জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: বিজ্ঞান শাখা—মডেল টেস্ট–১
Published: 4th, April 2025 GMT
বাংলা–২০
১. ‘সিরাজদ্দৌলা’ নাটকে ‘দ্য ব্রেভেস্ট সোলজার’ হিসেবে কাকে অভিহিত করা হয়েছে?
ক. সাঁফ্রেকে খ. মীর জুমলাকে
গ. মিরমর্দানকে ঘ. বদ্রি আলীকে
২. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. অদ্যবধি খ. দৈন্যতা
গ. অদ্যাবধি ঘ. কৃচ্ছতা
৩. ‘অতিকায় হস্তী লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়া আছে’—এই উক্তিটি কার?
ক. বিলাসীর খ.
গ. ন্যাড়ার ঘ. মৃত্যুঞ্জয়ের
৪. ‘মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়’।—এটি কোন রচনার উদ্ধৃতি?
ক. বিলাসী খ. মাসি–পিসি
গ. বায়ান্নর দিনগুলো ঘ. রেইনকোট
৫. ভাষার মৌলিক উপাদান কোনটি?
ক. বর্ণ খ. ধ্বনি
গ. শব্দ ঘ. বাক্য
৬. ‘মিসক্রিয়েট’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছিল?
ক. সম্মানার্থে খ. বিদ্রূপাত্মক
গ. সামাজিকতা অর্থে ঘ. ব্যঙ্গাত্মক
আরও পড়ুনআইইএলটিএস প্রস্তুতি, ইংরেজির স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়১৩ মার্চ ২০২৫৭. ‘সমীভবন’ কী?
ক. দেশি শব্দ খ. ষ–ত্ব বিধান
গ. দুটি শব্দের আলাদা হওয়া ঘ. দুটি ব্যঞ্জনের এক রকম হওয়া
৮. ‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি’—বলতে কী বোঝানো হয়েছে?
ক. ধর্মের প্রভাব কম খ. ধর্মীয় অনুশাসন বেশি
গ. ধর্মীয় গোঁড়ামি বেশি ঘ. ধর্মীয় লেবাস কম
৯. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
ক. সোনার তরী খ. পদ্মা নদীর মাঝি
গ. সারেং বৌ ঘ. দুর্গেশনন্দিনী
১০. ‘এ এক বিরাট সত্য’—এখানে বাক্যে ‘সত্য’ কোন পদ?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. আবেগ ঘ. ক্রিয়াপদ
১১. ‘অলংকারের শব্দ’—এর এককথায় প্রকাশ কোনটি?
ক. নিক্কণ খ. রুমঝুম
গ. শিঞ্জন ঘ. কুঞ্জন
১২. ‘জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে বড়’—উদ্ধৃতিটি কোন রচনার?
ক. বিলাসী খ. অপরিচিতা
গ. মাসি–পিসি ঘ. জীবন ও বৃক্ষ
১৩. ‘মৃদঙ্গ’ শব্দের অর্থ কী?
ক. একধরনের সাজবাতি খ. একধরনের বাদ্যযন্ত্র
গ. একধরনের খনিজ ধাতু ঘ. একধরনের কিশলয়
১৪. ক্রিয়ার মূল অংশকে কী বলে?
ক. প্রকৃতি খ. প্রত্যয়
গ. প্রাতিপদিক ঘ. ধাতু
১৫. ‘উড়ে এসে জুড়ে বসা’ বলতে কী বোঝায়?
ক. আলসে স্বভাব খ. পরিশ্রমী স্বভাব
গ. অনধিকার চর্চা ঘ. কৌশল মাত্র
১৬. ‘সেই ফুল আমাদেরই প্রাণ’—এটি কোন কবিতার অন্তর্ভুক্ত?
ক. বিদ্রোহী খ. ফেব্রুয়ারি ১৯৬৯
গ. বায়ান্নর দিনগুলো ঘ. প্রতিদান
১৭. ‘পাথর এবার হঠাৎ নড়ে’—এই লাইনটিতে উল্লেখ করা ‘পাথর’ কে?
