মোনালিসার সঙ্গে সম্পর্কের জেরেই পরিচালকের নামে ধর্ষণের অভিযোগ প্রেমিকার
Published: 3rd, April 2025 GMT
সিনেমা শুরুর আগেই ব্যক্তি জীবনেও নাটকীয় ঘটনা ঘটে গেল। ধর্ষণের অভিযোগ উঠেছিল মোনালিসার ছবির পরিচালক সনোজ মিশ্রের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ৩১ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনাই এ বার অন্য দিকে মোড় নিল। অভিযোগকারিণী জানিয়েছেন, সনোজের সঙ্গে তিনি নাকি একত্রবাস করতেন। ধর্ষণের অভিযোগও ফিরিয়ে নিয়েছেন।
আনন্দবাজার জানায় পুলিশি জেরায় অভিযোগকারী জানিয়েছেন, মোনালিসার সঙ্গে সনোজের ঘনিষ্ঠতা সহ্য করতে পারছিলেন না। ঈর্ষান্বিত হয়েই সনোজের বিরুদ্ধে এই মিথ্যে অভিযোগ দায়ের করেছিলেন তিনি।
মহাকুম্ভের মেলা থেকে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিল মোনালিসা। সেখানে রঙিন মালা বিক্রি করত সে। মুহূর্তে ‘ভাইরাল গার্ল’ তকমা পেয়েছিল মোনালিসা। তার পরই সনোজ মিশ্রের ছবিতে অভিনয় করার সুযোগ মেলে। পরিচালকের সঙ্গেই ভিন্রাজ্যে পাড়ি দেয় মোনালিসা।
ধর্ষণের অভিযোগ ফিরিয়ে নেওয়ার পরে অভিযোগকারিণী জানিয়েছেন, সনোজের প্রতিদ্বন্দ্বীরা তাঁকে ইন্ধন দিয়েছিলেন। তাই ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগকারিণী বলেছেন, ‘সনোজ মিশ্রের সঙ্গে আমি টানা পাঁচ বছর একত্রবাস করেছি। দু’জনের সম্মতিতেই সবটা হয়েছে। আমি কখনওই বলিনি, তিনি আমাকে ধর্ষণ করেছেন। দু’টি মানুষ একসঙ্গে থাকলে, হাতাহাতি ঝগড়া তো হবেই।’
অভিযোগকারী আরও বলেন, “মণিপুরে ছবির রেকি করতে গিয়েছিলেন সনোজ। তখন তার প্রতিদ্বন্দ্বীরা ওর বিরুদ্ধে আমাকে ইন্ধন দেন। এমনকি মোনালিসার সঙ্গে তার সম্পর্ক নিয়েও আমাকে প্ররোচনা দেওয়া হয়। ইন্ধন পেয়ে আমি এফআইআর দায়ের করেছিলাম। আসলে সনোজের ভাগ্যটাই খারাপ।”
কয়েক মাস আগে সনোজ জানিয়েছিলেন, তিনি ‘মণিপুর ডায়েরি’ নামে একটি ছবি তৈরি করছেন। সেই ছবিতে মোনালিসাকে সুযোগ দিচ্ছেন। এ ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠান করাতে মোনালিসাকে নিয়ে যাচ্ছিলেন সনোজই।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘চাঁদ মামা’ গানে শেহতাজের নানির নাচ (ভিডিও)
দরজা ঠেলে ভেতরে ঢুকছেন মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। ভেতরে পা দিয়েই চমকে যান তিনি। কারণে ঘরের ভেতরে বাজছে ‘চাঁদ মামা’ গান; সঙ্গে নাচছেন স্বামী প্রীতম হাসান, বৃদ্ধ নানি চেয়ারে বসে শরীর দুলিয়ে নাচার চেষ্টা করছেন। তাদের সঙ্গে জমিয়ে নাচছেন আরো দুই নারী।
শেহতাজ মুনিরা হাশেম তার ভেরিফায়েড ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেন। পরে সেই ভিডিও প্রীতম তার ফেসবুকে শেয়ার করেন। এই ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’। এটি রচনা, সুর, সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। এ গানে শাকিবের সঙ্গে নেচেছেন ওপার বাংলার নুসরাত জাহান। গানটি প্রকাশ্যে আসার পর থেকে প্রশংসা কুড়াচ্ছে। আর সেই গানের সঙ্গে শেহতাজের নানির নাচ দেখে দারুণ আনন্দ পেয়েছেন নেটিজেনরাও।
আরো পড়ুন:
শাশুড়ি মায়ের হাতের রান্না যেন মধু: শবনম বুবলী
পুরোনো দ্বন্দ্ব নিয়ে শাকিবকে যে বার্তা দিলেন নিশো
আফনাফ নামে একজন লেখেন, “আমার নানির এনজয় টা জোস লাগছে। নানির হায়াত বেড়ে গেছে। নানির জন্য দোয়া। সবাইকে অনেক সুন্দর লাগছে।” আখু নামে একজন লেখেন, “সেরা ছিল নানির মুডটা। ঈদ মোবারক।” অনেকে গানটির ভূয়সী প্রশংসা করছেন। যদিও কেউ কেউ শেহতাকজকে আক্রমণ করে মন্তব্য করছেন।
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমা। এতে ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।
ঢাকা/শান্ত