অনেক অভিনয়শিল্পী ক্যারিয়ারে প্রতিষ্ঠা পাওয়ার পরও বিদেশে পাড়ি জমিয়েছেন। সেখানে স্বামী-সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন।
পেশাগত বা ব্যক্তিগত কাজেও অনেক তারকা অভিনেত্রী দেশের বাইরে অবস্থান করছেন। স্বাভাবিকভাবে দূর দেশে ঈদুল ফিতর উদযাপন করেছেন তারা। বিদেশের মাটিতে কেমন কাটছে এসব তারকাদের ঈদ, তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
১.
২. দর্শকপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। মডেলিং, অভিনয় সবখানেই দ্যুতি ছড়িয়েছেন তিনি। শিমুলের সঙ্গে শ্রাবন্তীর হেনোলাক্সের বিজ্ঞাপনের কথা আজও মানুষ ভুলেননি। প্রথম সংসার ভাঙনের পর দীর্ঘদিন একা বসবাস করে ২০১০ সালের নভেম্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক খোরশেদ আলমের সঙ্গে সংসার পাতেন শ্রাবন্তী। এরপর স্বামীর সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এ সংসারে শ্রাবন্তীর দুটি কন্যাসন্তান রয়েছে। এ সংসারেও ভাঙন ধরেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সন্তান ও বন্ধুদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করছেন। মডেল-অভিনেত্রী নাফিজা জাহানও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ঈদ আনন্দ একসঙ্গে উপভোগ করছেন তারা। বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করে শ্রাবন্তী লেখেন, “ঈদ শেষ। বন্ধুদের সঙ্গে দারুণ ঈদ কাটালাম।”
৩. ২০১২ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফ ফাসবির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মডেল-অভিনেত্রী মোনালিসা। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই অভিনেত্রী। সেখানে ঘনিষ্ঠজনদের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন মোনালিসা। নিজের একাধিক স্থিরচিত্র তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এই অভিনেত্রী লেখেন, “সবাইকে ঈদ মোবারক। আশা করছি, এই ঈদ সবার জীবনে সুখ, শান্তি বয়ে আনবে।”
৪. মডেল-অভিনেত্রী ঈশিকা খান। ২০১৬ সালের ৩১ মার্চ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এ অভিনেত্রী। এ দম্পতির ঘর আলো করে এসেছে তিন পুত্রসন্তান। স্বামী-সন্তান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগে করে নেন। তারই কিছু স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লেখেন, “আমার ভালোবাসার মানুষদের সঙ্গে ঈদ উদযাপন। আলহামদুলিল্লাহ।”
৫. ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অভিনয় করেছেন প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে। বিয়ের পর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। আপাতত সেখানে সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। একটি ভিডিও পোস্ট করে শাবনূর বলেন, “সবাইকে জানাই ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকবে। আমাদের জন্য দোয়া করবে।”
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বসব স করছ ন শ র বন ত প স ট কর আনন দ
এছাড়াও পড়ুন:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
সভায় এফএসআইবির ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল আলম এফসিএমএ এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ উপস্থিত ছিলেন।
এছাড়া, অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস।
ঢাকা/রাজীব