ক. মাজার খ. খালেক
গ. মজিদ ঘ. সমাজ
১৮. ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে?
ক. নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. উইলিয়াম কেরি ঘ. রাজা রামমোহন রায়
১৯. ‘পঞ্চনদ’ কোন ধরনের সমাস?
ক. উপমান সমাস খ. দ্বিগু কর্মধারয়
গ. রূপক কর্মধারয় ঘ. বহুব্রীহি সমাস
২০. ‘Agenda’ শব্দের শুদ্ধ পরিভাষা কোনটি?
ক. আলোচ্যসূচি খ. সূচিপত্র
গ. উপদেশপত্র ঘ. প্রতিবেদন
ইংরেজি–২০1. Choose the correct pair— Rage: Anger::
a. Bliss: Apathy b. Dismay: Distress
c. Approval: Ceasure d. Fear: Shame
2. The adjective of ‘rigidit’ is—.
a. rigor b. rigid
c. rigorous d. rigidness
3. What is the masculine gender of ‘mare’?
a. mermaid b. stallion
c. dog d. boar
4. Mandela— to life imprisonment in 1964.
a. in sentences b. was sentenced
c. sentenced d. has been sentenced
5. Half of glasses—broken.
a. are b. not
c. is d. be
6. Green tea is a good alternative—coffee.
a. for b. to
c. then d. of
7. It looks easy—is hard to deal with.
a. but b. and
c. yet d. so
8. Choose the correct synonym of ‘indifferent’.
a. similar b. contrasting
c. apathetic d. concerning
9. The Noun of ‘predict’ is—.
a. predictable b. predicting
c. prediction d. predicted
10. The word ‘ingenious’ means—.
a. deceptive b. skillful
c. simple d. complicated
11. The adjective of the word ‘mountain’ is—.
a. mountinal b. mountainous
c. mountic d. mountainly
12. Choose the correct spelling.
a. persiverence b. perseverance
c. preseverence d. persivearence
13. Choose the best translation for the sentence.
a. We learn English from our childhood.
b. We are learning English since our childhood.
c. We have been learning English since our childhood.
d. We have been learning English from our childhood.
14. Choose the proper option to fill in the blank spaces:
I prefer—what I like even though it—not having much money.
a. to doing, mean b. doing, means
c. to do, may d. doing, mean
15. Choose the antonym for the word ‘reckless’.
a. careful b. thoughtless
c. submissive d. provocative
16. Complete the sentence with the suitable option. She often visits her home town,—?
a. hasn’t she b. don’t she
c. doesn’t she d. has she
17. The word ‘lucrative’ means—.
a. good looking b. oily
c. professional d. profitable
18. ‘To keep an eye on’ means—.
a.To keep calm b. To be active
c. To observe d. To look
19. ‘To keep an eye on’ means—.
a. to keep clam b. to be active
c. to observe d. to look
20. The word ‘Acquiesce’ is—.
a. a noun b. an adverb
c. a varb d. an adjective
আরও পড়ুনশিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদন অনলাইনে২১ ফেব্রুয়ারি ২০২৫সাধারণ জ্ঞান–২০১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি ‘কমপ্লিট শাটডাউন’ কবে ঘোষণা করে?
ক. ১ জুলাই ২০২৪ সালে খ. ৪ জুলাই ২০২৪ সালে
গ. ১৭ জুলাই ২০২৪ সালে ঘ. ৫ আগস্ট ২০২৪ সালে
২. ‘রাঙামাটির ছাদ’ বলা হয় কোন স্থানকে?
ক. তাজিনডং পাহাড় খ. সাজেক ভ্যালি
গ. মহালছড়া ঝরনা ঘ. নীলাচল
৩. বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা কত?
ক. ২০ খ. ৩০
গ. ৪০ ঘ. ৫০
৪. কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশিত হয় কবে?
