প্রস্রাবে জ্বালাপোড়া মানেই কি সংক্রমণ
Published: 4th, April 2025 GMT
প্রস্রাবে জ্বালাপোড়া ও অস্বস্তি খুবই পরিচিত সমস্যা। খুব কম মানুষই আছেন, যাঁদের জীবনে কোনো না কোনো সময় এ সমস্যা হয়নি। নারীদের মধ্যে সমস্যাটি বেশি দেখা যায়। প্রস্রাবে জ্বালাপোড়ার অন্যতম কারণ, প্রস্রাবের ইনফেকশন বা জীবাণুর সংক্রমণ। এ ইনফেকশন ব্যাকটেরিয়া, ছত্রাক বা প্যারাসাইট দিয়ে হতে পারে। তবে অনেক ক্ষেত্রেই প্রস্রাবের জ্বালাপোড়ার কারণ ইনফেকশন নয়। এর আরও কিছু কারণ আছে।
প্রস্রাবে সংক্রমণের উপসর্গ
lবারবার বা ঘন ঘন প্রস্রাব।
প্রস্রাব করার সময় মূত্রপথে জ্বালাপোড়ার সঙ্গে প্রস্রাব করার জন্য দ্রুত বাথরুমে ছুটে যাওয়া।
মূত্রথলির ইনফেকশন বা সিস্টাইটিস হলে তলপেটে ব্যথা হতে পারে এবং প্রস্রাবে মাঝেমধ্যে রক্ত যেতে পারে। আরও ওপরে, মানে কিডনিতে সংক্রমণ বা পায়েলোনেফ্রাইটিস হলে জ্বর এবং ওপরের দিকে পিঠে বা পেছনে ব্যথা থাকতে পারে।
সংক্রমণের চিকিৎসা
যেখানেই সংক্রমণ হোক, সঠিক অ্যান্টিবায়োটিকের মাধ্যমে সাধারণত কয়েক দিনেই এ ইনফেকশন নিরাময় হয়। মনে রাখবেন, প্রস্রাবের পরীক্ষা আগে করতে দিয়ে পরে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক শুরু করবেন।
দোকানদারের কথায় বা নিজে নিজে অ্যান্টিবায়োটিক শুরু করবেন না। পরীক্ষার ফলাফল পেয়ে চিকিৎসকের কাছে যাবেন, অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি অনুযায়ী পরিবর্তনের প্রয়োজন পড়তে পারে।
ইনফেকশন পুরোপুরি নিরাময় হলো কি না, দেখার জন্য ওষুধ খাওয়া শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর আবার প্রস্রাবের কালচার টেস্ট করতে হবে।
সংক্রমণ ছাড়া কী কারণে জ্বালাপোড়া হতে পারে
ইনফেকশন ছাড়াও প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হয়ে থাকে। এটির চিকিৎসা ও রোগনির্ণয় বেশ কঠিন।
গরমে পানি বা তরল কম খেলে প্রস্রাবের রং গাঢ় হলুদ হতে পারে এবং কোনো অসুখ ছাড়াও প্রস্রাবের জ্বালাপোড়া হতে পারে। বেশি করে পানি পান করলে এ জ্বালাপোড়া চলে যাবে।
আরেক ধরনের রোগী আছেন, যাঁরা পর্যাপ্ত পানি পান করেন, তারপরও দীর্ঘ সময় ধরে তাঁদের মাঝেমধ্যেই প্রস্রাবে জ্বালাপোড়া হয়, অথচ প্রস্রাবের পরীক্ষায় কোনো ইনফেকশন পাওয়া যায় না। তরুণদের ক্ষেত্রে এ শ্রেণির জ্বালাপোড়ার অন্যতম কারণ, ক্রনিক প্রস্টেটাইটিস। বয়স্ক (পঞ্চাশোর্ধ) পুরুষের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন প্রস্রাবের সমস্যা থাকে।
মেয়েদের মধ্যে ইনফেকশন ছাড়াও ব্লাডার পেইন সিনড্রোম বা ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস–জাতীয় রোগের কারণে দীর্ঘদিন এ–জাতীয় ব্যথা, বারবার প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। আবার অ্যাটিপিক্যাল বা বিরল প্রজাতির জীবাণু দিয়ে সংক্রমণ হলে সাধারণ পরীক্ষায় তা ধরা না–ও পড়তে পারে।
এসব ক্ষেত্রে সঠিক কারণ খুঁজে বের করার জন্য একজন অভিজ্ঞ ইউরোলজিস্টের পরামর্শ নিতে হবে।
অধ্যাপক আজফার উদ্দীন শেখ: বিভাগীয় প্রধান, ইউরোলজি, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, ঢাকা
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস র ব র ইনফ কশন স ক রমণ পর ক ষ র জন য সমস য
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের শুল্কনীতিতে কি শেষ আফ্রিকার মুক্ত বাণিজ্যের যুগ
