Samakal:
2025-04-25@15:01:28 GMT

সালমান খানের পাশে কেউ নেই

Published: 3rd, April 2025 GMT

সালমান খানের পাশে কেউ নেই

মাথায় মৃত্যুর খাঁড়া নিয়ে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছিলেন সালমান খান। তাই এই ছবি নিয়ে তাঁর ভক্তদের প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে সব প্রত্যাশা ভেঙে গেছে। সিনেমা নিয়ে আলোচনা চললেও বক্স অফিস সংগ্রহ হতাশ করছে ‘সিকান্দার’।

এর মধ্যেই সালমানের একটি মন্তব্য সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে আক্ষেপ করতে দেখা গিয়েছে ভাইজানকে। অন্য তারকাদের ছবি মুক্তি পেলে সালমান উৎসাহ দিয়ে থাকেন। প্রকাশ্যে সেই ছবি দেখার আবেদন করেন। কিন্তু তাঁর ছবির বেলায় যেন গোটা বলিউড নীরব।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি সালমানের সামনে তুলে ধরেন সঞ্চালক। এই প্রশ্ন করার পরে সালমানের অভিব্যক্তি দেখে অনুরাগীদের মন ভেঙেছে।

সালমান বলেছেন, ‘ওরা সবাই হয়তো ভাবে, আমার ছবির জন্য আলাদা করে উৎসাহ দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু সবার উৎসাহের দরকার পড়ে।’

ইদে মুক্তি পেয়েছে ‘সিকন্দর’। ইদের সময় ভাইজানের ছবি মুক্তি পেলে প্রেক্ষাগৃহ ভরে উঠতে সময় লাগত না। কিন্তু এই বার ব্যতিক্রমের সাক্ষী থাকলেন সালমান। অধিকাংশ দিনই প্রেক্ষাগৃহ ভরল না। অধিকাংশ প্রেক্ষগৃহই খালি। সূত্র: আনন্দবাজার।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

লেবু কমলার আইসক্রিমের রেসিপি

ছবি: সুমন ইউসুফ

সম্পর্কিত নিবন্ধ