ক. ১২ আগস্ট ২০২৪ সালে খ. ১৪ অক্টোবর ২০২৪ সালে
গ. ১৬ নভেম্বর ২০২৪ সালে ঘ. ২৪ ডিসেম্বর ২০২৪ সালে
৫. পানামা খালের দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ৫০ কিমি খ. ৬০ কিমি
গ. ৮০ কিমি ঘ. ৯০ কিমি
৬. বাংলাদেশে প্রথম ‘এজেন্ট ব্যাংকিং’ সেবা চালু করে কোন ব্যাংক?
ক. ব্যাংক এশিয়া খ. ডাচ্–বাংলা ব্যাংক
গ. এবি ব্যাংক ঘ. ন্যাশনাল ব্যাংক
৭. ‘নবান্ন’ চিত্রকর্মটির শিল্পী কে?
ক. কামরুল হাসান খ. জয়নুল আবেদিন
গ. এস এম সুলতান ঘ. রনবী
৮. মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় কাঁচামাল কোনটি?
ক. ইউরেনিয়াম খ. গ্যাস
গ. কয়লা ঘ. ফার্নেস অয়েল
৯. গ্রামীণ ব্যাংকের ধারণাটি বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে?
ক. মালয়েশিয়া খ. চীন
গ. জাপান ঘ. কম্বোডিয়া
১০. ব্রিকসের (BRICS) দশম সদস্যপদ পাওয়া দেশ কোনটি?
ক. মিসর খ. ইউক্রেন
গ. ইন্দোনেশিয়া ঘ. দক্ষিণ আফ্রিকা
১১. স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা কোনটি?
ক. ডিপসিক খ. স্টারলিংক
গ. টেসলা ঘ. এআই গায়েম
১২. বাংলাদেশ সরকার প্রকাশিত গেজেট অনুসারে জুলাই গণ–অভ্যুত্থানে ‘শহিদের’ তালিকা কতজন?
ক. ৭৩২ জন খ. ৮১২ জন
গ. ৮৩৪ জন ঘ. ৮৭০ জন
১৩. ‘Third World’ বা ‘তৃতীয় বিশ্ব’ তত্ত্বের প্রবক্তা কে?
ক. ডেভিড রিকার্ডো খ. মাও সে–তুং
গ. কার্ল মার্ক্স ঘ. অমর্ত্য সেন
ছবি: দীপু মালাকারউৎস: Prothomalo
কীওয়ার্ড: ২০২৪ স ল একধরন র প রথম
এছাড়াও পড়ুন:
অর্থ উপদেষ্টার কাছে হিমায়িত মৎস্য রপ্তানিকারকদের ৬ দাবি
হিমায়িত চিংড়ি ও মৎস্যপণ্য রপ্তানিতে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে ছয়টি দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)। সংগঠনটির সভাপতি মুহাম্মদ শাহজাহান চৌধুরী এক চিঠিতে এ খাতে বিদ্যমান সমস্যা দূর করতে অর্থ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।
২০২৪ সালের ৪ নভেম্বর অর্থ উপদেষ্টার সঙ্গে বিএফএফইএর নেতাদের একটি সভা হয়। হিমায়িত চিংড়ি ও মৎস্যপণ্য রপ্তানিতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে অর্থ উপদেষ্টার পরামর্শ অনুযায়ী ২০২৪ সালের ২৪ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি চিঠি দেওয়া হয়। গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর সঙ্গে বিএফএফইএর নেতাদের আরেকটি সভা হয়। সভায় হিমায়িত চিংড়ি ও মৎস্য রপ্তানি খাতের বকেয়া নগদ সহায়তার অর্থ বিশেষ বিবেচনায় পৃথকভাবে দ্রুত ছাড় করা এবং পাট শিল্পের মতো বকেয়া ঋণ এক হিসেবে স্থানান্তরের বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট সুপারিশসহ বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
