যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের প্রতি আহ্বান ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর
Published: 4th, April 2025 GMT
যুক্তরাষ্ট্রে পরিকল্পিত বিনিয়োগ স্থগিত করতে ইউরোপীয় কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর বিশ্বজুড়ে উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার মাখোঁ এ আহ্বান জানান।
ফ্রান্সের শিল্প প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মাখোঁ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা না কাটা পর্যন্ত অপেক্ষমাণ থাকা কিংবা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘোষিত বিনিয়োগসমূহ স্থগিত করা উচিত।’
ফরাসি শিপিং প্রতিষ্ঠান সিএমএ সিজিএম যুক্তরাষ্ট্রে শিপিং লজিস্টিকস প্রদান ও টার্মিনাল নির্মাণে দুই হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করার কয়েক সপ্তাহ পর এ মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট। এর আগে ডোনাল্ড ট্রাম্প ওই পরিকল্পনার প্রশংসা করেছিলেন। গত বুধবারের শুল্ক ঘোষণার সময়ও বিষয়টি উল্লেখ করেন তিনি।
আরও পড়ুনবিশ্ববাণিজ্যে শত বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন১২ ঘণ্টা আগেফরাসি বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান স্নাইডার ইলেকট্রিক গত মাসের শেষের দিকে বলেছে, তারা মার্কিন জ্বালানি অবকাঠামোকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রে ৭০ কোটি ডলার বিনিয়োগ করবে।
মাখোঁর প্রস্তাবের বিষয়ে মন্তব্য করার অনুরোধে কোনো কোম্পানিই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাল্টা ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি মার্কিন প্রযুক্তি খাত ও আর্থিক ব্যবস্থাকে নিশানা করার পরামর্শ দিয়েছেন।
মাখোঁ মার্কিন শুল্ককে ‘কঠোর ও ভিত্তিহীন’ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি ধাক্কা বলে আখ্যায়িত করেছেন।
আরও পড়ুনট্রাম্পের নতুন শুল্ক আরোপের তালিকায় রাশিয়া, উত্তর কোরিয়ার নাম নেই কেন১৯ ঘণ্টা আগেআরও পড়ুনমার্কিন শুল্কারোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের১৬ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ ত কর
এছাড়াও পড়ুন:
‘কাশ্মিরে হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে প্রস্তুত পাকিস্তান’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, ভারত-অধিকৃত কাশ্মিরের পহেলগাম হামলার ঘটনার ‘নিরপেক্ষ ও স্বচ্ছ’ তদন্তের জন্য প্রস্তুত ইসলামাবাদ। শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্যারেড অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
২২ এপ্রিল পহেলগামে হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। ২০০০ সালের পর থেকে বিতর্কিত হিমালয় অঞ্চলে সবচেয়ে মারাত্মক সশস্ত্র হামলা হিসেবে এটি বর্ণনা করা হচ্ছে। এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি গোষ্ঠী। ভারতের দাবি, এই গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক রয়েছে।
হামলার ঘটনার পর থেকে পারমাণবিক শক্তিধর দুই দেশ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ভারত একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তান প্রতিশোধমূলকভাবে সিমলা চুক্তি স্থগিত রাখার হুমকি দিয়েছে। এছাড়া ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, “পহেলগামে সাম্প্রতিক ট্র্যাজেডি এই চিরস্থায়ী দোষারোপের আরেকটি উদাহরণ, যা অবশ্যই বন্ধ করতে হবে। একটি দায়িত্বশীল দেশ হিসেবে তার ভূমিকা অব্যাহত রেখে, পাকিস্তান যেকোনো নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে অংশগ্রহণের জন্য উন্মুক্ত।”
ভারতের সমালোচনা করে তিনি বলেন, “বিশ্বাসযোগ্য তদন্ত বা যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যা অভিযোগের শোষণের ধরণ” অব্যাহত রেখেছে ভারত।
ঢাকা/শাহেদ