মধুচন্দ্রিমার চেয়ে আইপিএল বড়, দুই হাতে বোলিং করে উইকেট নিয়ে গড়লেন রেকর্ডও
Published: 4th, April 2025 GMT
কামিন্দু মেন্ডিসকে মেগা নিলামে ৭৫ লাখ রুপিতে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে দীর্ঘদিনের প্রেমিকা নিশনিকে বিয়ে করেন শ্রীলঙ্কান এই স্পিন অলরাউন্ডার। পরিকল্পনা ছিল মধুচন্দ্রিমায় (হানিমুন) দেশের বাইরে যাবেন। কিন্তু আইপিএলের ডাক সেটি আর হতে দেয়নি।
শ্রীলঙ্কার পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের শহর হাপুতালেতে সংক্ষিপ্ত আকারেই মধুচন্দ্রিমা সেরে নেন কামিন্দু। তাঁদের বিয়ের পরিকল্পনাকারী পাতুম গুনাবর্ধনার ভাষায়, ‘হাপুতালেতে দুজন সংক্ষিপ্ত মধুচন্দ্রিমা সেরে নিয়েছে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেওয়ায় দেশের বাইরে যেতে পারেনি এবং আইপিএলের জন্য সে আগেভাগে অনুশীলন শুরু করবে।’
আরও পড়ুনআইপিএল: ৫ ওভারেই ৪০ ওভারের ম্যাচ জিতে নিল কলকাতা১১ ঘণ্টা আগেআইপিএল এখন মাঠে। গতকালই অভিষেক হলো কামিন্দুর। দল জিততে পারেনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৮০ রানে হেরেছে হায়দরাবাদ। কিন্তু আইপিএলে ইতিহাস গড়েছেন ২৬ বছর বয়সী কামিন্দু। প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে একই ওভারে বোলিংয়ের হাত পাল্টেছেন। শুধু কি তা–ই! নিয়েছেন উইকেটও। অর্থাৎ আইপিএলের ইতিহাসে প্রথম দুই হাতেই বোলিং করতে পারা বোলার হিসেবে উইকেট নিয়েছেন কামিন্দু।
একটি ওভারই বোলিং করেছেন। সেটা কলকাতার ইনিংসে ১৩তম ওভারে। ওই ওভারের প্রথম, তৃতীয় ও চতুর্থ ডেলিভারিটি করেন বাঁ হাতে এবং বাকি তিনটি ডেলিভারি ডান হাতে। চতুর্থ বলে তাঁকে মারতে গিয়ে ক্যাচ দেন কলকাতার অংকৃষ রঘুবংশী।
আইপিএলে এর আগে লিয়াম লিভিংস্টোনকে বাঁহাতি ব্যাটসম্যানের বিপক্ষে অফ স্পিন ও ডানহাতির বিপক্ষে লেগ স্পিন করতে দেখা গেছে। কিন্তু সেটা এক হাতে বোলিং করে। কামিন্দুর মতো দুই হাতে বোলিং করে নয়।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৯ দল থেকে উঠে আসা এ বোলার অল্প বয়সেই দুই হাতে বোলিং করে আলোচনায় উঠে আসেন। বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপেও দুই হাতে বোলিং করেছেন। আন্তর্জাতিক ম্যাচেও তাঁকে দুই হাতে বোলিং করতে দেখা গেছে।
আরও পড়ুনসিরাজের প্রশংসা করতে গিয়ে কোহলিকে একহাত নিলেন শেবাগ১৩ ঘণ্টা আগেপাল্লেকেলেতে গত বছর জুলাইয়ে ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদব ও ঋষভ পন্তের বিপক্ষে দুই হাতে বোলিং করেন কামিন্দু। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ১২টি টেস্ট, ১৯ ওয়ানডে ও ২৩ টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন কামিন্দু। হায়দরাবাদের জয়ে পাঁচে নেমে ২৭ রানের ইনিংস খেলা এই অলরাউন্ডার টেস্টে ডন ব্র্যাডম্যানের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম (১৩ ইনিংস) হিসেবে এক হাজার রান করেছেন।
কামিন্দুর বাঁহাতি স্পিন ডানহাতি স্পিনের চেয়ে ভালো। সম্ভবত এ কারণেই মাত্র এক ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছেন। কারণ, রঘুবংশী আউট হওয়ার পর ক্রিজে দুজন বাঁহাতি ভেঙ্কটেশ আইয়ার এবং রিংকু সিং ছিলেন।
ওভারের মধ্যে বোলিংয়ের হাত পাল্টানো বৈধ। তবে আম্পায়ার একটু খুঁতখুঁতে হলে প্রতিবার হাত বদলের সময় বোলারকে তা জানানোর জন্য বাধ্য করতে পারেন। কাল কামিন্দুর ক্ষেত্রে অবশ্য তা দেখা যায়নি। কারণটা সম্ভবত আম্পায়ার জানতেন কামিন্দু কার বিপক্ষে কোন হাতে বোলিং করবেন এবং এই বোলার সাধারণত এটাই করেন—ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বাঁহাতি স্পিন ও বাঁহাতির বিপক্ষে ডান হাতের স্পিন।
মজার ব্যাপার হলো, কামিন্দু কাল এমন এক দলের বিপক্ষে দুই হাতে বোলিং করলেন, যারা নিজেরাই একসময় দুই হাতে বোলিং করতে পারা বোলার খুঁজেছে। ২০০৯ সালে কলকাতার তখনকার কোচ জন বুকানন এমন দুজন বোলারকে ৪৫ জনের সম্ভাব্য দলে রেখেছিলেন। একজন স্পিনার, অন্যজন ছিলেন পেসার।