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি আফ্রিকার অর্থনীতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই শুল্কনীতি কার্যত আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টকে (এজিওএ) নিষ্ক্রিয় করে দিয়েছে, যা দীর্ঘদিন ধরে আফ্রিকান দেশগুলোকে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাণিজ্যের সুবিধা দিয়ে আসছিল।
আফ্রিকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ২০০০ সালে এজিওএ চালু হয়। এর ফলে আফ্রিকার বহু দেশে শিল্প ও রপ্তানি বাড়ার সুযোগ তৈরি হয়। তবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতির ফলে এই সুবিধা হুমকির মুখে পড়েছে। ট্রাম্পের নতুন শুল্কনীতি অনুসারে, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। পাশাপাশি ‘বাণিজ্যের ক্ষেত্রে খারাপ আচরণকারী’ দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। এই শাস্তিমূলক শুল্কের তালিকায় আছে আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতি নাইজেরিয়া (১৪%) এবং দক্ষিণ আফ্রিকা (৩১%)।
এতে বিশেষভাবে ক্ষতির মুখে পড়বে দক্ষিণ আফ্রিকার গাড়ি রপ্তানি খাত। কেননা, দেশটি এজিওএর আওতায় বছরে প্রায় ২ বিলিয়ন ডলারের গাড়ি ও খুচরা যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করত। এ ছাড়া বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আফ্রিকার ছোট দেশগুলো।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই শুল্ককে ‘শাস্তিমূলক’ আখ্যা দিয়ে বলেছেন, এটি বাণিজ্যিক উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি করবে। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, দক্ষিণ আফ্রিকা মার্কিন পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপ করে, যা অযৌক্তিকভাবে উচ্চ। লেসোথো ৯৯ শতাংশ এবং মাদাগাস্কার ৯৩ শতাংশ হারে মার্কিন পণ্যের ওপর শুল্ক বসায় বলে জানিয়েছে হোয়াইট হাউস।
এদিকে ২০১৫ সালে ১০ বছর বাড়ানোর পর এজিওএর মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরে। এর পর ট্রাম্প প্রশাসন এটি পুনরায় নবায়ন করবে কিনা, তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। এজিওএর আওতায় ৩২টি আফ্রিকান দেশ যুক্তরাষ্ট্রে বিভিন্ন পণ্য শুল্কমুক্ত রপ্তানি করত। তবে ট্রাম্পের নতুন শুল্কনীতি কার্যকর থাকলে এই সুবিধা বিলুপ্ত হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে, আফ্রিকার দেশগুলো এখন চীনের দিকে ঝুঁকতে বাধ্য হবে। কারণ, চীন গত ২০ বছরে আফ্রিকার শীর্ষ বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে। তারা ইতোমধ্যেই আফ্রিকার প্রধান তেল, লোহা এবং কৃষিজাত পণ্য আমদানিকারক এবং দেশটি বড় অঙ্কের ঋণও দিয়েছে আফ্রিকাকে।
নতুন শুল্কনীতিতে কেনিয়া, ঘানা এবং ইথিওপিয়ার মতো দেশগুলোর ওপর সরাসরি অতিরিক্ত শুল্ক না বসলেও, তারা ১০ শতাংশ সাধারণ শুল্কের আওতায় পড়বে, যাতে রপ্তানি ব্যয় বাড়বে। এর ফলে আফ্রিকান পণ্যের প্রতিযোগিতামূলক বাজার সংকুচিত হবে এবং বহু মানুষের চাকরি হারানোর ঝুঁকি তৈরি হবে। আফ্রিকার দেশগুলো এই সংকট মোকাবিলায় বিভিন্ন কৌশল নিতে পারে। দক্ষিণ আফ্রিকা আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেষ্টা করছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বেশির ভাগ দেশ চীনের সঙ্গে বাণিজ্য বাড়ানোর দিকে ঝুঁকবে।