সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের পঞ্চম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
মাছরাঙা টেলিভিশন
সকাল ৭টায় ‘রাঙা সকাল’। অতিথি: চিত্রনায়িকা তমা মির্জা। বেলা ১টা ৩০ মিনিটে ‘সিসিমপুর’। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘ভালোবাসার নাম মিসিসিপি’। অভিনয়ে জোভান, আইশা খান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক ‘বিয়ের জ্বালা’। অভিনয়ে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, নাদিয়া মীম। রাত ৮টায় নাটক ‘ইন্দ্রজাল’। অভিনয়ে খায়রুল বাসার, সামিরা খান মাহি।
রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মধুমালা’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘এআই লাভ’। অভিনয়ে তৌসিফ, পড়শী। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘লাইজু’। অভিনয়ে মুশফিক আর ফারহান, সাদিয়া আয়মান।
দীপ্ত টিভি
দুপুর ১২টা ১০ মিনিটে ‘আমাদের ছবি আমাদের গান’। বিকেল ৪টায় তুর্কি সিনেমা ‘গার্লস রবারি’। বিকেল ৫টা ৫০ মিনিটে তুর্কি ধারাবাহিক ‘গুড ডক্টর’। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘হাসনাহেনার গন্ধ’। অভিনয়ে সোহেল মণ্ডল, নাজিয়া হক অর্ষা। রাত ৮টায় একক নাটক ‘আপন মানুষ’। অভিনয়ে আরশ খান, সামিরা খান মাহি। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘কথা হবে হিসাব করে’। রাত ১০টায় রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট-ঈদ স্পেশাল বাই রাফসান’। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘রহিম-রূপবান’। অভিনয়ে আবু হুরায়রা তানভীর, আইশা খান।
নাগরিক টেলিভিশন
সকাল ৬টায় সংগীতানুষ্ঠান ‘গানের মেলা’। শিল্পী: আঁখি আলমগীর। সকাল ৮টায় নাটক প্রেমের হাফ সেঞ্চুরি। রাত ৮টায় নাটক ম্যাড লাভারস। অভিনয়ে মিশু সাব্বির, নাবিলা। রাত ৯টা ৩০ মিনিটে লাইভ সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’। শিল্পী: খায়রুল ওয়াসি ও কানিজ খন্দকার।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শাহরুখকন্যা সুহানার মা হবেন দীপিকা
কন্যা দুয়াকে নিয়ে এখন ব্যস্ত দীপিকা পাড়ুকোন। এখনই অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই। মা হিসেবে দুয়ার বেড়ে ওঠার সাক্ষী থাকতে চান আপাতত। তাই মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। তবে পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করার সুযোগ ছাড়তে পারলেন না দীপিকা। এবার তিনি সুহানা খানের মা হয়ে উঠবেন পর্দায়। খবর বলিউড হাঙ্গামার
বহুদিন ধরেই দর্শকদের মধ্যে জল্পনা ‘কিং’ ছবি নিয়ে। প্রথমে পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের। কিন্তু পরে ছবির পরিচালনার ভার যায় সিদ্ধার্থ আনন্দের কাছে। প্রথমবার বাবার সঙ্গে এক ছবিতে কাজ করছেন সুহানা। বড় পর্দায় এটাই তাঁর প্রথম কাজ। এবার শোনা যাচ্ছে, একটি অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
তিনি নাকি সুহানার মায়ের চরিত্রে অভিনয় করবেন। সেই চরিত্র আবার শাহরুখের প্রাক্তন প্রেমিকারও। অতিথি চরিত্র হলেও খুবই গুরুত্বপূর্ণ বলেও জানা যাচ্ছে। এর আগে শাহরুখ অভিনীত ‘জওয়ান’–এ অতিথি চরিত্রে দেখা গেছে দীপিকাকে।
সুহানা খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে