Prothomalo:
2025-04-04@20:03:57 GMT

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

Published: 4th, April 2025 GMT

ছবি: রয়টার্স

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঈদ আনন্দে পঞ্চম দিনেও মুখর লালবাগ কেল্লা

ঈদের পঞ্চম দিন, শুক্রবার। ঢাকার রাস্তাঘাটে নেই যানজট, এখনো কর্মব্যস্ত হয়ে ওঠেনি রাজধানী। কিন্তু বেলা সাড়ে তিনটার দিকে পুরান ঢাকার লালবাগ কেল্লায় ছিল ভিন্ন চিত্র। ফটকের সামনে টিকিট কেনার জন্য দীর্ঘ সারি। কয়েক শ বছরের পুরোনো মুঘল আমলের এই স্থাপনায় ঘুরতে এসেছেন নানা বয়সী মানুষ। পরিবার নিয়ে আসা মানুষের সংখ্যাই বেশি, যাঁরা ঈদের বন্ধে সময় কাটাতে শিশুদের নিয়ে এখানে এসেছেন।

ভেতরে ঢুকে দেখা যায়, কেল্লার ছায়ায় কেউ বসে আড্ডা দিচ্ছেন, কেউ দূরে দাঁড়িয়ে ছবি তুলছেন, মাঠজুড়ে শিশুদের দৌড়ঝাঁপ। পঞ্চম শ্রেণিতে পড়া এক শিশু বলল, ‘বাসায় থাকলে শুধু টিভি দেখা হয়। আজ খেলতে পারছি ছোট ভাইদের সঙ্গে।’

লালবাগ কেল্লায় আনন্দে মেতে উঠেছে শিশুরা

সম্পর্কিত নিবন্ধ