৭১ ঠিক রেখে সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে: মুজিবুর রহমান সরোয়ার
Published: 3rd, April 2025 GMT
একাত্তর ও স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলবে তাদের বরদাশত করা হবে না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার বলেছেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। ২৪ এ বিপ্লবও হয়নি। একটি গণঅভ্যুত্থান হয়েছে মাত্র। তাই একাত্তর ঠিক রেখে প্রয়োজনীয় সংস্কার করে অন্তবর্তীকালীন সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মুজিবুর রহমান সরোয়ার বলেন, বিএনপির আন্দোলনের মূল লক্ষ্য ছিল- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন। ১৬ বছর এ দাবিতে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। তাই অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। নির্বাচিত সরকার এলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। মানুষ তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারবে।
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান অনেক বড় নেতা ছিলেন। স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান আমরা অস্বীকার করতে পারি না। তবে স্বাধীনতা যুদ্ধে তিনি সশস্ত্র অংশগ্রহণ করেননি। স্বাধীনতা যুদ্ধ ছিল একটা সস্বস্ত্র সংগ্রাম। সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেছেন জিয়াউর রহমান।
সরোয়ার বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল, কিন্ত তাদের অহংকার বেশি। শেখ মুজিবুর রহমান বড় মাপের নেতা। কিন্ত তিনি প্রতিদ্বন্দ্বী সহ্য করতে পারতেন না। শেখ হাসিনাও সেই পথে হাঁটায় আওয়ামী লীগের আজকের পরিণতি হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র ব্যটবল ও নুরুল আলম ফরিদ, ইনকিলাবের নাছিমুল আলম, এটিএন এর হুমায়ুন কবীর, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ম জ ব র রহম ন স ব ধ নত সরক র
এছাড়াও পড়ুন:
একঝলক (৪ এপ্রিল ২০২৫)
ছবি: সুপ্রিয় চাকমা