গাজীপুরে মুসল্লিদের বাধার মুখে বাতিল হলো ‘আপন দুলাল’ মঞ্চায়ন
Published: 4th, April 2025 GMT
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মুসল্লিদের বাধায় বাতিল হলো ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে নাটকের মঞ্চায়ন হওয়ার কথা ছিল।
রানীগঞ্জ উদয়ন সংঘ থেকে জানা গেছে, মাসখানেক ধরে ‘আপন দুলাল’ নাটকটির জন্য রিহার্সেল চলছিল এবং এটি ছিল ৫২ বছর ধরে আয়োজিত অনুষ্ঠানের ধারাবাহিক একটি অংশ। প্রতি বছর সংস্কৃতিকর্মীদের আয়োজনে রানীগঞ্জ উদয়ন সংঘ স্থানীয় মাঠে নাটক, গীতিনাট্য, পালাগানের মঞ্চায়ন হয়ে আসছে। এবার ছিল ৫২তম আসর।
স্থানীয় নাট্যকর্মী খন্দকার শাহাদাত হোসেন জানিয়েছেন, বুধবার (২ এপ্রিল) রাতে তারা রানীগঞ্জ বাজারে বসেছিলেন, তখন রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো.
খন্দকার শাহাদাত হোসেন বলেন, “এটি একটি গীতিনাট্য। নারী চরিত্রবর্জিত নাটক, যেখানে নারীর কোনও অভিনয় নেই। এটি একটি পরিশীলিত নাটক। অথচ, এই নাটকটি মঞ্চে গড়াতে দেয়নি তারা। এতদিনের প্রস্তুতি, শ্রম, উদ্যোগ সব কিছু ভেস্তে গেল। এই বাধা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক।”
রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক বলেন, “সমাজে একটি খারাপ প্রভাব পড়ার আশঙ্কায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা নাটক আয়োজক কমিটিকে সেটি অনুষ্ঠিত না করার জন্য অনুরোধ করেন। তারা সমাজের ভালোর জন্য শেষ পর্যন্ত নাটকটি অনুষ্ঠিত না করার সিদ্ধান্ত নেন। এটি শুধুমাত্র আমার বা মুসল্লির পক্ষ থেকে একক সিদ্ধান্ত ছিল না, বরং এটি একটি সম্মিলিত সিদ্ধান্ত ছিল। যেখানে স্থানীয় সমাজের স্বার্থ ও ধর্মীয় অনুভূতিকে প্রাধান্য দেওয়া হয়েছে।”
রানীগঞ্জ বাজার মসজিদের সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, “এসব করলে সমাজে খারাপ প্রভাব পড়ে। আমরা সমাজের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে নাটক বন্ধ করে দিয়েছি। শুধু রানীগঞ্জ নয়, ভবিষ্যতে এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড ওই পুরো দুর্গাপুর ইউনিয়নে আর কখনও কোনও নাটক অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। কারণ, এসব অনুষ্ঠানের মাধ্যমে সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই সিদ্ধান্ত তাদের জানিয়ে দেওয়া হয়েছে।”
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “এই ঘটনার বিষয়ে থানায় কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। বরং থানা পুলিশ এই বিষয়ে আগ্রহী হয়ে নাটক মঞ্চায়নকারীদের সাথে যোগাযোগ করেছে। তারা জানিয়েছে এ ব্যাপারে তাদের কোন অভিযোগ নাই। বিষয়টি তারা স্থানীয়ভাবে সমাধান করেছেন।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনিম বলেন, “বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে নাটক আয়োজনকারী এবং বাধা প্রদানকারী কেউই আসলে আমার সাথে যোগাযোগ করেনি। যে কারণে আমি পুরো বিষয়টির কিছুই অবগত নই।”
ঢাকা/রফিক/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মসজ দ র অন ষ ঠ র জন য ন টকট
এছাড়াও পড়ুন:
আইসিসি-এসিসির ইভেন্টেও ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে শঙ্কা
ভারতের জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে পর্যটকসহ অন্তত ২৬জন নিহত হয়েছেন। পাকিস্তানের দিক থেকে হামলা করার অভিযোগ তোলা হচ্ছে। সন্ত্রাসী এই হামলার প্রেক্ষিতে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও অবনতি হয়েছে। ক্রিকেট সম্পর্কেও তিক্ততার ছোঁয়া লেগেছে।
এরই মধ্যে জানা গেছে, ভারত জানিয়ে দিয়েছে পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটে কোন ধরনের সিরিজ খেলবে না তারা। গুঞ্জন ছড়িয়েছে- পাকিস্তানের বিপক্ষে ভারত আইসিসি ও এসিসির ইভেন্টেও খেলতে চায় না। বিষয়টি পরিষ্কার করে বিসিসিআই চিঠি দিয়েছে আইসিসি ও এসিসিকে (এশিয়া ক্রিকেট কাউন্সিল)।
বিষয়টি নিয়ে বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজিব শুকলা জানিয়েছেন, এমন কোন চিঠি দেওয়া হয়নি। তবে এক্ষেত্রে বোর্ড ভারত সরকারের দেওয়া নির্দেশনা অনুসরণ করবে। বিসিসিআই-এর শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আইসিসি ও এসিসির ইভেন্টে ভারত-পাকিস্তানকে একই গ্রুপে না রাখা বিষয়ক একটি খবর তিনিও পেয়েছেন। তবে নিশ্চিত করতে পারেননি। বিষয়টি সংবেদনশীল হিসেবে দেখছে বিসিসিআই।
চলতি বছরে আইসিসি ও এসিসির দুটি ইভেন্ট আছে। একটি সেপ্টেম্বরে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ। অন্যটি সেপ্টেম্বর-অক্টোবরের নারী ওয়ানডে বিশ্বকাপ। দুটি টুর্নামেন্টেরই আয়োজক বিসিসিআই। এর মধ্যে ছেলেদের এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হবে। সেটি শ্রীলঙ্কা নাকি আরব আমিরাত তা এখনো চূড়ান্ত হয়নি। নারী বিশ্বকাপে পাকিস্তানের নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলার বিষয়টি আগেই চূড়ান্ত করা হয়েছে।
দ্বিপাক্ষিক সিরিজের মতো বড় ইভেন্টেও ভারত-পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি ও এসিসি। এই যেমন- চার বছরের জন্য এসিসি এশিয়া কাপের সম্প্রচার স্বর্ত বিক্রি করেছে ১৭০ মিলিয়ন ডলার বা দুই হাজার কোটি টাকা। এশিয়া কাপের প্রতি আসরে ভারত-পাকিস্তান অন্তত দু’বার মুখোমুখি হবে ধরেই এতো টাকায় বিক্রি করা হয়েছে এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব।
আইসিসি কিংবা এসিসির ইভেন্টে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে কিনা তা আগামী মাসে জানা যেতে পারে। হাইব্রিড বা নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠেয় আগামী সেপ্টেম্বরের এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি মে মাসে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখন টুর্নামেন্ট ও সূচি ঘোষণা ঝুলে যাওয়ার শঙ্কা বেশি।