বিএফএফইএর সভাপতির চিঠিতে দীর্ঘ দিনের বকেয়া নগদ সহায়তার অর্থ দ্রুত ছাড় করার বিষয়ে বলা হয়েছে, হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানি খাতের কাঁচামাল শতভাগ কৃষিজাত পণ্য। প্রান্তিক চাষিদের কাছ থেকে কিনে দেশের শতাধিক হিমায়িত চিংড়ি ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় প্রক্রিয়াজাত করে রপ্তানি করা হচ্ছে। এটা শতভাগ মূল্য সংযোজিত পণ্য। এ খাত শতভাগ দেশীয় কাঁচামাল থেকে বৈদেশিক মুদ্রা উপার্জনের খাত। সরকার প্রদত্ত নগদ সহায়তা এ খাতের কোনো লভ্যাংশ নয়। কাঁচামালের স্বল্পতার কারণে অভ্যন্তরীণ বাজারে মাছের মূল্য বেশি থাকায় কারখানায় পণ্যের ক্রয়মূল্য বৃদ্ধি পায়। তদুপরি বিভিন্ন সময় আওতাবহির্ভূত সমস্যার কারণে, যেমন: করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক মন্দার প্রভাবে চিংড়ি ও মাছের মূল্য হ্রাস পাওয়ায় এ খাতের রপ্তানি অনুকূল অবস্থার পরিবর্তে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
চিঠিতে বলা হয়েছে, এ খাতের নগদ সহায়তা শুধু দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের লক্ষ্যে রপ্তানি কার্যক্রম পরিচালনার সহায়ক মাত্র। প্রায় ১ বছর যাবত অডিট আপত্তির বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় থাকায় হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানিকারকদের নগদ সহায়তাপ্রাপ্তির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ছিল। অর্থ উপদেষ্টার হস্তক্ষেপে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে নিষ্পত্তি হওয়ার ফলে অডিট কার্যক্রম চালু হয়েছে। বর্তমানে এ খাতে ২০২৪ সালের ডিসেম্বর থেকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে অডিটকৃত ১৩৮ কোটি টাকা বকেয়া আছে, যার ফলে রপ্তানিকারকদের তারল্য সংকট সৃষ্টি হওয়ায় রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রান্তিক চাষিদের চিংড়ি ও মাছের টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় হিমায়িত চিংড়ি ও মৎস্যপণ্য রপ্তানি খাতের অডিটকৃত পাওনা অর্থ দ্রুত ছাড় করার দাবি জানানো হয়েছে।
বিএফএফইএর ছয় দাবি হলো—
১। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর ঋণ হিসাবের মূল ঋণ ও সুদ পৃথক পৃথক ব্লকড হিসাবে স্থানান্তর করা।
২। ব্যবসা পরিচালনার জন্য ব্লকড হিসাবে স্থানান্তরের ফলে ঋণ হিসাবে সৃষ্ট কুশন অনুযায়ী ড্রইং সুবিধা অনুমোদন করা।
৩। মূল ঋণের জন্য সৃষ্ট ব্লকড হিসাব দুই বছরের সুদবিহীন মরেটরিয়াম সুবিধাসহ ত্রৈমাসিক কিস্তিতে ১০ বছরে পরিশোধের সুযোগ দেওয়া।
৪। ‘কস্ট অব ফান্ড’ বিবেচনায় মূল ঋণের জন্য সৃষ্ট ব্লকড হিসাবে ৯ শতাংশ হারে বাৎসরিক ভিত্তিতে সুদ আরোপের সুযোগ দেওয়া।
৫। সুদের জন্য সৃষ্ট ব্লকড হিসাব দুই বছরের মরেটরিয়াম সুবিধাসহ বিনা সুদে ত্রৈমাসিক কিস্তিতে ১০ বছরে পরিশোধের সুযোগ দেওয়া।
৬। ঋণ হিসাব পুনঃতফশিলের জন্য প্রচলিত ডাউন পেমেন্টের হার শিথিল করে মূল ঋণের ওপর ২ শতাংশ হারে ডাউন পেমেন্ট পরিশোধের সুযোগ দেওয়া।
ঢাকা/হাসনাত/রফিক