চট্টগ্রামে সড়কের সেই অংশে লাল পতাকা স্থাপন
Published: 3rd, April 2025 GMT
চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চুনতি জাঙ্গালিয়া নামক দুর্ঘটনা প্রবণ এলাকায় লাল পতাকা সতর্ক সংকেত টানিয়ে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (৩ এপ্রিল) জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জনের মৃত্যুর পর এ বিশেষ সতর্কতা জারি করেছে বিআরটিএ। ঈদের দিন (৩১ এপ্রিল) থেকে বুধবার (২ এপ্রিল) পর্যন্ত তিন দিনে ওই এলাকায় সড়ক দূর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।
বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়ায় গত কয়েক দিনে একাধিক দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ বুধবার (২ এপ্রিল) সকালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নারী ও শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় সড়কের ওই এলাকা ঝুঁকিপূর্ণ ও দূর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করতে চট্টগ্রাম বিআরটিএ’র পক্ষ থেকে ‘লাল পতাকা‘ সতর্কতা সংকেত জারি করা হয়েছে। বুধবার রাতে ওই এলাকায় বিআরটিএর’র কর্মীরা সড়কের পাশে লাল পতাকা স্থাপন করেছে। এ ছাড়া ওই এলাকা দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহনের গতি কমিয়ে আনতে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাঙ্গালিয়ার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) থেকে সড়কের উভয় দিকে এক কিলোমিটারের মধ্যে গতিরোধক স্থাপনের কাজ শুরু হবে।
আরো পড়ুন:
মোটরসাইকেলে এক পরিবার, যশোরে বাসের ধাক্কায় শেষ তিনজন
বেপরোয়া গতির ৩ মোটরসাইকেলের সংঘর্ষ, ৪ যুবক নিহত
ঢাকা/রেজাউল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন দ র ঘটন ব আরট এ সড়ক র
এছাড়াও পড়ুন:
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার
স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।
জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’