গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমেদ রঞ্জু ও গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. সাইদ হোসেন জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের একোয়েস্টেট পাড়ার মোস্তাক আহমেদ রঞ্জুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

মোস্তাক আহমেদ রঞ্জু গাইবান্ধা পৌরসভার একোয়েস্টেট পাড়ার মিন্টু মিয়ার ছেলে এবং খান মো.

সাইদ হোসেন জসিম শহরের মহুরি পাড়ার মতিন মিয়ার ছেলে। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন,  “ডেভিল হান্ট অপারেশনে মোস্তফা আহমেদ রঞ্জু ও জসিম নামের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক আইনের মামলা রয়েছে। শুক্রবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”

ঢাকা/লুমেন/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম

এছাড়াও পড়ুন:

ঈদ আনন্দে পঞ্চম দিনেও মুখর লালবাগ কেল্লা

ঈদের পঞ্চম দিন, শুক্রবার। ঢাকার রাস্তাঘাটে নেই যানজট, এখনো কর্মব্যস্ত হয়ে ওঠেনি রাজধানী। কিন্তু বেলা সাড়ে তিনটার দিকে পুরান ঢাকার লালবাগ কেল্লায় ছিল ভিন্ন চিত্র। ফটকের সামনে টিকিট কেনার জন্য দীর্ঘ সারি। কয়েক শ বছরের পুরোনো মুঘল আমলের এই স্থাপনায় ঘুরতে এসেছেন নানা বয়সী মানুষ। পরিবার নিয়ে আসা মানুষের সংখ্যাই বেশি, যাঁরা ঈদের বন্ধে সময় কাটাতে শিশুদের নিয়ে এখানে এসেছেন।

ভেতরে ঢুকে দেখা যায়, কেল্লার ছায়ায় কেউ বসে আড্ডা দিচ্ছেন, কেউ দূরে দাঁড়িয়ে ছবি তুলছেন, মাঠজুড়ে শিশুদের দৌড়ঝাঁপ। পঞ্চম শ্রেণিতে পড়া এক শিশু বলল, ‘বাসায় থাকলে শুধু টিভি দেখা হয়। আজ খেলতে পারছি ছোট ভাইদের সঙ্গে।’

লালবাগ কেল্লায় আনন্দে মেতে উঠেছে শিশুরা

সম্পর্কিত নিবন্ধ