কুষ্টিয়ার খোকসা উপজেলার এক্তারপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক অজিত কৃষ্ণ রায় (৯৪) আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
তিনি তিন ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। অজিত কৃষ্ণ রায় দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়ের কাকা।
শুক্রবার বেলা ১২টায় অজিত কৃষ্ণ রায়ের শেষকৃত্য স্থানীয় শৈলডাঙ্গী মহাশ্মশানে সম্পন্ন হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মাদক–সংশ্লিষ্টতায় গ্রেপ্তার কানাডার ক্রিকেট অধিনায়ক
নামিবিয়া সফর শেষে কদিন আগে কানাডায় ফিরেছিলেন। সেখান থেকে এয়ার কানাডার একটি ফ্লাইটে গিয়েছিলেন জন্মভূমি বার্বাডোজে।
কিন্তু গত রোববার বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতেই তাঁকে আটক করে স্থানীয় পুলিশ। এর পর থেকে তিনি পুলিশি হেফাজতেই আছেন।
বার্বাডোজের পুলিশ বিমানবন্দর থেকে যাঁকে ধরে নিয়ে গেছে, তাঁর নাম নিকোলাস কার্টন; কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক! গত বছর যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন তিনি।
২৬ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার কার্টনকে গ্রেপ্তারের পেছনে গুরুতর অভিযোগের খবর জানিয়েছে জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার’। বিমানবন্দরে জব্দ করা ২০ পাউন্ড (৯ কেজির বেশি) গাঁজা সরবরাহের সঙ্গে নাকি কার্টনের সংশ্লিষ্টতা আছে।
বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকেই কার্টনকে গ্রেপ্তার করা হয়েছে