চলচ্চিত্র অঙ্গনে বিরাজ করছে খুশির আমেজ। আর করবেই বা না কেন? সিনেমা হলে দর্শকের উপস্থিতি দেখলে সিনেমাপ্রেমী মানুষমাত্রই খুশি না হয়ে পারেন না। শুধু যে দর্শক সিনেমা দেখতে যাচ্ছেন তা কিন্তু নয়, সিনেমা শেষ করে বেরোনোর পর উচ্ছ্বসিত অনুভূতিও প্রকাশ করছেন। আজ ঈদের চতুর্থ দিন। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর একটি ‘জংলি’। আলো ছড়িয়ে চলেছে সিনেমাটি।

‘জংলি’র ‘বন্ধুগো শোনো’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। কথা ও সুর প্রিন্স মাহমুদের। ইমরানের সঙ্গে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন কনা। ২১ মার্চ টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত গানটির ভিউ হয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন। দর্শক গানটি পছন্দ করেছেন। কেউ কেউ অনুভূতির কথাও জানিয়েছেন মন্তব্যে। ‘প্রিন্স মাহমুদের কম্পোজিশন মানে মাস্টারপিস’— মন্তব্যের ঘরে লিখেছেন নূর মোস্তফা। মুন্না আহমেদ লিখেছেন, ‘গানটা অসম্ভব সুন্দর হয়েছে। ইমরান ও কনা আপু মানেই গানের মধ্যে অন্য রকম কিছু ফিল করা।’

‘জংলি’ সিনেমার পোস্টারে সিয়াম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এখন বেশি প্রস্তুত: অঙ্কন 

আন্তর্জাতিক ক্রিকেটে আকস্মিক অভিষেক মাহিদুল ইসলাম অঙ্কনের। বিকেএসপিতে প্রথম শ্রেণির ম্যাচ খেলছিলেন তিনি। সেখান থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে টেস্ট দলে যোগ দেন তিনি। জাকের আলী কনকাশন ইনজুরিতে (মাথায় আঘাত) পড়ায় অঙ্কন দলে ডাক পান। ম্যাচের আগের রাতে লিটন দাস গুরুতর জ্বর নিয়ে ম্যাচ থেকে ছিটকে যান।

দলে ডাক পাওয়া অঙ্কনের অভিষেকও হয়ে যায়। তার মাথায় তখনও ঘুরছিল ফাস্ট ক্লাস ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুতি তো দূরের কথা ভাববারও সময় পাননি তিনি। যার সম্ভাব্য ফল পড়ে পারফরম্যান্সে। উইকেটের পেছনে ক্যাচ ফেলেন তিনি। ব্যাট হাতে শূন্য মেরে শুরু হয় আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা। দ্বিতীয় ইনিংসে অবশ্য ২৯ রান করেন তিনি।

ওই অঙ্কন সর্বশেষ বিপিএলে দারুণ ক্রিকেট খেলেছেন। চলতি ডিপিএলে মোহামেডানের টিম ম্যানেজমেন্ট তাকে তিনে ব্যাট করাচ্ছে। সেখানেও রান পাচ্ছেন তিনি। অঙ্কন মনে করেন, এখন আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ নেওয়ার জন্য আগের চেয়ে বেশি প্রস্তুত তিনি।

ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে অঙ্কন বলেন, ‘আমি তখন এনসিএলে ম্যাচ খেলছিলাম, আমার মাথায় ছিল এনসিএল। তবে (অভিষেক টেস্টে ব্যর্থ হওয়ার জন্য) এটাকে আমি অজুহাত দেব না। এখন মনে হয়, এবার সুযোগ পেলে আমি মানসিকভাবে বেশি প্রস্তুত থাকব।’

জিম্বাবুয়ের বিপক্ষে এপ্রিলে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। লিটন দাস পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ছুটি নেওয়ায় দ্বিতীয় সুযোগ মিলতে পারে অঙ্কনের। তার মতে, এবার তিনি নিজেকে প্রস্তুত রাখার যথেষ্ট সময় পাবেন, ‘এখন মানসিকভাবে ভালো অবস্থানে আছি। আসন্ন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। এবার প্রস্তুতির জন্য ভালো সময় পাচ্ছি। আশা করি, সুযোগ পেলে ভালো করবো।’

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন থাকায় ড্রেসিংরুমে নির্ভার থাকবেন বলেও জানিয়েছেন অঙ্কন, ‘তিনি আমাকে খুব ভালো করে জানেন। অতিরিক্ত চিন্তা করলে তিনি আমাকে নির্ভার করতে পারেন। ঘরোয়া অভিজ্ঞতা থেকে বলতেই পারি, উনাকে পাশে পাওয়া সবসময়ই আমার জন্য ভালো।’  

সম্পর্কিত নিবন্ধ