আন্তর্জাতিক ক্রিকেটে কামিন্দুর আগে দুই হাতে বল করা বোলারও শ্রীলঙ্কান—হাশান তিলকরত্নে, ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে। বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক প্রধান কোচ তিলকরত্নের আগে পাকিস্তান কিংবদন্তি হানিফ মোহাম্মদ দুই হাতে বোলিং করেছেন। এই ডানহাতি ‘পার্ট টাইম’ অফ স্পিনার ১৯৫৮ সালে কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁ হাতেও স্পিন বোলিং করেন। ক্যারিবিয়ান কিংবদন্তি গ্যারি সোবার্স সে টেস্টে ৩৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সোবার্সের ৩৬৫তম রান নেওয়ার ডেলিভারিটি বাঁ হাতে করেছিলেন হানিফ মোহাম্মদ। ১৯৯৪ সালে ব্রায়ান লারা ৩৭৫ করার আগে সোবার্সের ইনিংসটিই ছিল টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ য়দর ব দ কর ছ ন কলক ত
এছাড়াও পড়ুন:
রাশিয়ার বিরুদ্ধে শান্তি প্রচেষ্টা বানচালের অভিযোগ
ইউক্রেনে দ্রুত শান্তিচুক্তি চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তাঁর প্রশাসন। রাশিয়া ট্রাম্প প্রশাসনের সব প্রচেষ্টাকে বানচাল করছে বলে অভিযোগ করেছেন ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা।
গতকাল শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে ইউরোপের প্রতিনিধিরা ওই মনোভাব ব্যক্ত করেন। তারা মনে করেন, শান্তিচুক্তিতে বাধ্য করতে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠিন অবস্থান গ্রহণ করা উচিত ট্রাম্প প্রশাসনের। কারণ, রাশিয়ার প্রেসিডেন্ট শান্তিচুক্তির বিষয়ে আন্তরিক নন।
ব্রাসেলসের বৈঠক সম্পর্কে জানেন এমন কয়েকটি সূত্র রয়টার্সকে বলেছে, পুতিনের মনোভাব নিয়ে সম্প্রতি সতর্ক হয়ে উঠেছে হোয়াইট হাউস। ট্রাম্প যদিও এখন পর্যন্ত প্রকাশ্যে বলছেন, তিনি বিশ্বাস করেন, পুতিন যুদ্ধ শেষ করতে চান।
মার্চ মাসে মস্কোকে ৩০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। কিয়েভ এতে সম্মতি জানিয়েছিল। শর্ত সাপেক্ষে তাতে সম্মত হবে বলে জানালেও শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করেছিল মস্কো। তবে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছিল। কিন্তু পরে উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছে।
এএফপি জানায়, ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় দিনের বৈঠকের আগে গতকাল ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট বলেন, মস্কো যুক্তরাষ্ট্রের কাছে জবাব দিতে বাধ্য। তারা মধ্যস্থতা ও যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ব্যাপক তৎপরতা চালিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, পুতিন বিভ্রান্তি অব্যাহত রেখেছেন। ল্যাং মারাও চালিয়ে যাচ্ছেন। তিনি চাইলে এখনই যুদ্ধবিরতিতে সম্মত হতে পারেন। কিন্তু তিনি ইউক্রেন, দেশটির সাধারণ মানুষ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বোমা হামলা অব্যাহত রেখেছেন। আমরা আপনাকে দেখছি ভ্লাদিমির পুতিন। আপনি যা করছেন, আমরা তা জানি।’
পুতিনের শান্তিচুক্তির আলোচনা ‘অন্তঃসারশূন্য প্রতিশ্রুতি ছাড়া কিছু নয়’ উল্লেখ করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, ‘নতুন নতুন দাবি উত্থাপন করে তিনি সময়ক্ষেপণ করছেন।’ কানাডা ও এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব গ্রহণের সময়সীমা ঘোষণার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
যুদ্ধবিরতির জন্য মস্কো ও কিয়েভ উভয়ের সঙ্গে এখনও যোগাযোগ চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রথম দিন বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইউক্রেনের পক্ষে, যুদ্ধ শেষ করার পক্ষে এবং যুদ্ধ শেষ করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের প্রতি এখনও সমর্থন রয়েছে।