বিয়ে বাড়িতে ৫০০ টাকায় ভাড়া দেওয়া হলো বিদ্যালয়ের বেঞ্চ
Published: 3rd, April 2025 GMT
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে সরকারি নিষেধ অমান্য করে বিয়ে বাড়িতে বিদ্যালয়ের বেঞ্চ ভাড়া দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২ এপ্রিল) বিকেল থেকে এ নিয়ে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুর ও নাগেশ্বরী উপজেলার চর নুন খাওয়া গ্রামের মানুষদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
এর আগেও একই ঘটনায় দুই গ্রামের মানুষের মাঝে মারামারির ঘটনা ঘটেছিল। এতে ৬ জন আহত হয়েছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুর গ্রামের ঝুনকার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধশত বেঞ্চ নাগেশ্বরী উপজেলার চর নুন খাওয়া গ্রামের বাসিন্দা আফজাল হোসেন তার ছেলের বিয়ের জন্য ৫০০ টাকার বিনিময়ে ভাড়া করেন।
চর ভগবতীপুর গ্রামের বাসিন্দা মোজাহার আলী বলেন, এর আগে বেঞ্চ ব্যবহার করা নিয়ে মারামারি হয়েছে। আবার সরকারের জিনিস ভাড়ায় দিচ্ছে। সরকারি সম্পদ এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করাটা ভালো দেখায় না।
বিদ্যালয়ের প্রায় ৪০-৪৫টি বেঞ্চ বিয়ে বাড়িতে ভাড়া দেওয়ার অভিযোগ উঠলেও ঘটনায় সম্পৃক্ত ইউনিয়ন পরিষদের সদস্য ও বিদ্যালয় কর্তৃপক্ষের ভিন্নরকম মন্তব্য পাওয়া গেছে।
বিয়েতে বেঞ্চ নিয়ে আসা নুন খাওয়া গ্রামের বাসিন্দা আফজাল হোসেন বলেন, আমি তো মেম্বার সাবকে বলে নিয়ে আসছি। বিয়ে শেষে তাকে চার-পাঁচশ টাকা দেওয়া লাগবে।
স্থানীয় ইউপি সদস্য মো.
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল করিম বলেন, টাকা নেবো কেন, এটা সঠিক নয়। বিদ্যালয়ের জমিদাতা আমি, গরিব পরিবার দেখে মানবিক কারণে বেঞ্চগুলো দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের বেঞ্চ এভাবে ব্যবহার করা নিষেধ। বিষয়টি অবগত হলাম, ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও হা-মীম গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক সই
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানে পেশাগত উন্নয়নে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি ও হা-মীম গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
বুধবার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি ক্যাম্পাসে ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সমঝোতা স্মারক সই হয়।
সমঝোতা স্মারকের মাধ্যমে হা-মীম গ্রুপ শান্ত-মারিয়ামের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেবে এবং স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের চাকরি প্রাপ্তির সুবিধার্থে হা-মীম গ্রুপ ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি যৌথভাবে কাজ করবে। এ ছাড়াও ছাত্র-ছাত্রীদের জন্য শিল্প-কারখানার শিক্ষামূলক পরিদর্শন, দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি, গবেষণা ও কর্মসংস্থানে পেশাগত উন্নয়নে কাজ করবে।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, রেজিস্ট্রার ড. পার মসিয়ূর রহমান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সোহেল মুস্তাফা, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. বেহজাদ নূর।
অন্যদিকে হা-মীম গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন- হা-মীম গ্রুপের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক ইমরান আহমেদ এবং অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ও ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপক উম্মে আফিয়া আখতার।