিয়ে উল্টো কড়া সমালোচনা করলেন সেফেরিন। ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ২০২৬ বিশ্বকাপ। পরের আসর বসবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। সেই আসরেই ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সেফেরিন কিছুতেই এভাবে দল বাড়ানোর পক্ষে নন। তিনি বলেন, ৬৪ দলের বিশ্বকাপ ধারণাটা বাছাইপর্বের জন্যও সুখকর হবে না, ‘এটা বিশ্বকাপের জন্য ভালো ধারণা নয়। এমনকি আমাদের বাছাইপর্বের জন্যও ভালো ধারণা নয়। ’

২০৩০ বিশ্বকাপ আয়োজনের জটিলতা নিয়ে এমনিতেই আলোচনা হচ্ছে। তিনটি ভিন্ন মহাদেশে আয়োজিত হবে এই বিশ্বকাপ। মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরোক্কা হলেও সে বছর বিশ্বকাপের শতবছর পূর্তি উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে খেলা হবে একটি করে ম্যাচ। ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয় উরুগুয়েতে।

সেফেরিন ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের ধারণার উৎস নিয়েও সন্দেহ প্রকাশ করেন, ‘এটা অদ্ভুত যে ফিফা কাউন্সিলে এই প্রস্তাব ওঠার আগে আমরা এ নিয়ে কিছুই জানতাম না। আমি জানি না, এটার উৎস কী।’

উয়েফা প্রধানের এমন সমালোচনার পর ফিফা শেষ পর্যন্ত নড়েচড়ে বসে কি না, সেটাই এখন দেখার বিষয়।

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বকাপে ৬৪ দল? উয়েফা সভাপতি বললেন ‘বাজে পরিকল্পনা’