কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল ডোনাল্ড ট্রাম্পের পরামর্শকের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন ধনকুবের ইলন মাস্ক।

বুধবার দেশটির সংবাদমাধ্যম দ্য পলিটিকো ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির বরাতে জানিয়েছিল এ তথ্য।

তবে এমন শঙ্কা উড়িয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স জানান, বিলিয়নেয়ার ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্টের পরামর্শক ও বন্ধু হিসেবে থাকবেন।

ভ্যান্স এই বিষয়ে বলেন, ডোজে (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি) প্রকল্পের জন্য এখনও অনেক কাজ বাকি রয়েছে এবং ইলন মাস্কের সরকারি পদত্যাগের পরও এই কাজ চলতে থাকবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইলন আমার এবং প্রেসিডেন্টের কাছে একজন বিশ্বস্ত বন্ধু এবং পরামর্শক হিসেবে থাকবে।

হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর সরকারি সক্ষমতা বিভাগ (ডোজে) প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংস্থাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ইলন মাস্ককে। মার্কিন সরকারের ওপর আর্থিক চাপ কমাতে কাজ করছিল প্রতিষ্ঠানটি। ডোজের পরামর্শেই হাজার হাজার মানুষের চাকরিচ্যুতি, বিভিন্ন সরকারি প্রকল্পে তহবিল স্থগিতের মতো সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইলন ম স ক ইলন ম স ক সরক র

এছাড়াও পড়ুন:

কাতার থেকে ভ্যাটিকানে গেলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে ভ্যাটিকান শহরের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেছেন। কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসস’কে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা দুপুর ২টা ১৫ মিনিটে (ইতালি সময়) রোমে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সেখানে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁকে স্বাগত জানাবেন।

ইতালিতে পৌঁছার এক ঘণ্টা পর প্রধান উপদেষ্টা শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন। ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল, তাঁর পরম শ্রদ্ধেয় কার্ডিনাল মাউরো গাম্বেত্তি, সেন্ট পিটার্স স্কয়ারে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাবেন।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন। প্রধান উপদেষ্টা রোববার সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে রওনা হবেন এবং সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। 

সম্পর্কিত নিবন্ধ