শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে
Published: 4th, April 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘স্বাধীনতা দিবসের’ শুল্ক আরোপের একটি স্পষ্ট চিত্র এখন আমাদের কাছে আছে। এটি কীভাবে অন্যান্য বাণিজ্যিক অংশীদারের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও প্রভাবিত করবে, তাও বুঝতে পারছি।
মার্কিন প্রশাসন দাবি করছে, আমদানির ওপর এই শুল্ক যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাবে এবং যেগুলোকে তারা অন্যায্য এবং একতরফা বাণিজ্য অনুশীলন হিসেবে মনে করে, তা মোকাবিলা করবে। ট্রাম্প বলেছেন, এই দিনটি চিরকাল মনে রাখা হবে। কারণ এটি ছিল সেই দিন, যখন আমেরিকান শিল্প পুনর্জন্ম লাভ করেছিল এবং আমেরিকার ভাগ্য পুনরুদ্ধার হয়েছিল।
এই ‘পাল্টা’ শুল্ক এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা দেশগুলো মার্কিন পণ্যের ওপর শুল্ক, মুদ্রা কারসাজি ও শুল্কবহির্ভূত প্রতিবন্ধকতার মাধ্যমে যে ক্ষতি করছে, তার অর্ধেকের সমান। দেশগুলোর ওপর আরোপিত শুল্ক বেশির ভাগ পণ্যের ওপর প্রযোজ্য হবে। কিছু উল্লেখযোগ্য খাত যেমন– ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি ইতোমধ্যে নতুন শুল্কের আওতাভুক্ত। প্রতিটি দেশের ওপর ১০ শতাংশ হারে আরোপিত শুল্ককে সর্বজনীন ভিত্তি
হিসেবে ধরা হয়েছে। উচ্চমাত্রার শুল্কের কবলে পড়েছে ভিয়েতনাম (৪৬ শতাংশ), থাইল্যান্ড (৩৬ শতাংশ), চীন (৩৪ শতাংশ), ইন্দোনেশিয়া (৩২ শতাংশ), তাইওয়ান (৩২ শতাংশ), সুইজারল্যান্ডসহ (৩১ শতাংশ) বিভিন্ন দেশ। চীনের এই শুল্ক বিদ্যমান ২০ শতাংশ শুল্কের অতিরিক্ত। তাই চীনা পণ্য আমদানিতে মোট ৫৪ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। ১০ শতাংশ শুল্ক আরোপিত দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য। আপাতত কানাডা ও মেক্সিকোর নাম বুধবারের ঘোষণায় উল্লেখ করা হয়নি। এর আগে নির্বাহী আদেশে ট্রাম্প দেশ দুটির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।
যদিও কিছু দেশ মার্কিন পণ্যের ওপর যে শুল্ক আরোপ করে, তা যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের চেয়ে বেশি। ‘স্বাধীনতা দিবসের’ ঘোষণায় দাবি করা হয়েছে, এটি দেশগুলোর আরোপিত শুল্কের অর্ধেক। এর পেছনের হিসাবগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। যেমন– একটি সাম্প্রতিক গবেষণা অনুসারে, শুল্কবহির্ভূত ব্যবস্থাগুলো অনুমান করা খুবই কঠিন এবং অনেক অনিশ্চয়তার মধ্যে থাকে।
জিডিপিতে পাল্টা শুল্কের প্রভাব
প্রতিক্রিয়া হিসেবে দেশগুলো এখন যুক্তরাষ্ট্র থেকে আমদানির ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করতে পারে। এরই মধ্যে কানাডা (মার্কিন রপ্তানির বৃহত্তম গন্তব্য), ইউরোপীয় ইউনিয়ন ও চীন জানিয়েছে, তারা এ ধরনের পদক্ষেপের জবাব দেবে।
এই পাল্টাপাল্টি বাণিজ্য সংঘাতের প্রভাব অনুমান করতে আমি পণ্য ও সেবার উৎপাদন, বাণিজ্য এবং ভোগের ওপর ভিত্তি করে একটি বিশ্বব্যাপী মডেল ব্যবহার করেছি। এটি এমন ধরনের টুলস, যেগুলোকে ‘কম্পিউটেবল জেনারেল ইকুইলিব্রিয়াম মডেলস’ বলা হয়। এগুলো সরকার, একাডেমিক ও পরামর্শক প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে নীতি পরিবর্তন মূল্যায়ন করতে ব্যবহার করে।
প্রথম মডেলটি এমন একটি পরিস্থিতি অনুমান করে, যেখানে যুক্তরাষ্ট্র যত শুল্ক আরোপ করে, অন্যান্য দেশও মার্কিন পণ্যের ওপর সমতুল্য শুল্ক আরোপ করে। পাল্টাপাল্টি এ পদক্ষেপের কারণে মার্কিন জিডিপি ১ দশমিক ৪৫ শতাংশ (৪৩ হাজার ৮৪০ কোটি ডলার) সংকুচিত হয়। এটি দেশের ১২ কোটি ৬০ লাখ পরিবারের মধ্যে ভাগ করলে দেখা যায়, প্রতিটি পরিবারের বার্ষিক ৩ হাজার ৪৮৭ ডলার হারাচ্ছে। এটি অন্য যে কোনো দেশের অনুরূপ সংকোচনের চেয়ে বেশি।
