সরকারি তত্ত্বাবধানে ঢাকায় ঈদ আনন্দমিছিলে মূর্তি প্রদর্শনীর ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছে জামায়াতে ইসলামী। দলটি ঈদ মিছিলে মূর্তি সদৃশ প্রতীক নিয়ে অংশগ্রহণের নিন্দা জানিয়ে বলেছে, এ ঘটনা ইসলামের মৌলিক শিক্ষা ও ঈদের পবিত্রতার পরিপন্থী।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার গত বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে পতিত আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সাধারণ মানুষের মাঝে ঈদ নিয়ে আলাদা ধরনের উৎসাহ-উদ্দীপনা ছিল না। এবারের ঈদ সবার মধ্যেই যেন প্রকৃত ঈদ হয়ে ফিরে এসেছে। সরকারি উদ্যোগে সুলতানি আমলের মতো করে ঈদ উদ্‌যাপন আমাদের জীবনে আনন্দের নতুন মাত্রা তৈরি করেছে। কিন্তু ঢাকায় ঈদ মিছিলে মূর্তি সদৃশ প্রতীক নিয়ে অংশগ্রহণ আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।’

গোলাম পরওয়ার বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র উৎসব। ইসলাম ধর্মে মূর্তি, প্রতিমা বা কোনো দৃশ্যমান অবয়বের মাধ্যমে ধর্মীয় আনন্দ প্রকাশের অনুমতি দেয় না। ইসলামের ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত নেই, যেখানে রাসুল (সা.

), সাহাবা বা পরবর্তী খলিফারা ঈদ উদ্‌যাপনে মূর্তি বা প্রতিমা বহন করেছেন।

সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করিয়ে দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘ঈদ আমাদের ধর্মীয় আবেগের বিষয়। একে সাংস্কৃতিক পরীক্ষাগারে পরিণত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামি ঐতিহ্যের বাইরে গিয়ে ঈদ আনন্দমিছিলকে ঘিরে সরকারি উদ্যোগে প্রতিমা সংস্কৃতি অন্তর্ভুক্তির প্রচেষ্টা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করেছে। এ ঘটনা ইসলামের মৌলিক শিক্ষা ও ঈদের পবিত্রতার পরিপন্থী।’

বিবৃতিতে ঈদ আয়োজনে অপ্রয়োজনীয় এই বিতর্ক সৃষ্টিকারীদের বিষয়ে অনুসন্ধান করে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম র সরক র আনন দ

এছাড়াও পড়ুন:

পুতিনকে এবার থামতে বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনের উপর বুধবার রাতে রুশ হামলায় ‘খুশি নন।’ বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে এ কথা বলেছেন।

রুশ প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে ট্রাম্প লিখেছেন, “ভ্লাদিমির, থামো... শান্তি চুক্তি সম্পন্ন করা যাক।”

রাশিয়ার সর্বশেষ আক্রমণটি গত বছরের ৮ জুলাইয়ের পর থেকে ইউক্রেনের রাজধানীতে সবচেয়ে মারাত্মক ছিল। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামলায় ১০ জন নিহত হয়েছে।

রাশিয়া শান্তিচুক্তির শর্ত হিসেবে ক্রিমিয়ার ওপর মস্কোর নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে ইউক্রেনের প্রতি দাবি জানিয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ দাবি প্রত্যাখ্যান করেছেন। বুধবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ক্রিমিয়ার উপর রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি না দিয়ে শান্তি আলোচনার ক্ষতি করার জন্য অভিযুক্ত করেছেন। 

ট্রাম্প লিখেছেন, “তিনি (জেলেনস্কি) শান্তিতে থাকতে পারেন অথবা পুরো দেশ হারানোর আগে আরো তিন বছর লড়াই করতে পারেন। জেলেনস্কি হলেন এমন ব্যক্তি যারা খেলার জন্য কোনো তাস নেই।”

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতারাতি মারাত্মক হামলাগুলো ইউক্রেনের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে করা হয়েছে। এই হামলার মাধ্যমে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