‘নন স্টপ’ ক্রিকেটে নেই দম ফেলার ফুরসত
Published: 4th, April 2025 GMT
সিলেট-চট্টগ্রামে এ মাসের দুই টেস্টের জিম্বাবুয়ে সিরিজটাকে বলতে পারেন অ্যাপেটাইজার। এরপর মেইন ডিশ এবং সেটি এতটাই বিশাল থালা সাজিয়ে আসবে যে ক্রিকেটাররা খেলতে খেলতে দম ফেলার সুযোগ পাবেন না।
২০২৭ সালের মার্চ পর্যন্ত বিস্তৃত বর্তমান ভবিষ্যৎ সফর পরিকল্পনাতেই (এফটিপি) খেলার বন্যা, আছে এশিয়া কাপ টি-টোয়েন্টি আর টি-টোয়েন্টি বিশ্বকাপও। ‘ননস্টপ ক্রিকেট’-এর ঠাসা এই সূচিতে সুচ ঢোকানোরও আর জায়গা নেই। বাংলাদেশ দলের জন্য ভীষণ ব্যস্ত এই সময়টা শুরু হয়ে যাচ্ছে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ দিয়েই।
খেলার সংখ্যা দিয়েই বোঝানো যাক ব্যস্ততাটাকে। ২০২৭ সালের মার্চ পর্যন্ত বর্তমান এফটিপির বাকি সময়ে বাংলাদেশ দল পরপর দুই মাস খেলাবিহীন থাকবে শুধু এ বছরের ডিসেম্বর ও আগামী বছরের জানুয়ারিতে। বাকি সময়টাতে এক মাসের বেশি ফাঁকা সময় নেই কখনোই। দুই বছরের কম এই সময়ে বাংলাদেশ দল শুধু দ্বিপক্ষীয় সিরিজই খেলবে ১৬টি।
এর মধ্যে পূর্ণাঙ্গ সিরিজ, অর্থাৎ টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সবই আছে, এমন সিরিজ তিনটি। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ পাঁচটি, দুই টেস্ট ও তিন ওয়ানডে হবে একটি সিরিজে। এফটিপি অনুযায়ী ১৬টি দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের টেস্ট খেলার কথা মোট ১৮টি, ওয়ানডে ৩২টি ও টি-টোয়েন্টি ৩২টি।
এর বাইরে এ বছরের সেপ্টেম্বরে আছে এশিয়া কাপ টি-টোয়েন্টি ও আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটে আগামী দুটি বড় আসর টি-টোয়েন্টি সংস্করণের বলে এর আগে ২০ ওভারের ক্রিকেটেই জোর দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুনক্রিকেট খেলে কত আয় করেন তাসকিন, অন্যরা কত২৯ মার্চ ২০২৫মে মাসে পাকিস্তান সফরের ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টির সিরিজটি যেমন দুই বোর্ডের সমঝোতায় রূপান্তরিত হচ্ছে ৫ টি-টোয়েন্টির সিরিজে। এফটিপিতে নতুন ঢোকা আগামী জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজটিও হবে ৩ টি-টোয়েন্টি ম্যাচের।
ব্যস্ত এই সময় বাংলাদেশ দল পার করবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পাওয়া ফিল সিমন্সের অধীন। ২০২৭ বিশ্বকাপ অবশ্য চলতি এফটিপির মধ্যে পড়েনি। বর্তমান এফটিপি শেষ হবে ২০২৭ সালের মার্চে; আর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা সে বছরের অক্টোবর-নভেম্বরে। বিসিবিও পরিকল্পনা সাজাচ্ছে এফটিপি ছাপিয়ে আগামী ওয়ানডে বিশ্বকাপে চোখ রেখে।
বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীন এ নিয়ে প্রথম আলোকে কাল বলেছেন, ‘সামনে আমাদের অনেক খেলা। সেগুলোসহ ২০২৭ বিশ্বকাপ মাথায় রেখেই আমরা এগোব। পরিকল্পনা নিয়ে কিছু প্রাথমিক আলোচনা হয়েছে। ৮ এপ্রিল কোচ ঢাকায় এলে বিস্তারিত আলোচনা হবে।’
ক্রিকেটে টানা খেলার চাপ মানেই কঠিন ও ক্লান্তিকর সময়। আবার এ-ও ঠিক, সব সংস্করণ মিলিয়ে এমন টানা খেলার সুযোগ সব সময় পায় না বাংলাদেশ দল। নাজমূল আবেদীন এটাকে তাই একটা সুযোগ হিসেবেই দেখছেন, ‘এত খেলা তো আমরা সব সময় পাই না, এবার পাচ্ছি। এটাকে চাপ না ভেবে একটা সুযোগ হিসেবে নিতে চাই। বোর্ডের দৃষ্টিভঙ্গি থাকবে ২০২৭ বিশ্বকাপের আগের সময়টায় জাতীয় দল ও “এ” দলের বেশির ভাগ ক্রিকেটারকে খেলার সুযোগ দিতে। সব খেলায় একই খেলোয়াড় না খেলিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে। নতুনদের সুযোগ দেওয়ার এটা একটা দারুণ সুযোগ।’
