আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও শ্রীলঙ্কার আহ্বান
Published: 4th, April 2025 GMT
বাংলাদেশ ও শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সমৃদ্ধির জন্য আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমাচন্দ্র এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে এক বৈঠকে এই আলোচনা হয়।
শুক্রবার (৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
দুই বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো গভীর করার গুরুত্বের ওপর জোর দেন।
এর আগে, বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
উপদেষ্টা আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিমসটেক সচিবালয়ের ভূমিকার প্রশংসা করেন এবং আঞ্চলিক ফোরামের আসন্ন সভাপতি হিসেবে বিমসটেক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মহাসচিব বিমসটেকের আসন্ন ৩০তম বার্ষিকী উদযাপনে বাংলাদেশের সমর্থন কামনা করেন।
জবাবে, উপদেষ্টা এই উদ্যোগকে স্বাগত জানান এবং বার্ষিকী উদযাপনের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা রূপরেখা তৈরি করতে বিমসটেক সচিবালয়কে উৎসাহিত করেন।
উভয় পক্ষই বাংলাদেশের আসন্ন সভাপতিত্বকে সফল করতে এবং বিমসটেকের তিন দশকের আঞ্চলিক সহযোগিতা যথাযথভাবে উদযাপনের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
আজ ব্যাংককে অনুষ্ঠেয় ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের আগে গতকাল বৃহস্পতিবার ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা।
তথ্যসূত্র: বাসস
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক সহয গ ত পরর ষ ট র ব মসট ক উপদ ষ ট মন ত র
এছাড়াও পড়ুন:
সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তিতে সই করলেন বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা
বঙ্গোপসাগরীয় সাত দেশের জোটের মধ্যে সামুদ্রিক পরিবহনে সহায়তার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছেন বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে বৃহস্পতিবার সকালে বিমসটেক মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এই চুক্তিটি সই করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পরে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি তার বক্তৃতায় একটি অভিন্ন বিমসটেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।
আন্ত–আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে বিমসটেক মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) কার্যকর বাস্তবায়নের মধ্য দিয়ে বাস্তব ও ফলাফলমুখী সহযোগিতার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।