ফ্যান্টাসি কিংডমে নতুন ৩ রাইড, বিনোদনে বাড়তি সংযোজন
Published: 3rd, April 2025 GMT
ঈদের আনন্দ উদযাপনকে আরো আকর্ষণীয় ও উপভোগ্য করতে থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে যুক্ত হয়েছে নতুন তিনটি রাইড।
ঢাকার আশুলিয়ায় দেশের অন্যতম জনপ্রিয় থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে যুক্ত হওয়া তিনটি রাইড হলো, ড্রপ অ্যান্ড টুইস্ট, মিনি জেট-৬ ও মিনি টপ স্পিন।
ফ্যান্টাসি কিংডমের হেড হেড অব মিডিয়া অ্যান্ড পি আর এম.
আরো পড়ুন:
ঈদের ঢাকা: মিরপুরে জাতীয় চিড়িখানায় উৎসবের আমেজ
সন্তানের কাছে তার বাবা সেলিব্রিটি না: অপু বিশ্বাস
তিনি বলেছেন, ড্রপ অ্যান্ড টুইস্ট রাইডটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর রাইড, যা পার্কের অন্যান্য রাইডগুলোর সঙ্গে তুলনা করলে এটি একটি নতুন অভিজ্ঞতা উপহার দেবে ঘুরতে আসা মানুষকে। রাইডটি পার্কে আসা সব বয়সি মানুষের জন্য উন্মুক্ত।
বুধবার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যান্টাসি কিংডমের প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার মনে করেন, রাইড তিনটি পার্কে আসা বিনোদনপ্রেমীদের ঈদ উদযাপনকে আরো আনন্দময় করে তুলবে।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো সুস্থ ও নিরাপদ বিনোদন সেবা দেওয়া।”
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে পার্কের আসা বিনোদনপ্রেমীদের জন্য বিশেষ অফার দেওয়া হয়েছে ,যেখানে খুব সাশ্রয়ী মূল্যে পার্কের সুযোগ-সুবিধা নিতে পারছেন সবাই। ঈদ উপলক্ষে প্রতিদিনই থাকছে ডিজে শো, ডান্স শো, অ্যাক্রোবেট শো ও আকর্ষণীয় রফেল ড্র।
নতুন তিন রাইডের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্কের ডেপুটি জেনারেল ম্যানেজার অপারেশন অবসরপ্রাপ্ত মেজর রাফি আহমেদ, হেড অফ মিডিয়া অ্যান্ড পিআর মাহফুজুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) উজ্জ্বল কুমার বসাক, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ এনামুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (টেকনিক্যাল) মোঃ হানিফ উপস্থিত ছিলেন।
ঢাকা/রাসেল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাবিপ্রবিতে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টায় এ উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবিরসহ সিনিয়র শিক্ষকবৃন্দ।
পরে বিশ্ববিদ্যালয় দিবসের ফেস্টুন ও বেলুন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাস ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। সেখানে মহান শহীদগণের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
এছাড়া দিসবটি উপলক্ষে উপাচার্যের বাণী পাঠ ও বিতরণ, টিএসসির সামনে মজার ইস্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কেক কাটা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানের পাশে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ এর কবর জিয়ারত ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সেখান থেকে ফরিদপুর কবরস্থানে গিয়ে সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক এমপির কবর জিয়ারত ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরে অডিটোরিয়াম-১ এ ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ‘মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে হাবিপ্রবির ভূমিকা ও ক্রমবিকাশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক মো. এনামউল্যা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক মোশাররফ হোসাইন মিঞাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টর ।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মো. আবু হাসান এবং সাদা দলের সভাপতি অধ্যাপক মো. মনিরুজ্জামান বাহাদুর।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
ঢাকা/সংগ্রাম/মেহেদী