এফটিপি অনুযায়ী আগামী ২৩ মাসে ১৬টি দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের টেস্ট খেলার কথা মোট ১৮টি, ওয়ানডে ৩২টি ও টি-টোয়েন্টি ৩২টি।টানা খেলা থাকবে বলে ক্রিকেটারদের চোটমুক্ত রাখার স্বার্থেই বিশ্রাম দিয়ে খেলানোর নীতিতে হাঁটা ছাড়া উপায় নেই। পর্যাপ্তসংখ্যক খেলোয়াড় যেন যেকোনো সময়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার ডাকে সাড়া দিতে প্রস্তুত থাকতে পারেন, লক্ষ্য রাখতে হবে সেদিকেও। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান অবশ্য জানিয়েছেন, জাতীয় দলে খেলোয়াড় সরবরাহের ধারা ঠিক রাখতে ‘এ’ দল ও হাই পারফরম্যান্স দলের খেলা বাড়ানোয় গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুনবিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, বাকিরা কে পাবেন কত টাকা১০ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ২০২৭ স ল র ল দ শ দল ব শ বক প বছর র এফট প
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস নির্বাচনে সম্ভাব্য ২৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
সুতা ব্যবসায়ীদের জাতীয় ভিত্তিক সংগঠন বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচনে ২৪ জন সম্ভাব্য প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় পর্যন্ত সাধারণ গ্রুপ থেকে ১৬ জন ও এসোসিয়েট গ্রুপ থেকে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানা গেছে, ২৩ এপ্রিল বুধবার তফসিল অনুযায়ী বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে'র দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) প্রার্থী হবার জন্য মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় পর্যন্ত সাধারণ গ্রুপ থেকে এম সোলায়মান, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জিত রায়, মো. মজিবুর রহমান, তাজুল ইসলাম টুটুল, সিরাজুল হক হাওলাদার সিরাজ, মো. আকবর হোসেন, মো. আকরাম, গৌতম সাহা, মো. তাইজ উদ্দিন আহমেদ, মো. জোবায়ের আলম ঝলক, মো. সাইদুর রহমান, আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম, মো. মাহমুদুল হোসেন লিংকন ও মো. বিল্লাল হোসেন এবং এসোসিয়েট গ্রুপ থেকে মোহাম্মদ মুসা, মো. মজিবুর রহমান, মো. মাহফুজুর রহমান খান মাহফুজ, মো. জাহিদ হোসেন, জীবন সাহা, মো. ফয়সাল আহম্মদ দোলন, মো. কামরুল হাসান ও মো. খায়রুল কবীর মনোনয়নপত্র সংগ্রহ করেন। সাধারণ গ্রুপ থেকে ১৫ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন ইসি সদস্য নির্বাচিত হবেন। ২৬ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।
নির্বাচন বোর্ডে চেয়ারম্যান পদে দায়িত্বে আছেন প্রবীর কুমার সাহা, সদস্য পদে মো. হাবিব ইব্রাহিম সদস্য এবং ব্যারিস্টার মেহেদী হাসান। নির্বাচন আপিল বোর্ডে চেয়ারম্যান পদে মুহাম্মদ আইউব, সদস্য পদে মো. নিছারউদ্দিন কামাল এবং মো. মকবুল হোসেন হিসাবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য যে, গত ৪ মার্চ নির্বাচন বোর্ড কর্তৃক দ্বি-বার্ষিক নির্বাচন এর তফসিল ঘোষণা করা হয়। ৫ এপ্রিল প্রাথমিক ভোটার তালিকা এবং ১৫ এপ্রিল তারিখে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
তফসিল অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন এবং আগামী ২৪ মে কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।