গোলাপ-জারবেরার সাম্রাজ্যে নতুন রানি ‘নন্দিনী’
Published: 4th, April 2025 GMT
গোলাপ আর জারবেরা ফুলের সাম্রাজ্যে নতুন রানি ‘নন্দিনী’র আবির্ভাব ঘটেছে। গোলাপ শীতকালে ভালো ফোটে, কিন্তু জাপানি ফুল এই নন্দিনী শীত, বর্ষা, গ্রীষ্ম—সব ঋতুতেই সমান সৌরভ ছড়ায়। বাংলাদেশে নতুন জাতের এই ফুল খরা ও বৃষ্টিসহিষ্ণু। সংরক্ষণকালও গোলাপের চেয়ে দীর্ঘ। অন্তত আটটি রঙে এই ফুল প্রস্ফুটিত হয়। যদিও যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে সাদা আর বেগুনি রঙের ফুল ফুটেছে। আমদানিনির্ভর এই ফুলের বেশ বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন ফুলবিশেষজ্ঞরা।
গত ২৮ মার্চ পানিসারা গ্রামে দেখা যায়, জারবেরা ফুলের শেডের দুই প্রান্তে দুই শতক জমিতে নন্দিনী ফুলের চাষ করা হয়েছে। এর স্বত্বাধিকারী মিন্টু সরদার ফুল পরিচর্যায় ব্যস্ত। এই গাছে গোলাপের মতো কাঁটা নেই। গাছও সবুজ, নরম। একটি গাছে একটি করে ডাঁটা (স্টিক) রয়েছে। প্রতিটি ডাঁটায় ৮ থেকে ১০টি করে কুঁড়ি ধরেছে।
শীত-বর্ষা-গ্রীষ্ম সব ঋতুতেই সমান সৌরভ ছড়ায় নন্দিনী। যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নন দ ন
এছাড়াও পড়ুন:
গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধের দাবি পরীমনির
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এক বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নায়িকার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার গত বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ করেছেন। এ ঘটনার পর গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমনি। ২১ মিনিট ৬ সেকেন্ডের দীর্ঘ এই ফেসবুক লাইভে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবিলার কথা জানান ঢাকাই ছবির এই নায়িকা।
ফেসবুক লাইভের শুরুতেই নিজের টিমের সদস্যদের নিয়ে পরীমনি বলেন, ‘আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন, কোনো আত্মীয়স্বজন নিয়ে আমার জীবনযাপন না, আমার পুরো পরিবারটাই হলো আমার স্টাফদের নিয়ে। বিভিন্ন বিশেষ দিবসে তাদের নিয়ে লেখালেখি করতাম। মাদার্স ডে, ফাদার্স ডে যা–ই বলেন না কেন, কারণ আমি তাদের নিয়েই থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী, যে এক মাসও হয়নি না আসলে...সে দাবি করতেই পারে (গৃহকর্মী হিসেবে), তবে আমি বলব সে আমার গৃহকর্মী না।’
পরীমনি