গোলাপ-জারবেরার সাম্রাজ্যে নতুন রানি ‘নন্দিনী’
Published: 4th, April 2025 GMT
গোলাপ আর জারবেরা ফুলের সাম্রাজ্যে নতুন রানি ‘নন্দিনী’র আবির্ভাব ঘটেছে। গোলাপ শীতকালে ভালো ফোটে, কিন্তু জাপানি ফুল এই নন্দিনী শীত, বর্ষা, গ্রীষ্ম—সব ঋতুতেই সমান সৌরভ ছড়ায়। বাংলাদেশে নতুন জাতের এই ফুল খরা ও বৃষ্টিসহিষ্ণু। সংরক্ষণকালও গোলাপের চেয়ে দীর্ঘ। অন্তত আটটি রঙে এই ফুল প্রস্ফুটিত হয়। যদিও যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে সাদা আর বেগুনি রঙের ফুল ফুটেছে। আমদানিনির্ভর এই ফুলের বেশ বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন ফুলবিশেষজ্ঞরা।
গত ২৮ মার্চ পানিসারা গ্রামে দেখা যায়, জারবেরা ফুলের শেডের দুই প্রান্তে দুই শতক জমিতে নন্দিনী ফুলের চাষ করা হয়েছে। এর স্বত্বাধিকারী মিন্টু সরদার ফুল পরিচর্যায় ব্যস্ত। এই গাছে গোলাপের মতো কাঁটা নেই। গাছও সবুজ, নরম। একটি গাছে একটি করে ডাঁটা (স্টিক) রয়েছে। প্রতিটি ডাঁটায় ৮ থেকে ১০টি করে কুঁড়ি ধরেছে।
শীত-বর্ষা-গ্রীষ্ম সব ঋতুতেই সমান সৌরভ ছড়ায় নন্দিনী। যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নন দ ন
এছাড়াও পড়ুন:
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে প্রধান উপদেষ্টা ঢাকায় এসে পৌঁছান।
গত শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্বনেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।
অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি সফরে ২১ এপ্রিল কাতারের রাজধানী দোহায় যান। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গত শুক্রবার সেখান থেকে তিনি সরাসরি রোমে পৌঁছান।