রাজধানীর মুগদার মানিকনগরে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোছা. সুমী আক্তার (২৫) নামের এক নারী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সুমী টিউশনি করতেন। পাশাপাশি কোচিং সেন্টারে চাকরি করতেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সুমীকে উদ্ধার করে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সুমীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন মেজবাহ মোল্লা নামের এক প্রতিবেশী। তিনি বলেন, সুমী রাত সাড়ে ৯টার দিকে এলাকায় একটি টিউশনি শেষ করে বাসায় ফেরেন। পরে তাঁর আড়াই বছর বয়সী একমাত্র মেয়ের জন্য দোকান থেকে কেক কিনে বাসায় দিয়ে আবার আরেকটি টিউশনির জন্য বের হন। রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.

ফারুক বলেন, লাশটি কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সুমী মুগদার বাসিন্দা সাজু মিয়ার মেয়ে। সুমী মানিকনগরের ওয়াসা রোডে পরিবার নিয়ে থাকতেন। তাঁর স্বামীর নাম মো. মাহফুজ রহমান।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আগুনে পুড়ল দুটি ট্রাক, অগ্নিদগ্ধ দুই শ্রমিক

ঝিনাইদহের কালীগঞ্জে গ্যারেজের ওয়েল্ডিং মেশিনের আগুনে দুটি ট্রাক পুড়ে গেছে। এ সময় তানজিল ও জেহাদ নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার কালিগঞ্জ-যশোর সড়কের সুগার মিলের কাছে মল্লিকনগরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর দগ্ধ দু’জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তানজিলকে যশোরে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মল্লিকনগরে মেহেরান ট্রেডার্সের ওয়েল্ডিং মেশিনের পাশে দুটি ট্রাক পার্কিং করে রাখা ছিল। দুপুরে ওয়েল্ডিং করার সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় পাশের একটি ট্রাকের তেলের ট্যাঙ্কে আগুন ধরে যায়। 

মুহূর্তের মধ্যে আগুন আরেকটি ট্রাকে ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ এগিয়ে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় সেখানে কর্মরত উপজেলার ভাতঘরা গ্রামের তানজিল ও সিংদহ গ্রামের জেহাদ দগ্ধ হন। 

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে কয়েকটি ট্রাক ছিল। ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দুটি ট্রাক পুড়ে যায়।

সম্পর্কিত নিবন্ধ

  • আগুনে পুড়ল দুটি ট্রাক, অগ্নিদগ্ধ দুই শ্রমিক