যদিও আনুপাতিক জিডিপি সবচেয়ে বেশি কমে মেক্সিকো (২ দশমিক ২৪ শতাংশ) ও কানাডার (১ দশমিক ৬৫ শতাংশ)। কারণ এই দেশগুলো তাদের মোট রপ্তানির ৭৫ শতাংশেরও বেশি যুক্তরাষ্ট্রে পাঠায়। মেক্সিকান পরিবারগুলো বছরে ১ হাজার ১৯২ ডলার এবং কানাডীয় পরিবারগুলো ২ হাজার ৪৬৭ ডলার হারায়। জিডিপি সংকোচনের তালিকায় অন্যান্য দেশের মধ্যে রয়েছে ভিয়েতনাম (দশমিক ৯৯ শতাংশ) এবং সুইজারল্যান্ড (দশমিক ৩২ শতাংশ)।
আবার তুলনামূলকভাবে কম মার্কিন শুল্কের সম্মুখীন হওয়া দেশগুলো বাণিজ্যযুদ্ধ থেকে লাভবানও হয়। যেমন নিউজিল্যান্ডের দশমিক ২৯ শতাংশ এবং ব্রাজিলের জিডিপি দশমিক ২৮ শতাংশ বাড়ছে। নিউজিল্যান্ডের পরিবারগুলো প্রতি বছর ৩৯৭ ডলার লাভবান হয়। আর বিশ্বের বাকি অংশের (যুক্তরাষ্ট্র ছাড়া সব দেশ) মোট জিডিপি ৬ হাজার ২০০ কোটি ডলার কমে। এ ছাড়া বৈশ্বিক জিডিপি ৫০ হাজার কোটি ডলার বা দশমিক ৪৩ শতাংশ কমছে। এই ফলাফল নিশ্চিত করে, বাণিজ্যযুদ্ধ বিশ্ব অর্থনীতিকে সংকুচিত করে।
প্রতিশোধ ছাড়া জিডিপিতে প্রভাব
দ্বিতীয় পরিস্থিতিতে মডেলিংটি চিত্রিত করে, অন্যান্য দেশ মার্কিন শুল্কের প্রতিক্রিয়া না জানালে কী হবে। এ ক্ষেত্রে যেসব দেশ তুলনামূলকভাবে উচ্চ মার্কিন শুল্কের মুখোমুখি হয় এবং যারা রপ্তানির একটি বড় অংশ যুক্তরাষ্ট্রে পাঠায়, তাদের জিডিপিতে আনুপাতিকভাবে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে। এর মধ্যে রয়েছে কানাডা, মেক্সিকো, ভিয়েতনাম, থাইল্যান্ড, তাইওয়ান, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন। আর যেসব দেশ তুলনামূলকভাবে কম নতুন শুল্কের মুখোমুখি হয়, তারা লাভবান হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় জিডিপি প্রবৃদ্ধি দেখিয়েছে যুক্তরাজ্য।
এই শুল্ক মার্কিন জিডিপি দশমিক ৪৯ শতাংশ বা ১৪ হাজার ৯০০ কোটি ডলার কমিয়ে দেয়। কারণ এই শুল্ক যুক্তরাষ্ট্রে উৎপাদন খরচ এবং ভোক্তা মূল্য বাড়িয়ে দেয়। বিশ্বের বাকি অংশের মোট জিডিপি ১৫ হাজার ৫০০ কোটি ডলার কমিয়ে দেয়, যা প্রতিশোধ নেওয়ার সময় একই হ্রাসের দ্বিগুণেরও বেশি। এটি ইঙ্গিত দেয়, প্রতিশোধমূলক শুল্কারোপের মাধ্যমে বিশ্বের বাকি অংশ ক্ষতি কমাতে পারে। একই সময়ে প্রতিশোধ যুক্তরাষ্ট্রের জন্য আরও খারাপ ফলাফলের দিকে নিয়ে যায়।
ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী শুল্ক ঘোষণা আন্তর্জাতিক বাণিজ্যের চাকা থামিয়ে দিয়েছিল। পাল্টা শুল্কগুলো সেই চাকার মধ্যে আরও সমস্যা সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে।
লেখক: অকল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক
দ্য কনভারসেশন থেকে অনূদিত
উৎস: Samakal
কীওয়ার্ড: শ ল ক আর প আর প ত শ ল ক এই শ ল ক অন য ন য পর ব র দশম ক
এছাড়াও পড়ুন:
ঈদ আনন্দে পঞ্চম দিনেও মুখর লালবাগ কেল্লা
ঈদের পঞ্চম দিন, শুক্রবার। ঢাকার রাস্তাঘাটে নেই যানজট, এখনো কর্মব্যস্ত হয়ে ওঠেনি রাজধানী। কিন্তু বেলা সাড়ে তিনটার দিকে পুরান ঢাকার লালবাগ কেল্লায় ছিল ভিন্ন চিত্র। ফটকের সামনে টিকিট কেনার জন্য দীর্ঘ সারি। কয়েক শ বছরের পুরোনো মুঘল আমলের এই স্থাপনায় ঘুরতে এসেছেন নানা বয়সী মানুষ। পরিবার নিয়ে আসা মানুষের সংখ্যাই বেশি, যাঁরা ঈদের বন্ধে সময় কাটাতে শিশুদের নিয়ে এখানে এসেছেন।
ভেতরে ঢুকে দেখা যায়, কেল্লার ছায়ায় কেউ বসে আড্ডা দিচ্ছেন, কেউ দূরে দাঁড়িয়ে ছবি তুলছেন, মাঠজুড়ে শিশুদের দৌড়ঝাঁপ। পঞ্চম শ্রেণিতে পড়া এক শিশু বলল, ‘বাসায় থাকলে শুধু টিভি দেখা হয়। আজ খেলতে পারছি ছোট ভাইদের সঙ্গে।’
লালবাগ কেল্লায় আনন্দে মেতে উঠেছে শিশুরা