না’গঞ্জে জেলা কৃষক দলের কমিটিতে জাপা নেতা, পদ বাতিল করল দল
Published: 3rd, April 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের কমিটির সদস্য অ্যাডভোকেট কাজী রাসেলের দলীয় পদ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) জেলা কৃষক দলের আহ্বায়ক ডাঃ শাহিন মিয়া ও সদস্য সচিব আলম মিয়া এক যৌথ বিবৃতিতে এ কথা জানান তারা।
জানা যায়, এডভোকেট কাজী রাসেল জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সদর উপজেলা জাতীয় পার্টির নেতা সদস্য সচিব দেলোয়ার হোসেনের ভাই তিনি।
এ ছাড়াও জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানের অনুসারী ছিলেন তিনি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ সদস য
এছাড়াও পড়ুন:
তিন বছর পর সেভেনটিনের পূর্ণাঙ্গ অ্যালবাম
কে–পপ বয় ব্যান্ড সেভেনটিনের এক দশক পূর্তি হবে আগামী ২৬ মে। একই দিনে পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘হ্যাপি বার্স্টডে’ প্রকাশ করবে ব্যান্ডটি।
প্রায় তিন বছর পর সেভেনটিনের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশিত হবে। সবশেষ ২০২২ সালে ‘ফেস দ্য সান’ শিরোনামে একটি অ্যালবাম এনেছিল ব্যান্ডটি।
‘হ্যাপি বার্থডে’ ও ‘বার্স্ট’ শব্দ মিলিয়ে অ্যালবামের নামকরণ করা হয়েছে। গ্রুপের এজেন্সি প্লেডিস এন্টারটেইনমেন্ট বলেছে, ‘দশক পূর্তিতে অ্যালবামের পাশাপাশি বিভিন্ন পরিবেশনা দিয়ে ভক্তদের সঙ্গে যুক্ত থাকবে সেভেনটিন।’
এপ্রিলে জাপানের ওসাকায় ও মে মাসে সাইতামাতে ফ্যান মিট করবে সেভেনটিন। ১৩ সদস্যের ব্যান্ডটি গঠিত হয়েছে ২০১৫ সালের ২৬ মে। এদিন ব্যান্ডের প্রথম ইপি ‘১৭ ক্যারাট’ প্রকাশিত হয়েছে।
২০১৬ সালে প্রথম স্টুডিও অ্যালবাম ‘লাভ অ্যান্ড লেটার’ প্রকাশ করেছে সেভেনটিন। এরপর ‘টিন, এজ’, ‘অ্যান ওড’ ও ‘ফেস দ্য সান’ নিয়ে এসেছে ব্যান্ডটি।
আরও পড়ুনকে পপ অ্যালবামের ইতিহাসে সবচেয়ে বেশি কপি বিক্রির রেকর্ড০৫ জুলাই ২০২৩