কেন রাশিয়া-উত্তর কোরিয়ায় শুল্ক বসায়নি যুক্তরাষ্ট্র, জানাল হোয়াইট হাউস
Published: 3rd, April 2025 GMT
দীর্ঘ জল্পনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব পণ্যের ওপর ১০ শতাংশ ‘বেসলাইন কর’ ঘোষণা করে তার পারস্পরিক শুল্ক পরিকল্পনা প্রকাশ করেছেন। এতে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ যেমন তীব্র আকার ধারণ করেছে, তেমনি উচ্চ মুদ্রাস্ফীতির পাশাপাশি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হওয়ার আশঙ্কাও।
হোয়াইট হাউসে রোজ গার্ডেনে নিজের বক্তৃতায় ট্রাম্প চীন, ভারত, জাপান, ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের নির্দিষ্ট বিবরণসহ একটি চার্ট উঁচিয়েছিলেন। তবে এ তালিকা থেকে বাদ পড়েছে রাশিয়া, কানাডা, মেক্সিকো, উত্তর কোরিয়া, কিউবা ও বেলারুশ।
ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের তালিকায় কেন এসব দেশের নাম নেই, তার কারণ ব্যাখ্যা করেছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, এসব দেশের ওপর আগে থেকেই বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। যে কারণে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য খুবই সামান্য।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
লেবু কমলার আইসক্রিমের রেসিপি
ছবি: সুমন ইউসুফ