কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির স্বাস্থ্য সহকারী আনছে অ্যাপল
Published: 4th, April 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করতে কাজ শুরু করেছে অ্যাপল। আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য নিজেদের স্বাস্থ্যসেবা-সংক্রান্ত ইকোসিস্টেম পুনর্গঠনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির স্বাস্থ্য সহকারী চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘মালবেরি’ কোড নামের এক প্রকল্পের আওতায় নিজেদের হেলথ অ্যাপের কার্যকারিতায় আমূল পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির স্বাস্থ্য সহকারীটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। আইওএস ১৯ অপারেটিং সিস্টেমের অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীটি যুক্ত করা হতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির স্বাস্থ্য সহকারী তৈরির মাধ্যমে ব্যবহারকারীর শারীরিক অবস্থা ও অভ্যাসের ওপর ভিত্তি করে স্বাস্থ্য পরামর্শ দেবে অ্যাপল। এ জন্য অ্যাপল ওয়াচ, আইফোন ও অন্যান্য যন্ত্র থেকে সংগৃহীত স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে মেশিন লার্নিং (এমএল) প্রযুক্তির মাধ্যমে এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য পরামর্শকদের তৈরি ভিডিও কনটেন্ট এবং প্রয়োজনীয় তথ্যও যুক্ত করা হবে।
অ্যাপলের নতুন এ উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, এআই-নির্ভর স্বাস্থ্যসেবাগুলো সাধারণত বিনা মূল্যে পাওয়া যায় না। ফলে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির স্বাস্থ্য সহকারীটি অর্থের বিনিময়ে ব্যবহার করতে হলে অবশ্যই কার্যকর ও নির্ভরযোগ্য হতে হবে।
সূত্র: নিউজ ১৮
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ত র ম ব দ ধ মত ত ব যবহ র অ য পল
এছাড়াও পড়ুন:
মীরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
চট্টগ্রামের মীরসরাইয়ের বড়তাকিয়া বাইপাসে দ্রুতগামী বাসের ধাক্কায় সাদিয়া ইয়াসমিন জুথি নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মীরসরাই উপজেলার বড়তাকিয়া ইউটার্ন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ইয়াসমিন জুথি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগড়া স্টেশন এলাকার রিপনের মেয়ে। তিনি স্থানীয় আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, চট্টগ্রাম থেকে আসা একটি বাস বড়তাকিয়া ইউটার্ন এলাকা অতিক্রম করার সময় অটোরিকশাটি রাস্তা পার হওয়ার উদ্দেশে হঠাৎ মহাসড়কে উঠে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়া ইয়াসমিন জুথির মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনা সম্পর্কে এখনো জানতে পারিনি। খোঁজ-খবর নিচ্ছি।